ক্রীড়া ডেস্ক, ঢাকা
কিছু বুঝে ওঠার আগেই আর্জেন্টিনা ছেড়ে পাড়ি দিয়েছিলেন স্পেনে। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসি যখন একের পর এক শিরোপা উৎসব করতেন, পৃথিবীর এই প্রান্ত আর্জেন্টিনায় তখন একটা শিরোপার হাহাকার। শিরোপাটার জন্য আর্জেন্টাইনদের রাগটা এই মেসির ওপরই বেশি। তা হবেই না কোন? পায়ের জাদুতে বিশ্বকে বিমোহিত করা মেসি যে বারবার এই একটা জায়গায় এসে থমকে দাঁড়িয়েছেন।
বার্সার মতো অসংখ্য রেকর্ড আর শিরোপা উৎসব কোনোটাই যে স্বদেশের হয়ে করতে পারেননি মেসি। ক্ষোভটা দিনে দিনে বাড়ছিল। প্রশ্নটা তো সেই কবেই উঠে গিয়েছিল। মেসি যতটা আর্জেন্টিনার, তার চেয়ে বেশি স্পেনের! দেশপ্রেম নিয়ে উঠেছে অগণিত প্রশ্ন। মেসি শুধুই শুনে গেছেন। নিজে জানতেন আর্জেন্টিনা আর আর্জেন্টাইনদের জন্য তিনি কতটা অনুভব করেন। যেকোনো মূল্যে আর্জেন্টাইনদের জন্য একটা শিরোপা জিততে চান, অনেকবারই বলেছেন।
কোনোভাবেই যেন কিছু হয়ে উঠছিল না। কাছে এসেও বারবার মলিন অবয়বে ফিরতে হয়েছে। আর্জেন্টাইনদের আর শিরোপার উৎসব করা হয় না। অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। কোপা আমেরিকা ২০২১। স্বাগতিক ব্রাজিলকে হারিয়ে শিরোপা উৎসব করেন মেসি-দি মারিয়ারা। একে তো করোনা মহামারিতে খালি গ্যালারি, তার ওপর খেলাটা হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বীদের মাটিতে, শিরোপা উৎসবে থাকতে পারেননি আর্জেন্টাইনরা।
শিরোপা উৎসবটা কী তবে অসমাপ্ত রয়ে গেল? সেই অপূর্ণতাটাও ঘুচে গেল আজ। শিরোপাজয়ের দুই মাস পর অবশেষে শিরোপা উৎসবের সুযোগ পেলেন আর্জেন্টাইনরা। ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আজ বলিভিয়ার মুখোমুখি হয় আর্জেন্টিনা। গ্যালারিভর্তি দর্শক। ম্যাচটাও কী দারুণভাবেই না রাঙালেন মেসি। হ্যাটট্রিক করে দলকে জেতালেন।
হ্যাটট্রিকের পথে দ্বিতীয় গোলে লাতিন আমেরিকা অঞ্চলের সর্বোচ্চ গোলদাতার তালিকায় পেছনে ফেলে দেন কিংবদন্তি পেলেকে। ম্যাচ শেষে আর্জেন্টাইনদের সামনে শিরোপা উৎসবও করলেন। তার আগে পৃথিবীর সব আবেগ যেন ছুঁয়ে গেল মেসিকে। অশ্রুসিক্ত হলেন তিনি। গাল বেয়ে পড়া মেসির সেই অশ্রু পাশে দাঁড়িয়ে দেখছিলেন সতীর্থরা। একজন এসে তো জড়িয়েই ধরলেন অধিনায়ককে। গ্যালারি থেকে যে কান্নার সাক্ষী হয়েছেন আর্জেন্টাইনরা।
ম্যাচ শেষের সাক্ষাৎকারেও আবেগ লুকাতে পারেননি মেসি। ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন মেসির মা-ভাই। তাঁরাও উৎসবে যোগ দিলেন। সাক্ষী হলেন কীভাবে সবাইকে ছাড়িয়ে লাতিন আমেরিকার সর্বোচ্চ গোলাদাতার মুকুট পরলেন ঘরের ছেলে। নিজের মাঠে এই উদ্যাপন করতে পেরে মেসি নিজেও খুশি। বলেছেন, ‘মনুমেন্টালে এই রেকর্ডটা উদ্যাপন করতে পারছি, এর থেকে ভালো কিছু হতে পারে না। আমার মা ও ভাই স্ট্যান্ডে আছেন, তাঁরা আমার জন্য অনেক কষ্ট করেছেন। তাঁরা আজ আমার জন্য উদ্যাপন করছেন। আমি অনেক খুশি।’
পেলেকে ছাড়িয়ে যাওয়ার রেকর্ডটা গড়া যে মেসির স্বপ্ন ছিল, সেটাও লুকাননি মেসি। ম্যাচ শেষে বলেছেন, ‘আমি আসলেই এই মুহূর্তটা উপভোগ করতে চেয়েছি। আমি এই রেকর্ডটা নিজের করে নিতে চেয়েছি। রেকর্ডটা ভাঙার স্বপ্ন দেখেছি। অনেক অপেক্ষার পর অবশেষে রেকর্ডটা আমার হয়েছে। অসাধারণ এক মুহূর্ত এটা।’
এদিন অবশ্য আরেকটি রেকর্ডে নাম তুলেছেন মেসি। একসময়ের বার্সা সতীর্থ ও প্রিয় বন্ধু লুইস সুয়ারেজকে ছাড়িয়ে গেছেন কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বের সর্বোচ্চ গোলদাতার তালিকায়। উরুগুয়ে তারকা সুয়ারেজের গোলসংখ্যা ২৫। হ্যাটট্রিক গোলে সেটা টপকে গেছেন মেসি (২৬)।
আচমকা এক ঝড়ে বার্সার সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি ঘটেছে মেসির। পাড়ি জমিয়েছেন প্যারিসে। এত সব ভাঙনের মাঝে মেসি বছরটা ভুলতে পারবেন না কখনোই। এ বছরই যে তিনি আর্জেন্টাইনদের মুখে হাসি ফোটাতে পেরেছেন।
কিছু বুঝে ওঠার আগেই আর্জেন্টিনা ছেড়ে পাড়ি দিয়েছিলেন স্পেনে। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসি যখন একের পর এক শিরোপা উৎসব করতেন, পৃথিবীর এই প্রান্ত আর্জেন্টিনায় তখন একটা শিরোপার হাহাকার। শিরোপাটার জন্য আর্জেন্টাইনদের রাগটা এই মেসির ওপরই বেশি। তা হবেই না কোন? পায়ের জাদুতে বিশ্বকে বিমোহিত করা মেসি যে বারবার এই একটা জায়গায় এসে থমকে দাঁড়িয়েছেন।
বার্সার মতো অসংখ্য রেকর্ড আর শিরোপা উৎসব কোনোটাই যে স্বদেশের হয়ে করতে পারেননি মেসি। ক্ষোভটা দিনে দিনে বাড়ছিল। প্রশ্নটা তো সেই কবেই উঠে গিয়েছিল। মেসি যতটা আর্জেন্টিনার, তার চেয়ে বেশি স্পেনের! দেশপ্রেম নিয়ে উঠেছে অগণিত প্রশ্ন। মেসি শুধুই শুনে গেছেন। নিজে জানতেন আর্জেন্টিনা আর আর্জেন্টাইনদের জন্য তিনি কতটা অনুভব করেন। যেকোনো মূল্যে আর্জেন্টাইনদের জন্য একটা শিরোপা জিততে চান, অনেকবারই বলেছেন।
কোনোভাবেই যেন কিছু হয়ে উঠছিল না। কাছে এসেও বারবার মলিন অবয়বে ফিরতে হয়েছে। আর্জেন্টাইনদের আর শিরোপার উৎসব করা হয় না। অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। কোপা আমেরিকা ২০২১। স্বাগতিক ব্রাজিলকে হারিয়ে শিরোপা উৎসব করেন মেসি-দি মারিয়ারা। একে তো করোনা মহামারিতে খালি গ্যালারি, তার ওপর খেলাটা হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বীদের মাটিতে, শিরোপা উৎসবে থাকতে পারেননি আর্জেন্টাইনরা।
শিরোপা উৎসবটা কী তবে অসমাপ্ত রয়ে গেল? সেই অপূর্ণতাটাও ঘুচে গেল আজ। শিরোপাজয়ের দুই মাস পর অবশেষে শিরোপা উৎসবের সুযোগ পেলেন আর্জেন্টাইনরা। ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আজ বলিভিয়ার মুখোমুখি হয় আর্জেন্টিনা। গ্যালারিভর্তি দর্শক। ম্যাচটাও কী দারুণভাবেই না রাঙালেন মেসি। হ্যাটট্রিক করে দলকে জেতালেন।
হ্যাটট্রিকের পথে দ্বিতীয় গোলে লাতিন আমেরিকা অঞ্চলের সর্বোচ্চ গোলদাতার তালিকায় পেছনে ফেলে দেন কিংবদন্তি পেলেকে। ম্যাচ শেষে আর্জেন্টাইনদের সামনে শিরোপা উৎসবও করলেন। তার আগে পৃথিবীর সব আবেগ যেন ছুঁয়ে গেল মেসিকে। অশ্রুসিক্ত হলেন তিনি। গাল বেয়ে পড়া মেসির সেই অশ্রু পাশে দাঁড়িয়ে দেখছিলেন সতীর্থরা। একজন এসে তো জড়িয়েই ধরলেন অধিনায়ককে। গ্যালারি থেকে যে কান্নার সাক্ষী হয়েছেন আর্জেন্টাইনরা।
ম্যাচ শেষের সাক্ষাৎকারেও আবেগ লুকাতে পারেননি মেসি। ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন মেসির মা-ভাই। তাঁরাও উৎসবে যোগ দিলেন। সাক্ষী হলেন কীভাবে সবাইকে ছাড়িয়ে লাতিন আমেরিকার সর্বোচ্চ গোলাদাতার মুকুট পরলেন ঘরের ছেলে। নিজের মাঠে এই উদ্যাপন করতে পেরে মেসি নিজেও খুশি। বলেছেন, ‘মনুমেন্টালে এই রেকর্ডটা উদ্যাপন করতে পারছি, এর থেকে ভালো কিছু হতে পারে না। আমার মা ও ভাই স্ট্যান্ডে আছেন, তাঁরা আমার জন্য অনেক কষ্ট করেছেন। তাঁরা আজ আমার জন্য উদ্যাপন করছেন। আমি অনেক খুশি।’
পেলেকে ছাড়িয়ে যাওয়ার রেকর্ডটা গড়া যে মেসির স্বপ্ন ছিল, সেটাও লুকাননি মেসি। ম্যাচ শেষে বলেছেন, ‘আমি আসলেই এই মুহূর্তটা উপভোগ করতে চেয়েছি। আমি এই রেকর্ডটা নিজের করে নিতে চেয়েছি। রেকর্ডটা ভাঙার স্বপ্ন দেখেছি। অনেক অপেক্ষার পর অবশেষে রেকর্ডটা আমার হয়েছে। অসাধারণ এক মুহূর্ত এটা।’
এদিন অবশ্য আরেকটি রেকর্ডে নাম তুলেছেন মেসি। একসময়ের বার্সা সতীর্থ ও প্রিয় বন্ধু লুইস সুয়ারেজকে ছাড়িয়ে গেছেন কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বের সর্বোচ্চ গোলদাতার তালিকায়। উরুগুয়ে তারকা সুয়ারেজের গোলসংখ্যা ২৫। হ্যাটট্রিক গোলে সেটা টপকে গেছেন মেসি (২৬)।
আচমকা এক ঝড়ে বার্সার সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি ঘটেছে মেসির। পাড়ি জমিয়েছেন প্যারিসে। এত সব ভাঙনের মাঝে মেসি বছরটা ভুলতে পারবেন না কখনোই। এ বছরই যে তিনি আর্জেন্টাইনদের মুখে হাসি ফোটাতে পেরেছেন।
প্রথমবারের মতো পাকিস্তান পুরুষ ক্রিকেট দলে নারী অপারেশন ম্যানেজারকে নিয়োগ দিয়েছে পিসিবি। হিনা মুনাওয়ার নামে এই নারী ম্যানেজার দায়িত্ব পালন শুরু করবেন চ্যাম্পিয়নস ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজ থেকে। পুলিশে চাকরি করেন তিনি। এর আগে তিনি পাকিস্তানের ঝুঁকিপূর্ণ সোয়াত অঞ্চলের ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারিতে নিরা
১২ মিনিট আগেএকের পর এক বিতর্কিত ঘটনায় এবার শিরোনাম হয়েছে দুর্বার রাজশাহী। ক্রিকেটারদের ঠিকমতো পারিশ্রমিক না দেওয়া, দৈনিক ভাতা প্রদান না করা, এমনকি কিট ব্যাগ থেকে শুরু করে প্রস্তুতির জন্য জার্সির ব্যাপারে অব্যবস্থাপনার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগেগল শ্রীলঙ্কার কাছে দুর্গ বলেই পরিচিত। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে পাত্তাই পায়নি তারা। উল্টো কপালে জুটেছে ইনিংস ব্যবধানে সবচেয়ে বড় হারের রেকর্ড। এমন হারের পেছনে ব্যাটারদের বড় দায় দেখছেন দলটির প্রধান কোচ সনাৎ জয়াসুরিয়া। শুধু তা-ই নয়, কাঠগড়ায় তুলেছেন দলের অভিজ্ঞদেরও।
৩ ঘণ্টা আগেডেভিড মিলার, হেইনরিখ ক্লাসেন, কেশব মহারাজদের কান্নারত চেহারার দৃশ্য চাইলেই কি মুছে ফেলা সম্ভব? বার্বাডোজে গত বছরের ২৯ জুন ভারতের কাছে অল্পের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ না জয়ের আক্ষেপে পুড়তে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। ৬ মাস পর আবারও প্রোটিয়াদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত।
৩ ঘণ্টা আগে