চলতি বছরে প্রথম ত্রৈমাসিকে বিশ্বের শীর্ষস্থানীয় ফোল্ডেবল স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাংকে ছাড়িয়ে গেল হুয়াওয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়ার পরও প্রথমবারের মতো চীনা প্রযুক্তি জায়ান্ট এই মাইলফলক অর্জন করল।
গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্টের মতে, এই বছরের প্রথম তিন মাসে হুয়াওয়ের ফোল্ডেবল স্মার্টফোনের বিক্রি গত বছরের একই সময়ের চেয়ে ২৫৭ শতাংশ বেড়েছে। অপরদিকে দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাংয়ের বিক্রি উল্টো ৪২ শতাংশ কমেছে। এসময়ে বিশ্বব্যাপী ফোল্ডেবল স্মার্টফোনের বিক্রি ৪৯ শতাংশ বেড়েছে।
গত বছরের প্রথম ত্রৈমাসিকে ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে স্যামসাংয়ের শেয়ার বা দখল ছিল ৫৮ শতাংশ। চলতি বছরের একই সময়ে তা কমে ২৩ শতাংশে নেমেছে। অন্যদিকে ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে হুয়াওয়ের ১৪ শতাংশ থেকে বেড়ে ৩৫ শতাংশে উঠেছে।
হুয়াওয়ের ফোল্ডেবল ফোনের সাফল্যের প্রধান কারণ হলো—কোম্পানিটি ৫জি মডেলের ওপর গুরুত্ব দিয়েছে। বছরের প্রথম ত্রৈমাসিকে ফোল্ডেবল ফোনের চালানের মধ্যে ৮৪ শতাংশতেই ৫জি সুবিধা ছিল। তবে গত বছরের প্রথম ত্রৈমাসিকে হুয়াওয়ের ফোল্ডেবল ফোনে এই সুবিধা ছিল না।
কাউন্টারপয়েন্ট বলছে, কোম্পানির জনপ্রিয় ফোল্ডেবল মডেলগুলো হল—মেট এক্স ৫ (বইয়ের মতো নকশা) ও পকেট ২ (ঝিনুকের মতো নকশা)। হুয়াওয়ের ফোনগুলো মধ্যপ্রাচ্যে পাওয়া গেলেও চীনেই কোম্পানিটির ফোন বেশি বিক্রি হয়।
তবে ফোল্ডেবল ফোনের বাজারে নতুন ফোন নিয়ে আসতে অনেক দেরি করছে স্যামসাং। এ কারণেই স্যামসাং প্রতিযোগিতায় পিছিয়ে যেতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
মটোরোলাও এই প্রতিযোগিতায় ভালো এগিয়েছে। ২০২৩ এর প্রথম ত্রৈমাসিকের তুলনায় এই বছর একই সময়ে কোম্পানিটির চালান ১ হাজার ৪৭৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি এখন বাজারে ১১ শতাংশ শেয়ার নিয়ে চতুর্থ বৃহত্তম ফোল্ডেবল ব্র্যান্ডে পরিণত হয়েছে। গবেষণায় বলা হয়েছে, মটোরোলার রেজর ৪০ মডেলটি উত্তর আমেরিকার একটি শীর্ষ মডেল হয়ে উঠেছে।
অনার ফোনের শেয়ারদর ১২ শতাংশ হয়ে কোম্পানিটি তৃতীয় অবস্থানে রয়েছে। ফোল্ডেবল ফোন হিসেবে এই বছরের প্রথম ত্রৈমাসিকে সবচেয়ে বেশি চালান হয়েছে অনার ম্যাজিক ভি২ ফোন।
২০২১ সাল থেকে প্রথমবারের মতো ঝিনুকের নকশাকে ছাড়িয়ে গেছে বইয়ের নকশায় তৈরি ফোল্ডেবল চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে বিশ্বব্যাপী চালানের ৫৫ শতাংশ দখল করেছে এই ধরনের মডেল।
স্যামসাং এখন গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ও ফ্লিপ ৬ মডেল দুটি বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে।
তথ্যসূত্র: গিজমোচীনা
চলতি বছরে প্রথম ত্রৈমাসিকে বিশ্বের শীর্ষস্থানীয় ফোল্ডেবল স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাংকে ছাড়িয়ে গেল হুয়াওয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়ার পরও প্রথমবারের মতো চীনা প্রযুক্তি জায়ান্ট এই মাইলফলক অর্জন করল।
গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্টের মতে, এই বছরের প্রথম তিন মাসে হুয়াওয়ের ফোল্ডেবল স্মার্টফোনের বিক্রি গত বছরের একই সময়ের চেয়ে ২৫৭ শতাংশ বেড়েছে। অপরদিকে দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাংয়ের বিক্রি উল্টো ৪২ শতাংশ কমেছে। এসময়ে বিশ্বব্যাপী ফোল্ডেবল স্মার্টফোনের বিক্রি ৪৯ শতাংশ বেড়েছে।
গত বছরের প্রথম ত্রৈমাসিকে ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে স্যামসাংয়ের শেয়ার বা দখল ছিল ৫৮ শতাংশ। চলতি বছরের একই সময়ে তা কমে ২৩ শতাংশে নেমেছে। অন্যদিকে ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে হুয়াওয়ের ১৪ শতাংশ থেকে বেড়ে ৩৫ শতাংশে উঠেছে।
হুয়াওয়ের ফোল্ডেবল ফোনের সাফল্যের প্রধান কারণ হলো—কোম্পানিটি ৫জি মডেলের ওপর গুরুত্ব দিয়েছে। বছরের প্রথম ত্রৈমাসিকে ফোল্ডেবল ফোনের চালানের মধ্যে ৮৪ শতাংশতেই ৫জি সুবিধা ছিল। তবে গত বছরের প্রথম ত্রৈমাসিকে হুয়াওয়ের ফোল্ডেবল ফোনে এই সুবিধা ছিল না।
কাউন্টারপয়েন্ট বলছে, কোম্পানির জনপ্রিয় ফোল্ডেবল মডেলগুলো হল—মেট এক্স ৫ (বইয়ের মতো নকশা) ও পকেট ২ (ঝিনুকের মতো নকশা)। হুয়াওয়ের ফোনগুলো মধ্যপ্রাচ্যে পাওয়া গেলেও চীনেই কোম্পানিটির ফোন বেশি বিক্রি হয়।
তবে ফোল্ডেবল ফোনের বাজারে নতুন ফোন নিয়ে আসতে অনেক দেরি করছে স্যামসাং। এ কারণেই স্যামসাং প্রতিযোগিতায় পিছিয়ে যেতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
মটোরোলাও এই প্রতিযোগিতায় ভালো এগিয়েছে। ২০২৩ এর প্রথম ত্রৈমাসিকের তুলনায় এই বছর একই সময়ে কোম্পানিটির চালান ১ হাজার ৪৭৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি এখন বাজারে ১১ শতাংশ শেয়ার নিয়ে চতুর্থ বৃহত্তম ফোল্ডেবল ব্র্যান্ডে পরিণত হয়েছে। গবেষণায় বলা হয়েছে, মটোরোলার রেজর ৪০ মডেলটি উত্তর আমেরিকার একটি শীর্ষ মডেল হয়ে উঠেছে।
অনার ফোনের শেয়ারদর ১২ শতাংশ হয়ে কোম্পানিটি তৃতীয় অবস্থানে রয়েছে। ফোল্ডেবল ফোন হিসেবে এই বছরের প্রথম ত্রৈমাসিকে সবচেয়ে বেশি চালান হয়েছে অনার ম্যাজিক ভি২ ফোন।
২০২১ সাল থেকে প্রথমবারের মতো ঝিনুকের নকশাকে ছাড়িয়ে গেছে বইয়ের নকশায় তৈরি ফোল্ডেবল চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে বিশ্বব্যাপী চালানের ৫৫ শতাংশ দখল করেছে এই ধরনের মডেল।
স্যামসাং এখন গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ও ফ্লিপ ৬ মডেল দুটি বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে।
তথ্যসূত্র: গিজমোচীনা
বিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
২০ ঘণ্টা আগেবিশ্বের ইন্টারনেট গতির নতুন রেকর্ড গড়েছে জাপান। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির (এনআইসিটি) গবেষকেরা দাবি করেছে, তাঁরা প্রতি সেকেন্ডে ১ লাখ ২৫ হাজার গিগাবাইট ডেটা স্থানান্তর করতে সক্ষম হয়েছেন, যা প্রায় ১ হাজার ১২০ মাইল (১ হাজার ৮০২ কিলোমিটার) দূরত্ব অতিক্রম...
১ দিন আগেমাইক্রোসফট তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সহকারী কোপাইলট ভিশনের নতুন আপডেট চালু করেছে, যা এখন ব্যবহারকারীর কম্পিউটারের পুরো স্ক্রিন বা পর্দা স্ক্যান করতে পারবে। আগে এই টুলটি একসঙ্গে দুইটি অ্যাপ দেখতে পারত এবং সে অনুযায়ী বিশ্লেষণ করত। তবে নতুন আপডেটের ফলে এটি এখন সম্পূর্ণ ডেস্কটপ কিংবা নির্দিষ্ট
১ দিন আগেডিজিটাল কনটেন্টের যুগে ইউটিউব কেবল একটি ভিডিও প্ল্যাটফর্ম নয়—এটি এখন এক বড় ক্যারিয়ার অপশন, ব্র্যান্ড তৈরির মাধ্যম, এমনকি অনেকের স্বপ্নপূরণের জায়গা। আপনি যদি ইউটিউবে চ্যানেল খোলার কথা ভাবেন, তবে নিশ্চয়ই অনেক ধরনের আইডিয়া মাথায় ঘুরছে। তবে এতগুলো আইডিয়ার ভিড়ে কোনটা দিয়ে শুরু করবেন, সেটাই সবচেয়ে কঠিন
১ দিন আগে