জিবোর্ডে স্টাইলাসের মাধ্যমে হ্যান্ডরাইটিং বা হাতের লেখার ফিচার নিয়ে এল গুগল। স্টাইলাস দিয়ে গুগলের জিবোর্ডে কিছু লেখা হলে, তা সঙ্গে সঙ্গে টেক্সটে পরিবর্তিত হবে। এর জন্য আলাদা করে টাইপিংয়ের প্রয়োজন নেই। গত আগস্টে অ্যান্ড্রয়েড ট্যাবের বেটা টেস্টারদের জন্য ফিচারটি নিয়ে আসা হয়। এখন পিক্সেল ও স্যামসাং গ্যালাক্সি ট্যাবের গ্রাহকেরা এই ফিচার ব্যবহার করতে পারবে।
এক্সের (টুইটার) এক পোস্টে মিসাল রহমান বলেন, অবশেষে গ্রাহকদের জন্য স্টাইলাস হ্যান্ডরাইটিং ফিচার নিয়ে এল গুগল এবং এখন এটি পিক্সেল ট্যাবে পাওয়া যাচ্ছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগল এক প্রতিবেদনে বলছে, পিক্সেল ও স্যামসাং ট্যাবলেটে জিবোর্ডের সর্বশেষ বেটা ভার্সনে (১৩.৭) এই ফিচার পাওয়া যাবে।
ফিচারটি যেভাবে ব্যবহার করবেন
স্যামসাং ও পিক্সেল ডিভাইস গ্রাহকেরা জিবোর্ডের সেটিংসে ‘রাইট এন টেকস্ট ফিল্ডস’ নামের নতুন একটি মেনু দেখতে পারবেন। কীভাবে হাতের লেখা টেক্সটে রূপান্তর করা যাবে, তা সম্পর্কে এখানে নির্দেশনা দেওয়া আছে। তাছাড়া টেক্সটগুলো এডিট ও ডিলিটও করা যাবে। ‘ট্রাই ইট’ অপশনে ট্যাপ করে টিউটোরিয়ালগুলো দেখা যাবে।
ডিলিট: স্টাইলাস ব্যবহার করে কোনো বর্ণ, শব্দ বা বাক্য কেটে দিলেই সেগুলো ডিলিট হয়ে যাবে।
সিলেক্ট: স্টাইলাস দিয়ে কোনো বর্ণ, শব্দ বা বাক্যের ওপর বৃত্ত এঁকে সেগুলো সিলেক্ট করা যাবে।
ইনসার্ট: যেখানে নতুন কোনো টেক্সট সংযুক্ত করতে চান সেখানে স্টাইলাস দিয়ে তীর চিহ্ন বা ‘^’ চিহ্ন আঁকতে হবে।
জয়েন: শব্দের মাঝে স্পেস ব্যবহারের জন্য বা দুটি শব্দকে এক করার জন্য ‘|’ এই লাইন স্টাইলাসের মাধ্যমে আঁকতে হবে।
ফিচারটি ব্যবহারের সময় একটি ফ্লোটিং ‘কিবোর্ড টুলবার’ স্ক্রিনে দেখা যাবে। এতে ডিলিট, এন্টার ও ইমোজির মতো অপশন থাকবে।
এছাড়া এতে সেটিংস, হ্যান্ডরাইটিং ডেমো, ক্লিপবোর্ড, ট্রান্সলেট, ল্যাংগুয়েজ পিকারের মতো শর্টকাট থাকবে।
ব্যবহারকারীরা প্যানেলটি স্ক্রিনের যেকোন জায়গায় ড্র্যাগ করে সরাতে পারবে। তবে এটি উল্লম্ব ও অনুভূমিক লেআউটগুলির সঙ্গে ডিফল্টভাবে থাকবে। এটি নিচের দিকে মিনিমাইজ করলে একটি সাদা লাইনের মাধ্যমে এই ফিচার স্ক্রিনে দেখা যাবে। এছাড়া সেটিংসের মাধ্যমে গ্রাহকেরা হ্যান্ডরাইটিংগুলোর গতি ও রেখাগুলোর প্রস্থ পরিবর্তন করতে পারবে।
জিবোর্ডে স্টাইলাসের মাধ্যমে হ্যান্ডরাইটিং বা হাতের লেখার ফিচার নিয়ে এল গুগল। স্টাইলাস দিয়ে গুগলের জিবোর্ডে কিছু লেখা হলে, তা সঙ্গে সঙ্গে টেক্সটে পরিবর্তিত হবে। এর জন্য আলাদা করে টাইপিংয়ের প্রয়োজন নেই। গত আগস্টে অ্যান্ড্রয়েড ট্যাবের বেটা টেস্টারদের জন্য ফিচারটি নিয়ে আসা হয়। এখন পিক্সেল ও স্যামসাং গ্যালাক্সি ট্যাবের গ্রাহকেরা এই ফিচার ব্যবহার করতে পারবে।
এক্সের (টুইটার) এক পোস্টে মিসাল রহমান বলেন, অবশেষে গ্রাহকদের জন্য স্টাইলাস হ্যান্ডরাইটিং ফিচার নিয়ে এল গুগল এবং এখন এটি পিক্সেল ট্যাবে পাওয়া যাচ্ছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগল এক প্রতিবেদনে বলছে, পিক্সেল ও স্যামসাং ট্যাবলেটে জিবোর্ডের সর্বশেষ বেটা ভার্সনে (১৩.৭) এই ফিচার পাওয়া যাবে।
ফিচারটি যেভাবে ব্যবহার করবেন
স্যামসাং ও পিক্সেল ডিভাইস গ্রাহকেরা জিবোর্ডের সেটিংসে ‘রাইট এন টেকস্ট ফিল্ডস’ নামের নতুন একটি মেনু দেখতে পারবেন। কীভাবে হাতের লেখা টেক্সটে রূপান্তর করা যাবে, তা সম্পর্কে এখানে নির্দেশনা দেওয়া আছে। তাছাড়া টেক্সটগুলো এডিট ও ডিলিটও করা যাবে। ‘ট্রাই ইট’ অপশনে ট্যাপ করে টিউটোরিয়ালগুলো দেখা যাবে।
ডিলিট: স্টাইলাস ব্যবহার করে কোনো বর্ণ, শব্দ বা বাক্য কেটে দিলেই সেগুলো ডিলিট হয়ে যাবে।
সিলেক্ট: স্টাইলাস দিয়ে কোনো বর্ণ, শব্দ বা বাক্যের ওপর বৃত্ত এঁকে সেগুলো সিলেক্ট করা যাবে।
ইনসার্ট: যেখানে নতুন কোনো টেক্সট সংযুক্ত করতে চান সেখানে স্টাইলাস দিয়ে তীর চিহ্ন বা ‘^’ চিহ্ন আঁকতে হবে।
জয়েন: শব্দের মাঝে স্পেস ব্যবহারের জন্য বা দুটি শব্দকে এক করার জন্য ‘|’ এই লাইন স্টাইলাসের মাধ্যমে আঁকতে হবে।
ফিচারটি ব্যবহারের সময় একটি ফ্লোটিং ‘কিবোর্ড টুলবার’ স্ক্রিনে দেখা যাবে। এতে ডিলিট, এন্টার ও ইমোজির মতো অপশন থাকবে।
এছাড়া এতে সেটিংস, হ্যান্ডরাইটিং ডেমো, ক্লিপবোর্ড, ট্রান্সলেট, ল্যাংগুয়েজ পিকারের মতো শর্টকাট থাকবে।
ব্যবহারকারীরা প্যানেলটি স্ক্রিনের যেকোন জায়গায় ড্র্যাগ করে সরাতে পারবে। তবে এটি উল্লম্ব ও অনুভূমিক লেআউটগুলির সঙ্গে ডিফল্টভাবে থাকবে। এটি নিচের দিকে মিনিমাইজ করলে একটি সাদা লাইনের মাধ্যমে এই ফিচার স্ক্রিনে দেখা যাবে। এছাড়া সেটিংসের মাধ্যমে গ্রাহকেরা হ্যান্ডরাইটিংগুলোর গতি ও রেখাগুলোর প্রস্থ পরিবর্তন করতে পারবে।
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
৭ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
৭ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১০ ঘণ্টা আগে