২০২৪ সালের বার্ষিক আয়ে প্রতিদ্বন্দ্বী টেসলাকে ছাড়িয়ে গেছে চীনের ইলেকট্রিক গাড়ি নির্মাতা কোম্পানি বিওয়াইডি। শেনজেনভিত্তিক ওই প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের রাজস্ব ২৯ শতাংশ বেড়ে ১০৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা টেসলার ঘোষিত ৯৭.৭ বিলিয়ন ডলারের রাজস্বকে ছাড়িয়ে গেছে। বিপুল সংখ্যায় বিওয়াইডির হাইব্রিড গাড়ি বিক্রি এই প্রবৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে।
মঙ্গলবার বিবিসি জানিয়েছে, বিওয়াইডি সম্প্রতি একটি স্বল্পমূল্যের গাড়ি উন্মোচন করেছে। এই গাড়ি দীর্ঘদিন ধরে চীনের সর্বাধিক বিক্রীত বৈদ্যুতিক যান (ইভি) টেসলা মডেল ৩-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে এসেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের কারণে ইলন মাস্কের টেসলা বিশ্বজুড়ে প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে। আর চীনা গাড়ি নির্মাতারা পশ্চিমা দেশগুলোর শুল্ক নীতির শিকার হচ্ছে।
২০২৪ সালে বিওয়াইডি টেসলার কাছাকাছি সংখ্যক বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে। বছরটিতে টেসলার বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে ১৭ লাখ ৯০ হাজার, আর বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে ১৭ লাখ ৬০ হাজার। তবে হাইব্রিড গাড়ির বিক্রি বিবেচনা করলে বিওয়াইডি অনেক এগিয়ে। প্রতিষ্ঠানটি গত বছর সারা বিশ্বে রেকর্ড ৪৩ লাখ গাড়ি বিক্রি করেছে।
গত রোববার বিওয়াইডি নতুন মডেল কিন-এল উন্মোচন করেছে, যা সরাসরি টেসলাকে চ্যালেঞ্জ জানাবে। চীনে এই মডেলের প্রাথমিক মূল্য ১ লাখ ১৯ হাজার ৮০০ ইউয়ান, যেখানে টেসলা মডেল-৩ এর মূল সংস্করণের দাম ২ লাখ ৩৫ হাজার ৫০০ ইউয়ান।
এদিকে গত সপ্তাহেই বিওয়াইডির প্রতিষ্ঠাতা ওয়াং চুয়ানফু নতুন ব্যাটারি চার্জিং প্রযুক্তির ঘোষণা দিয়েছেন, যা মাত্র পাঁচ মিনিটে একটি ইভি চার্জ করতে সক্ষম। তুলনামূলকভাবে টেসলার সুপার চার্জার প্রযুক্তিতে একটি গাড়ি চার্জ করতে প্রায় ১৫ মিনিট সময় লাগে।
গত ফেব্রুয়ারিতে বিওয়াইডি ঘোষণা করেছিল, তাদের ‘গডস আই’ উন্নত ড্রাইভার-সহায়তা প্রযুক্তি সব মডেলে বিনা মূল্যে আপডেট থাকবে।
২০২৪ সালের বার্ষিক আয়ে প্রতিদ্বন্দ্বী টেসলাকে ছাড়িয়ে গেছে চীনের ইলেকট্রিক গাড়ি নির্মাতা কোম্পানি বিওয়াইডি। শেনজেনভিত্তিক ওই প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের রাজস্ব ২৯ শতাংশ বেড়ে ১০৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা টেসলার ঘোষিত ৯৭.৭ বিলিয়ন ডলারের রাজস্বকে ছাড়িয়ে গেছে। বিপুল সংখ্যায় বিওয়াইডির হাইব্রিড গাড়ি বিক্রি এই প্রবৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে।
মঙ্গলবার বিবিসি জানিয়েছে, বিওয়াইডি সম্প্রতি একটি স্বল্পমূল্যের গাড়ি উন্মোচন করেছে। এই গাড়ি দীর্ঘদিন ধরে চীনের সর্বাধিক বিক্রীত বৈদ্যুতিক যান (ইভি) টেসলা মডেল ৩-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে এসেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের কারণে ইলন মাস্কের টেসলা বিশ্বজুড়ে প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে। আর চীনা গাড়ি নির্মাতারা পশ্চিমা দেশগুলোর শুল্ক নীতির শিকার হচ্ছে।
২০২৪ সালে বিওয়াইডি টেসলার কাছাকাছি সংখ্যক বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে। বছরটিতে টেসলার বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে ১৭ লাখ ৯০ হাজার, আর বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে ১৭ লাখ ৬০ হাজার। তবে হাইব্রিড গাড়ির বিক্রি বিবেচনা করলে বিওয়াইডি অনেক এগিয়ে। প্রতিষ্ঠানটি গত বছর সারা বিশ্বে রেকর্ড ৪৩ লাখ গাড়ি বিক্রি করেছে।
গত রোববার বিওয়াইডি নতুন মডেল কিন-এল উন্মোচন করেছে, যা সরাসরি টেসলাকে চ্যালেঞ্জ জানাবে। চীনে এই মডেলের প্রাথমিক মূল্য ১ লাখ ১৯ হাজার ৮০০ ইউয়ান, যেখানে টেসলা মডেল-৩ এর মূল সংস্করণের দাম ২ লাখ ৩৫ হাজার ৫০০ ইউয়ান।
এদিকে গত সপ্তাহেই বিওয়াইডির প্রতিষ্ঠাতা ওয়াং চুয়ানফু নতুন ব্যাটারি চার্জিং প্রযুক্তির ঘোষণা দিয়েছেন, যা মাত্র পাঁচ মিনিটে একটি ইভি চার্জ করতে সক্ষম। তুলনামূলকভাবে টেসলার সুপার চার্জার প্রযুক্তিতে একটি গাড়ি চার্জ করতে প্রায় ১৫ মিনিট সময় লাগে।
গত ফেব্রুয়ারিতে বিওয়াইডি ঘোষণা করেছিল, তাদের ‘গডস আই’ উন্নত ড্রাইভার-সহায়তা প্রযুক্তি সব মডেলে বিনা মূল্যে আপডেট থাকবে।
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
২ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
২ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
২ দিন আগেবিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
৪ দিন আগে