জিবোর্ডে স্টাইলাসের মাধ্যমে হ্যান্ডরাইটিং বা হাতের লেখার ফিচার নিয়ে এল গুগল। স্টাইলাস দিয়ে গুগলের জিবোর্ডে কিছু লেখা হলে, তা সঙ্গে সঙ্গে টেক্সটে পরিবর্তিত হবে। এর জন্য আলাদা করে টাইপিংয়ের প্রয়োজন নেই। গত আগস্টে অ্যান্ড্রয়েড ট্যাবের বেটা টেস্টারদের জন্য ফিচারটি নিয়ে আসা হয়। এখন পিক্সেল ও স্যামসাং গ্যালাক্সি ট্যাবের গ্রাহকেরা এই ফিচার ব্যবহার করতে পারবে।
এক্সের (টুইটার) এক পোস্টে মিসাল রহমান বলেন, অবশেষে গ্রাহকদের জন্য স্টাইলাস হ্যান্ডরাইটিং ফিচার নিয়ে এল গুগল এবং এখন এটি পিক্সেল ট্যাবে পাওয়া যাচ্ছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগল এক প্রতিবেদনে বলছে, পিক্সেল ও স্যামসাং ট্যাবলেটে জিবোর্ডের সর্বশেষ বেটা ভার্সনে (১৩.৭) এই ফিচার পাওয়া যাবে।
ফিচারটি যেভাবে ব্যবহার করবেন
স্যামসাং ও পিক্সেল ডিভাইস গ্রাহকেরা জিবোর্ডের সেটিংসে ‘রাইট এন টেকস্ট ফিল্ডস’ নামের নতুন একটি মেনু দেখতে পারবেন। কীভাবে হাতের লেখা টেক্সটে রূপান্তর করা যাবে, তা সম্পর্কে এখানে নির্দেশনা দেওয়া আছে। তাছাড়া টেক্সটগুলো এডিট ও ডিলিটও করা যাবে। ‘ট্রাই ইট’ অপশনে ট্যাপ করে টিউটোরিয়ালগুলো দেখা যাবে।
ডিলিট: স্টাইলাস ব্যবহার করে কোনো বর্ণ, শব্দ বা বাক্য কেটে দিলেই সেগুলো ডিলিট হয়ে যাবে।
সিলেক্ট: স্টাইলাস দিয়ে কোনো বর্ণ, শব্দ বা বাক্যের ওপর বৃত্ত এঁকে সেগুলো সিলেক্ট করা যাবে।
ইনসার্ট: যেখানে নতুন কোনো টেক্সট সংযুক্ত করতে চান সেখানে স্টাইলাস দিয়ে তীর চিহ্ন বা ‘^’ চিহ্ন আঁকতে হবে।
জয়েন: শব্দের মাঝে স্পেস ব্যবহারের জন্য বা দুটি শব্দকে এক করার জন্য ‘|’ এই লাইন স্টাইলাসের মাধ্যমে আঁকতে হবে।
ফিচারটি ব্যবহারের সময় একটি ফ্লোটিং ‘কিবোর্ড টুলবার’ স্ক্রিনে দেখা যাবে। এতে ডিলিট, এন্টার ও ইমোজির মতো অপশন থাকবে।
এছাড়া এতে সেটিংস, হ্যান্ডরাইটিং ডেমো, ক্লিপবোর্ড, ট্রান্সলেট, ল্যাংগুয়েজ পিকারের মতো শর্টকাট থাকবে।
ব্যবহারকারীরা প্যানেলটি স্ক্রিনের যেকোন জায়গায় ড্র্যাগ করে সরাতে পারবে। তবে এটি উল্লম্ব ও অনুভূমিক লেআউটগুলির সঙ্গে ডিফল্টভাবে থাকবে। এটি নিচের দিকে মিনিমাইজ করলে একটি সাদা লাইনের মাধ্যমে এই ফিচার স্ক্রিনে দেখা যাবে। এছাড়া সেটিংসের মাধ্যমে গ্রাহকেরা হ্যান্ডরাইটিংগুলোর গতি ও রেখাগুলোর প্রস্থ পরিবর্তন করতে পারবে।
জিবোর্ডে স্টাইলাসের মাধ্যমে হ্যান্ডরাইটিং বা হাতের লেখার ফিচার নিয়ে এল গুগল। স্টাইলাস দিয়ে গুগলের জিবোর্ডে কিছু লেখা হলে, তা সঙ্গে সঙ্গে টেক্সটে পরিবর্তিত হবে। এর জন্য আলাদা করে টাইপিংয়ের প্রয়োজন নেই। গত আগস্টে অ্যান্ড্রয়েড ট্যাবের বেটা টেস্টারদের জন্য ফিচারটি নিয়ে আসা হয়। এখন পিক্সেল ও স্যামসাং গ্যালাক্সি ট্যাবের গ্রাহকেরা এই ফিচার ব্যবহার করতে পারবে।
এক্সের (টুইটার) এক পোস্টে মিসাল রহমান বলেন, অবশেষে গ্রাহকদের জন্য স্টাইলাস হ্যান্ডরাইটিং ফিচার নিয়ে এল গুগল এবং এখন এটি পিক্সেল ট্যাবে পাওয়া যাচ্ছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগল এক প্রতিবেদনে বলছে, পিক্সেল ও স্যামসাং ট্যাবলেটে জিবোর্ডের সর্বশেষ বেটা ভার্সনে (১৩.৭) এই ফিচার পাওয়া যাবে।
ফিচারটি যেভাবে ব্যবহার করবেন
স্যামসাং ও পিক্সেল ডিভাইস গ্রাহকেরা জিবোর্ডের সেটিংসে ‘রাইট এন টেকস্ট ফিল্ডস’ নামের নতুন একটি মেনু দেখতে পারবেন। কীভাবে হাতের লেখা টেক্সটে রূপান্তর করা যাবে, তা সম্পর্কে এখানে নির্দেশনা দেওয়া আছে। তাছাড়া টেক্সটগুলো এডিট ও ডিলিটও করা যাবে। ‘ট্রাই ইট’ অপশনে ট্যাপ করে টিউটোরিয়ালগুলো দেখা যাবে।
ডিলিট: স্টাইলাস ব্যবহার করে কোনো বর্ণ, শব্দ বা বাক্য কেটে দিলেই সেগুলো ডিলিট হয়ে যাবে।
সিলেক্ট: স্টাইলাস দিয়ে কোনো বর্ণ, শব্দ বা বাক্যের ওপর বৃত্ত এঁকে সেগুলো সিলেক্ট করা যাবে।
ইনসার্ট: যেখানে নতুন কোনো টেক্সট সংযুক্ত করতে চান সেখানে স্টাইলাস দিয়ে তীর চিহ্ন বা ‘^’ চিহ্ন আঁকতে হবে।
জয়েন: শব্দের মাঝে স্পেস ব্যবহারের জন্য বা দুটি শব্দকে এক করার জন্য ‘|’ এই লাইন স্টাইলাসের মাধ্যমে আঁকতে হবে।
ফিচারটি ব্যবহারের সময় একটি ফ্লোটিং ‘কিবোর্ড টুলবার’ স্ক্রিনে দেখা যাবে। এতে ডিলিট, এন্টার ও ইমোজির মতো অপশন থাকবে।
এছাড়া এতে সেটিংস, হ্যান্ডরাইটিং ডেমো, ক্লিপবোর্ড, ট্রান্সলেট, ল্যাংগুয়েজ পিকারের মতো শর্টকাট থাকবে।
ব্যবহারকারীরা প্যানেলটি স্ক্রিনের যেকোন জায়গায় ড্র্যাগ করে সরাতে পারবে। তবে এটি উল্লম্ব ও অনুভূমিক লেআউটগুলির সঙ্গে ডিফল্টভাবে থাকবে। এটি নিচের দিকে মিনিমাইজ করলে একটি সাদা লাইনের মাধ্যমে এই ফিচার স্ক্রিনে দেখা যাবে। এছাড়া সেটিংসের মাধ্যমে গ্রাহকেরা হ্যান্ডরাইটিংগুলোর গতি ও রেখাগুলোর প্রস্থ পরিবর্তন করতে পারবে।
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ক্রিকেট খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করেছে। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
২ দিন আগেজনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের স্ট্রিমিং প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের শত শত ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ দিন আগেএআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩ দিন আগেভারতের অন্ধ্রপ্রদেশে বিশাল এক ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হাব গড়ে তুলতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। দক্ষিণ ভারতের এই রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এটি হবে দক্ষিণ এশিয়ায় অ্যালফাবেট ইনকরপোরেশনের সহযোগী প্রতিষ্ঠান গুগলের সবচেয়ে বড় বিনিয়োগ। রয়টার্সের এক প্রতিব
৪ দিন আগে