Ajker Patrika

সলিডারিটি গেমসে পদকের লড়াইয়ে রোকসানা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সলিডারিটি গেমসে পদকের লড়াইয়ে রোকসানা 

রিকার্ভ এককে হতাশায় ডুবেছেন রোমান সানা-দিয়া সিদ্দিকীরা। কম্পাউন্ড এককেও ডুবতে বসেছিলেন বাংলাদেশের তিরন্দাজরা। হতাশার এক দিনে বিকেলে পদকের সম্ভাবনা জাগিয়েছেন কেবল রোকসানা আক্তার। ইসলামিক সলিডারিটি গেমসে নারীদের কম্পাউন্ড একক ইভেন্টের ব্রোঞ্জ জয়ের সুযোগ বাংলাদেশি তিরন্দাজের সামনে। 

গতকাল বাছাইপর্বে বাই পেয়ে সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন রোকসানা। আজ কোয়ার্টার ফাইনালে স্বাগতিক তুরস্কের সেভিম ইয়েলদিরকে ১৪৪-১৪০ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেন রোকসানা। ফাইনালে ওঠার লড়াইয়ে রোকসানা ১৪৮-১৪৬ পয়েন্টে হেরে যান তুরস্কের আরেক প্রতিদ্বন্দ্বী ইয়েসিম বোস্তানের কাছে। আগামী পরশু ব্রোঞ্জের লড়াইয়ে তুরস্কের বেরা সুজেরের বিপক্ষে লড়বেন রোকসানা। 

রোকসানা ছাড়া আর্চারিতে আজ আর কোনো সাফল্য নেই বাংলাদেশের। কম্পাউন্ড ইভেন্টে কোয়ার্টার ফাইনাল থেকেই বাদ পড়েছেন শ্যামলী রায়। প্রি-কোয়ার্টার ফাইনালে হেরেছেন পুষ্পিতা জামান। ছেলেদের কম্পাউন্ড ইভেন্টে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছেন আশিকুজ্জামান। 

রিকার্ভ এককেও ব্যর্থ বাংলাদেশ। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে রোমান সানা ৬-০ সেটে হেরেছেন উজবেকিস্তানের উনগালভ ওবদেকের কাছে। একই ব্যবধানে তুরস্কের একে সামেতের কাছে হেরেছেন হাকিম আহমেদ রুবেল। তুরস্কের মেতে গাজ্জের কাছে ৭-১ সেটে হেরেছেন সাগর ইসলাম। 

নারীদের এককেও হতাশা। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে দিয়া সিদ্দিকী ৭-৩ সেটে হেরেছেন তুরস্কের ইসেম ইয়াসমিনের কাছে। কোয়ার্টার ফাইনালে হেরেছেন নাসরিন আক্তারও। মালয়েশিয়ার রেজা অক্টেভিয়ার কাছে নাসরিনের হার ৭-১ সেটে। প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছেন বিউটি রায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত