আজকের পত্রিকা ডেস্ক
মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যালফাবেটের মালিকানাধীন গুগলের বিরুদ্ধে একচেটিয়া ব্যবসার অভিযোগে অ্যান্টিট্রাস্ট মামলা দায়ের করেছে অস্ট্রেলিয়ার প্রতিযোগিতা ও ভোক্তা কমিশন (এসিসিসি)। অভিযোগে আরও বলা হয়েছে, অস্ট্রেলিয়ার টেলিকম অপারেটর টেলস্ট্রা এবং সিঙ্গাপুর টেলিকমিউনিকেশনসের মালিকানাধীন অপটাসের সঙ্গে গুগল এমন একটি সমঝোতায় পৌঁছেছিল, যাতে অ্যান্ড্রয়েড ফোনে শুধু গুগল সার্চ প্রি-ইনস্টল করা থাকত।
এসিসিসি জানায়, ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত গুগল এশিয়া প্যাসিফিক, টেলস্ট্রা ও অপটাসের সঙ্গে একচেটিয়া সার্চ ইঞ্জিন ব্যবহারের চুক্তি করে। এর আওতায়, টেলস্ট্রা ও অপটাস তাদের বিক্রি করা অ্যান্ড্রয়েড ফোনে শুধু গুগল সার্চ প্রি-ইনস্টল করত এবং এর বিনিময়ে গুগলের বিজ্ঞাপন থেকে আয় করা অর্থের একটি অংশ পেত।
এক বিবৃতিতে এসিসিসি জানায়, এই সমঝোতার মাধ্যমে গুগল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য অন্য কোনো সার্চ ইঞ্জিন ব্যবহারের পথ কার্যত বন্ধ করে দেয়।
গুগল কর্তৃপক্ষ অভিযোগ স্বীকার করেছে এবং অস্ট্রেলিয়ান ফেডারেল কোর্টে ৫৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ৩৫ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার) জরিমানা দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে।
কমিশন জানায়, এক যৌথ প্রতিশ্রুতিতে গুগল এশিয়া প্যাসিফিক এবং গুগল এলএলসি বলেছে, তারা অ্যান্ড্রয়েড ফোন প্রস্তুতকারক ও টেলিকম প্রতিষ্ঠানগুলোর সঙ্গে করা চুক্তি থেকে এই ধরনের প্রি-ইনস্টলেশন ও ডিফল্ট সার্চ ইঞ্জিন-সংক্রান্ত শর্তগুলো বাদ দেবে।
এসিসিসি চেয়ার গিনা ক্যাস-গটলিয়েব বলেন, ‘আজকের এই রায় ভবিষ্যতে লাখ লাখ অস্ট্রেলিয়ান গ্রাহকের জন্য সার্চ ইঞ্জিন বাছাইয়ের সুযোগ বাড়াবে এবং প্রতিযোগী সার্চ পরিষেবা প্রদানকারীরা অস্ট্রেলিয়ান বাজারে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার সুযোগ পাবে।’ তবে এই বিষয়ে গুগল, টেলস্ট্রা এবং অপটাস—তিন পক্ষের কেউই কোনো মন্তব্য করেনি।
গুগলের বিরুদ্ধে অ্যান্ট্রিট্রাস্ট মামলা আগেও দায়ের করা হয়েছে। চলতি বছরের এপ্রিলে গুগলের বিরুদ্ধে ৫ বিলিয়ন পাউন্ড বা ৬৬০ কোটি ডলারের মামলা করে যুক্তরাজ্য। অনলাইন সার্চ বাজারে নিজেদের আধিপত্যের অপব্যবহার করে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এই মামলা করা হয়।
তথ্যসূত্র: রয়টার্স
মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যালফাবেটের মালিকানাধীন গুগলের বিরুদ্ধে একচেটিয়া ব্যবসার অভিযোগে অ্যান্টিট্রাস্ট মামলা দায়ের করেছে অস্ট্রেলিয়ার প্রতিযোগিতা ও ভোক্তা কমিশন (এসিসিসি)। অভিযোগে আরও বলা হয়েছে, অস্ট্রেলিয়ার টেলিকম অপারেটর টেলস্ট্রা এবং সিঙ্গাপুর টেলিকমিউনিকেশনসের মালিকানাধীন অপটাসের সঙ্গে গুগল এমন একটি সমঝোতায় পৌঁছেছিল, যাতে অ্যান্ড্রয়েড ফোনে শুধু গুগল সার্চ প্রি-ইনস্টল করা থাকত।
এসিসিসি জানায়, ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত গুগল এশিয়া প্যাসিফিক, টেলস্ট্রা ও অপটাসের সঙ্গে একচেটিয়া সার্চ ইঞ্জিন ব্যবহারের চুক্তি করে। এর আওতায়, টেলস্ট্রা ও অপটাস তাদের বিক্রি করা অ্যান্ড্রয়েড ফোনে শুধু গুগল সার্চ প্রি-ইনস্টল করত এবং এর বিনিময়ে গুগলের বিজ্ঞাপন থেকে আয় করা অর্থের একটি অংশ পেত।
এক বিবৃতিতে এসিসিসি জানায়, এই সমঝোতার মাধ্যমে গুগল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য অন্য কোনো সার্চ ইঞ্জিন ব্যবহারের পথ কার্যত বন্ধ করে দেয়।
গুগল কর্তৃপক্ষ অভিযোগ স্বীকার করেছে এবং অস্ট্রেলিয়ান ফেডারেল কোর্টে ৫৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ৩৫ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার) জরিমানা দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে।
কমিশন জানায়, এক যৌথ প্রতিশ্রুতিতে গুগল এশিয়া প্যাসিফিক এবং গুগল এলএলসি বলেছে, তারা অ্যান্ড্রয়েড ফোন প্রস্তুতকারক ও টেলিকম প্রতিষ্ঠানগুলোর সঙ্গে করা চুক্তি থেকে এই ধরনের প্রি-ইনস্টলেশন ও ডিফল্ট সার্চ ইঞ্জিন-সংক্রান্ত শর্তগুলো বাদ দেবে।
এসিসিসি চেয়ার গিনা ক্যাস-গটলিয়েব বলেন, ‘আজকের এই রায় ভবিষ্যতে লাখ লাখ অস্ট্রেলিয়ান গ্রাহকের জন্য সার্চ ইঞ্জিন বাছাইয়ের সুযোগ বাড়াবে এবং প্রতিযোগী সার্চ পরিষেবা প্রদানকারীরা অস্ট্রেলিয়ান বাজারে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার সুযোগ পাবে।’ তবে এই বিষয়ে গুগল, টেলস্ট্রা এবং অপটাস—তিন পক্ষের কেউই কোনো মন্তব্য করেনি।
গুগলের বিরুদ্ধে অ্যান্ট্রিট্রাস্ট মামলা আগেও দায়ের করা হয়েছে। চলতি বছরের এপ্রিলে গুগলের বিরুদ্ধে ৫ বিলিয়ন পাউন্ড বা ৬৬০ কোটি ডলারের মামলা করে যুক্তরাজ্য। অনলাইন সার্চ বাজারে নিজেদের আধিপত্যের অপব্যবহার করে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এই মামলা করা হয়।
তথ্যসূত্র: রয়টার্স
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল ১৯ অক্টোবর থেকে যদি কোনো সংবাদপত্র (অনলাইন ভার্সনসহ), নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচারিত হয় তবে বিনা নোটিশে সেই সাইট ব্লক করে দেওয়া হবে।
৯ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ক্রিকেট খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করেছে। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
২ দিন আগেজনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের স্ট্রিমিং প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের শত শত ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ দিন আগেএআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩ দিন আগে