নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রিকার্ভ এককে হতাশায় ডুবেছেন রোমান সানা-দিয়া সিদ্দিকীরা। কম্পাউন্ড এককেও ডুবতে বসেছিলেন বাংলাদেশের তিরন্দাজরা। হতাশার এক দিনে বিকেলে পদকের সম্ভাবনা জাগিয়েছেন কেবল রোকসানা আক্তার। ইসলামিক সলিডারিটি গেমসে নারীদের কম্পাউন্ড একক ইভেন্টের ব্রোঞ্জ জয়ের সুযোগ বাংলাদেশি তিরন্দাজের সামনে।
গতকাল বাছাইপর্বে বাই পেয়ে সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন রোকসানা। আজ কোয়ার্টার ফাইনালে স্বাগতিক তুরস্কের সেভিম ইয়েলদিরকে ১৪৪-১৪০ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেন রোকসানা। ফাইনালে ওঠার লড়াইয়ে রোকসানা ১৪৮-১৪৬ পয়েন্টে হেরে যান তুরস্কের আরেক প্রতিদ্বন্দ্বী ইয়েসিম বোস্তানের কাছে। আগামী পরশু ব্রোঞ্জের লড়াইয়ে তুরস্কের বেরা সুজেরের বিপক্ষে লড়বেন রোকসানা।
রোকসানা ছাড়া আর্চারিতে আজ আর কোনো সাফল্য নেই বাংলাদেশের। কম্পাউন্ড ইভেন্টে কোয়ার্টার ফাইনাল থেকেই বাদ পড়েছেন শ্যামলী রায়। প্রি-কোয়ার্টার ফাইনালে হেরেছেন পুষ্পিতা জামান। ছেলেদের কম্পাউন্ড ইভেন্টে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছেন আশিকুজ্জামান।
রিকার্ভ এককেও ব্যর্থ বাংলাদেশ। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে রোমান সানা ৬-০ সেটে হেরেছেন উজবেকিস্তানের উনগালভ ওবদেকের কাছে। একই ব্যবধানে তুরস্কের একে সামেতের কাছে হেরেছেন হাকিম আহমেদ রুবেল। তুরস্কের মেতে গাজ্জের কাছে ৭-১ সেটে হেরেছেন সাগর ইসলাম।
নারীদের এককেও হতাশা। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে দিয়া সিদ্দিকী ৭-৩ সেটে হেরেছেন তুরস্কের ইসেম ইয়াসমিনের কাছে। কোয়ার্টার ফাইনালে হেরেছেন নাসরিন আক্তারও। মালয়েশিয়ার রেজা অক্টেভিয়ার কাছে নাসরিনের হার ৭-১ সেটে। প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছেন বিউটি রায়।
রিকার্ভ এককে হতাশায় ডুবেছেন রোমান সানা-দিয়া সিদ্দিকীরা। কম্পাউন্ড এককেও ডুবতে বসেছিলেন বাংলাদেশের তিরন্দাজরা। হতাশার এক দিনে বিকেলে পদকের সম্ভাবনা জাগিয়েছেন কেবল রোকসানা আক্তার। ইসলামিক সলিডারিটি গেমসে নারীদের কম্পাউন্ড একক ইভেন্টের ব্রোঞ্জ জয়ের সুযোগ বাংলাদেশি তিরন্দাজের সামনে।
গতকাল বাছাইপর্বে বাই পেয়ে সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন রোকসানা। আজ কোয়ার্টার ফাইনালে স্বাগতিক তুরস্কের সেভিম ইয়েলদিরকে ১৪৪-১৪০ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেন রোকসানা। ফাইনালে ওঠার লড়াইয়ে রোকসানা ১৪৮-১৪৬ পয়েন্টে হেরে যান তুরস্কের আরেক প্রতিদ্বন্দ্বী ইয়েসিম বোস্তানের কাছে। আগামী পরশু ব্রোঞ্জের লড়াইয়ে তুরস্কের বেরা সুজেরের বিপক্ষে লড়বেন রোকসানা।
রোকসানা ছাড়া আর্চারিতে আজ আর কোনো সাফল্য নেই বাংলাদেশের। কম্পাউন্ড ইভেন্টে কোয়ার্টার ফাইনাল থেকেই বাদ পড়েছেন শ্যামলী রায়। প্রি-কোয়ার্টার ফাইনালে হেরেছেন পুষ্পিতা জামান। ছেলেদের কম্পাউন্ড ইভেন্টে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছেন আশিকুজ্জামান।
রিকার্ভ এককেও ব্যর্থ বাংলাদেশ। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে রোমান সানা ৬-০ সেটে হেরেছেন উজবেকিস্তানের উনগালভ ওবদেকের কাছে। একই ব্যবধানে তুরস্কের একে সামেতের কাছে হেরেছেন হাকিম আহমেদ রুবেল। তুরস্কের মেতে গাজ্জের কাছে ৭-১ সেটে হেরেছেন সাগর ইসলাম।
নারীদের এককেও হতাশা। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে দিয়া সিদ্দিকী ৭-৩ সেটে হেরেছেন তুরস্কের ইসেম ইয়াসমিনের কাছে। কোয়ার্টার ফাইনালে হেরেছেন নাসরিন আক্তারও। মালয়েশিয়ার রেজা অক্টেভিয়ার কাছে নাসরিনের হার ৭-১ সেটে। প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছেন বিউটি রায়।
শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা—গাণিতিক হিসেবে ৬০.২৮ শতাংশ! ক্যারিয়ারের শুরুতে এমন সম্ভাবনা জাগিয়ে অনেকেই হারিয়ে গেছেন কিংবা অনেক আগেই থেমে যায় তাঁদের ক্যারিয়ার। কিন্তু জো রুট একদমই ভিন্ন। শচীনকে ছাড়িয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে দারুণভাবে ছুটছেন ইংলিশ ব্যাটার। পরিসংখ্যান
৩২ মিনিট আগেবাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হারারেতে ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজের আয়োজন করছে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে স্বাগতিকদের ২৭৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। যুব ওয়ানডের ইতিহাসে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন জরিক ফন স্কাল্কভিক (২১৫)। ছাড়িয়ে গেলেন ৭ বছর আগে করা শ্রীলঙ্কার
২ ঘণ্টা আগেখেলা থেকে অবসর নেওয়ার পর মোহাম্মদ রফিককে সেভাবে দেখা যায়নি বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে। এ ব্যাপারে সব সময় তাঁর অভিযোগ ছিল, তাঁকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কাজে লাগায় না। তবে সম্প্রতি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছিলেন রফিককে কাজে লাগাবেন। সে কথাই যেন রাখলেন।
২ ঘণ্টা আগেবাংলাদেশ সফর ভালো যায়নি পাকিস্তানের। ২-১ ব্যবধানে হেরেছে টি-টোয়েন্টি সিরিজ। তৃতীয় টি-টোয়েন্টি শেষ হওয়ার ২৪ ঘণ্টা না যেতেই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
৪ ঘণ্টা আগে