Ajker Patrika

কোহলিদের ঝগড়ায় আফগান পেসারের দোষ দেখছেন না আফ্রিদি

আপডেট : ০৩ মে ২০২৩, ২০: ১৮
কোহলিদের ঝগড়ায় আফগান পেসারের দোষ দেখছেন না আফ্রিদি

দুই দিন পেরিয়ে গেলেও আইপিএলের লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ নিয়ে আলোচনা চলছেই। লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ি একানা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ ছাপিয়ে বিরাট কোহলি-নাভিন উল হকদের ঝগড়াই যেন প্রধান আলোচ্য বিষয়। এই ঝগড়ায় নাভিনের কোনো দোষ দেখছেন না শহীদ আফ্রিদি। 

অটল বিহারি বাজপেয়ি একানা ক্রিকেট স্টেডিয়ামে গত পরশু হয়েছে লক্ষ্ণৌ-বেঙ্গালুরু ম্যাচ। লক্ষ্ণৌর ব্যাটিং ইনিংসে ১৭ তম ওভারে দুই ব্যাটার অমিত মিশ্র, নাভিন-উল-হকের মধ্যে তর্কে জড়ান কোহলি। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় ম্যাচ শেষে। ম্যাচ শেষে সবাই করমর্দনে ব্যস্ত। করমর্দনের পরিবর্তে তখন আবারও তপ্ত বাক্যবিনিময় হয় নাভিন ও কোহলির। নাভিন, কোহলির সঙ্গে পরে ঝগড়ায় যোগ দেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টস পরামর্শক গৌতম গম্ভীর। সামাজিকমাধ্যমে যা ভাইরাল হয়ে যায় খুব দ্রুতই। স্থানীয় এক টিভি চ্যানেলকে এই ঘটনার প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘নাভিন তখনই খেপে যায়, যখন কেউ তাকে শুধু শুধু খোঁচায়। আমি প্রায়ই তাকে বোলিং করতে দেখেছি। সে ধোলাইও খেয়েছে। তবে কারও সঙ্গে ঝগড়ায় জড়ানোর চেষ্টা করিনি। আমার মনে পরে না কোনোদিন তাকে এমন আক্রমণাত্মক হতে দেখেছি।’ 

এমন ঘটনায় কোহলি, গম্ভীর, নাভিন তিনজনকেই জরিমানা করেছে বিসিসিআই। কোহলি ও গম্ভীরকে ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। আর নাভিনকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। নাভিনের সঙ্গে অবশ্য আফ্রিদির বাকবিতণ্ডা হয়েছিল। ২০২০ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) মোহাম্মদ আমির, আফ্রিদির সঙ্গে তপ্ত বাক্যমিনিময় হয়েছিল আফগান পেসারের। যা ছিল এলপিএলের প্রথম মৌসুম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত