আজকের পত্রিকা ডেস্ক
অ্যাপলের আসন্ন আইওএস ১৬ আপডেট ইতিমধ্যে ব্যবহারকারীদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নতুন লিকুইড গ্লাস ডিজাইন ও আইফোন ইকোসিস্টেমে বড় ধরনের পরিবর্তন ছাড়াও এবার ফেসটাইমে যুক্ত হচ্ছে এক ব্যতিক্রমী নিরাপত্তা ফিচার। এবার ভিডিও কলে ক্যামেরার সামনে নগ্নতা শনাক্ত হলেই স্বয়ংক্রিয়ভাবে কল পজ বা থামিয়ে দেবে ফেসটাইম। ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় নতুন মাত্রা যোগ করবে ফিচারটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভম্যাকের এক প্রতিবেদনে বলা হয়, আইওএস২৬-এর বেটা সংস্করণে এমন একটি ফিচার যুক্ত করা হয়েছে, যা ফেসটাইম ভিডিও কলে নগ্নতা শনাক্ত করলে স্বয়ংক্রিয়ভাবে সেই কল পজ করে দেয়। এতে ভিডিও ও অডিও—উভয়ই থেমে যায় এবং স্ক্রিনে একটি সতর্কবার্তা দেখায়—‘আপনাকে সম্ভবত স্পর্শকাতর কিছু দেখানো হচ্ছে, তাই অডিও ও ভিডিও বন্ধ রাখা হয়েছে। আপনি অস্বস্তিবোধ করলে কলটি কেটে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’
একবার ভিডিও কলটি কেটে দেওয়ার পর ব্যবহারকারী চাইলে আবার কল দিতে পারবেন।
গত ৯ জুন অ্যাপলের ডেভেলপার সম্মেলন ডব্লিউডব্লিউডিসি ২০২৫-এর মূল বক্তব্যে (কি-নোট) পারিবারিক নিরাপত্তা ফিচারগুলোর উন্নয়নের কথা জানানো হয়েছিল। ওই সময় জানানো হয়, কমিউনিকেশন সেফটির আওতায় এবার ফেসটাইম কলেও সুরক্ষা ফিচার যুক্ত হচ্ছে। শুরুতে ধারণা করা হয়েছিল, এই ফিচার কেবল শিশু-কিশোর অ্যাকাউন্ট বা ফ্যামিলি শেয়ারিংয়ের আওতাভুক্ত ব্যবহারকারীদের জন্যই প্রযোজ্য হবে।
তবে বর্তমান বেটা সংস্করণে দেখা যাচ্ছে, সব ধরনের অ্যাকাউন্টেই এই ফিচার সক্রিয় রয়েছে।
অ্যাপল আগেই নিশ্চিত করেছিল, ফটোস অ্যাপে শেয়ারড অ্যালবামসে সংবেদনশীল ছবি থাকলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ব্লার করে দেওয়া হবে।
ফেসটাইমে নগ্নতা শনাক্ত করে ভিডিও পজ করার এই উদ্যোগ অ্যাপলের ডিজিটাল ওয়েলবিয়িং ও নিরাপত্তা নিশ্চিতকরণ প্রচেষ্টারই অংশ। তবে ফিচারটি চূড়ান্ত সংস্করণে সব ব্যবহারকারীর জন্য চালু থাকবে কি না, সে বিষয়ে এখনো পরিষ্কার কিছু জানা যায়নি। আপাতত যাঁরা আইওএস২৬-এর বেটা সংস্করণ ব্যবহার করছেন, তাঁরা ফেসটাইমে কোনো ‘সংবেদনশীল’ দৃশ্য দেখালেই হঠাৎ ভিডিও ও অডিও বন্ধ হয়ে যাওয়ার অভিজ্ঞতা পেতে পারেন।
এ বছর নতুন আইফোনের সঙ্গে আইওএস২৬-এর পূর্ণাঙ্গ সংস্করণ উন্মোচনের সময় অ্যাপল এই ফিচার নিয়ে বিস্তারিত তথ্য জানাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অ্যাপলের আসন্ন আইওএস ১৬ আপডেট ইতিমধ্যে ব্যবহারকারীদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নতুন লিকুইড গ্লাস ডিজাইন ও আইফোন ইকোসিস্টেমে বড় ধরনের পরিবর্তন ছাড়াও এবার ফেসটাইমে যুক্ত হচ্ছে এক ব্যতিক্রমী নিরাপত্তা ফিচার। এবার ভিডিও কলে ক্যামেরার সামনে নগ্নতা শনাক্ত হলেই স্বয়ংক্রিয়ভাবে কল পজ বা থামিয়ে দেবে ফেসটাইম। ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় নতুন মাত্রা যোগ করবে ফিচারটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভম্যাকের এক প্রতিবেদনে বলা হয়, আইওএস২৬-এর বেটা সংস্করণে এমন একটি ফিচার যুক্ত করা হয়েছে, যা ফেসটাইম ভিডিও কলে নগ্নতা শনাক্ত করলে স্বয়ংক্রিয়ভাবে সেই কল পজ করে দেয়। এতে ভিডিও ও অডিও—উভয়ই থেমে যায় এবং স্ক্রিনে একটি সতর্কবার্তা দেখায়—‘আপনাকে সম্ভবত স্পর্শকাতর কিছু দেখানো হচ্ছে, তাই অডিও ও ভিডিও বন্ধ রাখা হয়েছে। আপনি অস্বস্তিবোধ করলে কলটি কেটে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’
একবার ভিডিও কলটি কেটে দেওয়ার পর ব্যবহারকারী চাইলে আবার কল দিতে পারবেন।
গত ৯ জুন অ্যাপলের ডেভেলপার সম্মেলন ডব্লিউডব্লিউডিসি ২০২৫-এর মূল বক্তব্যে (কি-নোট) পারিবারিক নিরাপত্তা ফিচারগুলোর উন্নয়নের কথা জানানো হয়েছিল। ওই সময় জানানো হয়, কমিউনিকেশন সেফটির আওতায় এবার ফেসটাইম কলেও সুরক্ষা ফিচার যুক্ত হচ্ছে। শুরুতে ধারণা করা হয়েছিল, এই ফিচার কেবল শিশু-কিশোর অ্যাকাউন্ট বা ফ্যামিলি শেয়ারিংয়ের আওতাভুক্ত ব্যবহারকারীদের জন্যই প্রযোজ্য হবে।
তবে বর্তমান বেটা সংস্করণে দেখা যাচ্ছে, সব ধরনের অ্যাকাউন্টেই এই ফিচার সক্রিয় রয়েছে।
অ্যাপল আগেই নিশ্চিত করেছিল, ফটোস অ্যাপে শেয়ারড অ্যালবামসে সংবেদনশীল ছবি থাকলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ব্লার করে দেওয়া হবে।
ফেসটাইমে নগ্নতা শনাক্ত করে ভিডিও পজ করার এই উদ্যোগ অ্যাপলের ডিজিটাল ওয়েলবিয়িং ও নিরাপত্তা নিশ্চিতকরণ প্রচেষ্টারই অংশ। তবে ফিচারটি চূড়ান্ত সংস্করণে সব ব্যবহারকারীর জন্য চালু থাকবে কি না, সে বিষয়ে এখনো পরিষ্কার কিছু জানা যায়নি। আপাতত যাঁরা আইওএস২৬-এর বেটা সংস্করণ ব্যবহার করছেন, তাঁরা ফেসটাইমে কোনো ‘সংবেদনশীল’ দৃশ্য দেখালেই হঠাৎ ভিডিও ও অডিও বন্ধ হয়ে যাওয়ার অভিজ্ঞতা পেতে পারেন।
এ বছর নতুন আইফোনের সঙ্গে আইওএস২৬-এর পূর্ণাঙ্গ সংস্করণ উন্মোচনের সময় অ্যাপল এই ফিচার নিয়ে বিস্তারিত তথ্য জানাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল ১৯ অক্টোবর থেকে যদি কোনো সংবাদপত্র (অনলাইন ভার্সনসহ), নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচারিত হয় তবে বিনা নোটিশে সেই সাইট ব্লক করে দেওয়া হবে।
১৪ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ক্রিকেট খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করেছে। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
৩ দিন আগেজনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের স্ট্রিমিং প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের শত শত ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ দিন আগেএআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৪ দিন আগে