অনলাইন ডেস্ক
২০২৪ সালের বার্ষিক আয়ে প্রতিদ্বন্দ্বী টেসলাকে ছাড়িয়ে গেছে চীনের ইলেকট্রিক গাড়ি নির্মাতা কোম্পানি বিওয়াইডি। শেনজেনভিত্তিক ওই প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের রাজস্ব ২৯ শতাংশ বেড়ে ১০৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা টেসলার ঘোষিত ৯৭.৭ বিলিয়ন ডলারের রাজস্বকে ছাড়িয়ে গেছে। বিপুল সংখ্যায় বিওয়াইডির হাইব্রিড গাড়ি বিক্রি এই প্রবৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে।
মঙ্গলবার বিবিসি জানিয়েছে, বিওয়াইডি সম্প্রতি একটি স্বল্পমূল্যের গাড়ি উন্মোচন করেছে। এই গাড়ি দীর্ঘদিন ধরে চীনের সর্বাধিক বিক্রীত বৈদ্যুতিক যান (ইভি) টেসলা মডেল ৩-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে এসেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের কারণে ইলন মাস্কের টেসলা বিশ্বজুড়ে প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে। আর চীনা গাড়ি নির্মাতারা পশ্চিমা দেশগুলোর শুল্ক নীতির শিকার হচ্ছে।
২০২৪ সালে বিওয়াইডি টেসলার কাছাকাছি সংখ্যক বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে। বছরটিতে টেসলার বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে ১৭ লাখ ৯০ হাজার, আর বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে ১৭ লাখ ৬০ হাজার। তবে হাইব্রিড গাড়ির বিক্রি বিবেচনা করলে বিওয়াইডি অনেক এগিয়ে। প্রতিষ্ঠানটি গত বছর সারা বিশ্বে রেকর্ড ৪৩ লাখ গাড়ি বিক্রি করেছে।
গত রোববার বিওয়াইডি নতুন মডেল কিন-এল উন্মোচন করেছে, যা সরাসরি টেসলাকে চ্যালেঞ্জ জানাবে। চীনে এই মডেলের প্রাথমিক মূল্য ১ লাখ ১৯ হাজার ৮০০ ইউয়ান, যেখানে টেসলা মডেল-৩ এর মূল সংস্করণের দাম ২ লাখ ৩৫ হাজার ৫০০ ইউয়ান।
এদিকে গত সপ্তাহেই বিওয়াইডির প্রতিষ্ঠাতা ওয়াং চুয়ানফু নতুন ব্যাটারি চার্জিং প্রযুক্তির ঘোষণা দিয়েছেন, যা মাত্র পাঁচ মিনিটে একটি ইভি চার্জ করতে সক্ষম। তুলনামূলকভাবে টেসলার সুপার চার্জার প্রযুক্তিতে একটি গাড়ি চার্জ করতে প্রায় ১৫ মিনিট সময় লাগে।
গত ফেব্রুয়ারিতে বিওয়াইডি ঘোষণা করেছিল, তাদের ‘গডস আই’ উন্নত ড্রাইভার-সহায়তা প্রযুক্তি সব মডেলে বিনা মূল্যে আপডেট থাকবে।
২০২৪ সালের বার্ষিক আয়ে প্রতিদ্বন্দ্বী টেসলাকে ছাড়িয়ে গেছে চীনের ইলেকট্রিক গাড়ি নির্মাতা কোম্পানি বিওয়াইডি। শেনজেনভিত্তিক ওই প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের রাজস্ব ২৯ শতাংশ বেড়ে ১০৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা টেসলার ঘোষিত ৯৭.৭ বিলিয়ন ডলারের রাজস্বকে ছাড়িয়ে গেছে। বিপুল সংখ্যায় বিওয়াইডির হাইব্রিড গাড়ি বিক্রি এই প্রবৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে।
মঙ্গলবার বিবিসি জানিয়েছে, বিওয়াইডি সম্প্রতি একটি স্বল্পমূল্যের গাড়ি উন্মোচন করেছে। এই গাড়ি দীর্ঘদিন ধরে চীনের সর্বাধিক বিক্রীত বৈদ্যুতিক যান (ইভি) টেসলা মডেল ৩-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে এসেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের কারণে ইলন মাস্কের টেসলা বিশ্বজুড়ে প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে। আর চীনা গাড়ি নির্মাতারা পশ্চিমা দেশগুলোর শুল্ক নীতির শিকার হচ্ছে।
২০২৪ সালে বিওয়াইডি টেসলার কাছাকাছি সংখ্যক বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে। বছরটিতে টেসলার বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে ১৭ লাখ ৯০ হাজার, আর বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে ১৭ লাখ ৬০ হাজার। তবে হাইব্রিড গাড়ির বিক্রি বিবেচনা করলে বিওয়াইডি অনেক এগিয়ে। প্রতিষ্ঠানটি গত বছর সারা বিশ্বে রেকর্ড ৪৩ লাখ গাড়ি বিক্রি করেছে।
গত রোববার বিওয়াইডি নতুন মডেল কিন-এল উন্মোচন করেছে, যা সরাসরি টেসলাকে চ্যালেঞ্জ জানাবে। চীনে এই মডেলের প্রাথমিক মূল্য ১ লাখ ১৯ হাজার ৮০০ ইউয়ান, যেখানে টেসলা মডেল-৩ এর মূল সংস্করণের দাম ২ লাখ ৩৫ হাজার ৫০০ ইউয়ান।
এদিকে গত সপ্তাহেই বিওয়াইডির প্রতিষ্ঠাতা ওয়াং চুয়ানফু নতুন ব্যাটারি চার্জিং প্রযুক্তির ঘোষণা দিয়েছেন, যা মাত্র পাঁচ মিনিটে একটি ইভি চার্জ করতে সক্ষম। তুলনামূলকভাবে টেসলার সুপার চার্জার প্রযুক্তিতে একটি গাড়ি চার্জ করতে প্রায় ১৫ মিনিট সময় লাগে।
গত ফেব্রুয়ারিতে বিওয়াইডি ঘোষণা করেছিল, তাদের ‘গডস আই’ উন্নত ড্রাইভার-সহায়তা প্রযুক্তি সব মডেলে বিনা মূল্যে আপডেট থাকবে।
গুগল তাদের সার্চ, ম্যাপস এবং জেমিনিতে বেশ কিছু নতুন ফিচার চালু করছে। ব্যবহারকারীর ছুটির পরিকল্পনা করতে এগুলো সাহায্য করবে। এসব নতুন ফিচার অনেকটাই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি। ব্যবহারকারীরা আগে যেমন ওপেনএআইয়ের চ্যাটজিপিটি থেকে ছুটির পরিকল্পনা তৈরি করতে অভ্যস্ত ছিলেন, তেমনি গুগলের টুলগুলো
৬ ঘণ্টা আগেওপেনএআইয়ের এর চ্যাটজিপিটি-এর নতুন ইমেজ জেনারেটর চালু হওয়ার পর স্টুডিও জিবলি স্টাইলে তৈরি হওয়া ছবি তুমুল ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই জাপানি অ্যানিমেশন স্টুডিওটি স্পিরিটেড অ্যাওয়ে, মাইনেইবোর টোটোরো, প্রিন্সেস মনোনোকে, হাওলস মুভিং কাসল মতো ক্লাসিক কিছু মুভির জন্য জনপ্রিয়। চ্যাটজিপিটির
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যেই বিপুল পরিমাণ লাভ করছে চীনের প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ে। কোম্পানিটির নতুন সফটওয়্যার তৈরি, চিপ উৎপাদন এবং স্মার্ট-ড্রাইভিং প্রযুক্তির ব্যবসার বিস্তারের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছে। গত বছর প্রায় ৮৬০ বিলিয়ন ইউয়ান (১১৮ বিলিয়ন ডলার) আয় করেছে কোম্পানিটি, যা ২০২০ সালের...
৯ ঘণ্টা আগেইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য গত বৃহস্পতিবার একটি নতুন ফিচারের ঘোষণা দিয়েছে মেটা। ইনস্টাগ্রামের রিলস ভিডিও দেখার ক্ষেত্রে এই ফিচারটি বিশেষভাবে সুবিধা প্রদান করব। কারণ নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা এখন রিলস ভিডিওগুলো দ্রুত ফাস্ট-ফরওয়ার্ড করতে পারবেন।
১০ ঘণ্টা আগে