দুই দিন পেরিয়ে গেলেও আইপিএলের লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ নিয়ে আলোচনা চলছেই। লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ি একানা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ ছাপিয়ে বিরাট কোহলি-নাভিন উল হকদের ঝগড়াই যেন প্রধান আলোচ্য বিষয়। এই ঝগড়ায় নাভিনের কোনো দোষ দেখছেন না শহীদ আফ্রিদি।
অটল বিহারি বাজপেয়ি একানা ক্রিকেট স্টেডিয়ামে গত পরশু হয়েছে লক্ষ্ণৌ-বেঙ্গালুরু ম্যাচ। লক্ষ্ণৌর ব্যাটিং ইনিংসে ১৭ তম ওভারে দুই ব্যাটার অমিত মিশ্র, নাভিন-উল-হকের মধ্যে তর্কে জড়ান কোহলি। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় ম্যাচ শেষে। ম্যাচ শেষে সবাই করমর্দনে ব্যস্ত। করমর্দনের পরিবর্তে তখন আবারও তপ্ত বাক্যবিনিময় হয় নাভিন ও কোহলির। নাভিন, কোহলির সঙ্গে পরে ঝগড়ায় যোগ দেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টস পরামর্শক গৌতম গম্ভীর। সামাজিকমাধ্যমে যা ভাইরাল হয়ে যায় খুব দ্রুতই। স্থানীয় এক টিভি চ্যানেলকে এই ঘটনার প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘নাভিন তখনই খেপে যায়, যখন কেউ তাকে শুধু শুধু খোঁচায়। আমি প্রায়ই তাকে বোলিং করতে দেখেছি। সে ধোলাইও খেয়েছে। তবে কারও সঙ্গে ঝগড়ায় জড়ানোর চেষ্টা করিনি। আমার মনে পরে না কোনোদিন তাকে এমন আক্রমণাত্মক হতে দেখেছি।’
এমন ঘটনায় কোহলি, গম্ভীর, নাভিন তিনজনকেই জরিমানা করেছে বিসিসিআই। কোহলি ও গম্ভীরকে ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। আর নাভিনকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। নাভিনের সঙ্গে অবশ্য আফ্রিদির বাকবিতণ্ডা হয়েছিল। ২০২০ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) মোহাম্মদ আমির, আফ্রিদির সঙ্গে তপ্ত বাক্যমিনিময় হয়েছিল আফগান পেসারের। যা ছিল এলপিএলের প্রথম মৌসুম
দুই দিন পেরিয়ে গেলেও আইপিএলের লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ নিয়ে আলোচনা চলছেই। লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ি একানা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ ছাপিয়ে বিরাট কোহলি-নাভিন উল হকদের ঝগড়াই যেন প্রধান আলোচ্য বিষয়। এই ঝগড়ায় নাভিনের কোনো দোষ দেখছেন না শহীদ আফ্রিদি।
অটল বিহারি বাজপেয়ি একানা ক্রিকেট স্টেডিয়ামে গত পরশু হয়েছে লক্ষ্ণৌ-বেঙ্গালুরু ম্যাচ। লক্ষ্ণৌর ব্যাটিং ইনিংসে ১৭ তম ওভারে দুই ব্যাটার অমিত মিশ্র, নাভিন-উল-হকের মধ্যে তর্কে জড়ান কোহলি। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় ম্যাচ শেষে। ম্যাচ শেষে সবাই করমর্দনে ব্যস্ত। করমর্দনের পরিবর্তে তখন আবারও তপ্ত বাক্যবিনিময় হয় নাভিন ও কোহলির। নাভিন, কোহলির সঙ্গে পরে ঝগড়ায় যোগ দেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টস পরামর্শক গৌতম গম্ভীর। সামাজিকমাধ্যমে যা ভাইরাল হয়ে যায় খুব দ্রুতই। স্থানীয় এক টিভি চ্যানেলকে এই ঘটনার প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘নাভিন তখনই খেপে যায়, যখন কেউ তাকে শুধু শুধু খোঁচায়। আমি প্রায়ই তাকে বোলিং করতে দেখেছি। সে ধোলাইও খেয়েছে। তবে কারও সঙ্গে ঝগড়ায় জড়ানোর চেষ্টা করিনি। আমার মনে পরে না কোনোদিন তাকে এমন আক্রমণাত্মক হতে দেখেছি।’
এমন ঘটনায় কোহলি, গম্ভীর, নাভিন তিনজনকেই জরিমানা করেছে বিসিসিআই। কোহলি ও গম্ভীরকে ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। আর নাভিনকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। নাভিনের সঙ্গে অবশ্য আফ্রিদির বাকবিতণ্ডা হয়েছিল। ২০২০ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) মোহাম্মদ আমির, আফ্রিদির সঙ্গে তপ্ত বাক্যমিনিময় হয়েছিল আফগান পেসারের। যা ছিল এলপিএলের প্রথম মৌসুম
বড়দের দেখানো পথে হাঁটতে পারলেন না অর্পিতা-প্রীতিরা। জাতীয় দল, অনূর্ধ্ব-২০ দলের মতো মূলপর্বে খেলার লক্ষ্য নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। প্রথম স্বাগতিক জর্ডানের বিপক্ষে ড্রয়ের পর গতকাল জয় ভিন্ন কোনো সমীকরণ ছিল না। উল্টো ভাসতে হলো গোলবন্যায়।
৮ মিনিট আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে মোহাম্মদ শামির না থাকা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এই বিষয়ে আকার–ইঙ্গিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্বাচকদের প্রশ্নবিদ্ধ করেছেন এই তারকা পেসার। শামির মন্তব্যের জবাব দিতে ভুলেননি প্রধান নির্বাচক অজিত আগারকার।
২ ঘণ্টা আগে২০১০–১১ মৌসুমের পর অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ জিততে পারেনি ইংল্যান্ড। তাই এবার দীর্ঘ অপেক্ষার ইতি টানতে চায় ইংলিশরা। সে লক্ষ্যে কঠোর পরিশ্রম করে যাচ্ছে বেন স্টোকসরা। তারই অংশ হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডেভিড সেকারকে নিজেদের কোচিং প্যানেলে ফেরাল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি
৩ ঘণ্টা আগেসিনিয়র উইমেন্স টি-টোয়েন্টি ট্রফিতে পাঞ্জাবের বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিলেন কিরন নাভগিরে। একের পর এক বাউন্ডারি, ওভার বাউন্ডারি হাঁকিয়ে মেয়েদের স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়লেন মহারাষ্ট্রের এই ওপেনার।
৩ ঘণ্টা আগে