Ajker Patrika

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১০৯ রান

আপডেট : ১৪ জুলাই ২০২২, ০০: ১০
সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১০৯ রান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয়ের পরেই মেহেদী হাসান মিরাজ জানিয়েছিলেন, সিরিজ জিততে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে চান না তাঁরা। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়; এমন সমীকরণ নিয়ে খেলতে নেমে প্রথম ইনিংসে দাপট দেখিয়েছে বাংলাদেশি বোলাররা। আর তাতেই ১৫ ওভার বাকি থাকতে ১০৮ রানে গুটিয়ে গেছে স্বাগতিকেরা।  

গায়ানায় ওয়ানডে সিরিজ জয় নিশ্চিতের লক্ষ্যে খেলতে নেমে বোলাররা তাঁদের কাজ সফলভাবেই করেছেন। ম্যাচের শুরু থেকেই উইন্ডিজকে চাপে রেখেছিলেন মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদরা। এক বছর পর ওয়ানডে দলে সুযোগ পাওয়া মোসাদ্দেক এনে দিয়েছেন প্রথম ব্রেক থ্রু। ২৭ রানে উদ্বোধনী জুটি ভাঙেন এই অলরাউন্ডার। এরপর নাসুম আহমেদের ঘূর্ণিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে উইন্ডিজের টপ অর্ডার।

টানা তিন ব্যাটারকে ফিরিয়ে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপের মেরুদণ্ডই ভেঙে দেন নাসুম। ৪৫ রানে ৪ উইকেট হারানো উইন্ডিজকে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ দেননি মিরাজ-শরিফুলরা। নাসুম যদি উইন্ডিজ ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড ভেঙে দেন তবে লেজ মুড়িয়ে দেওয়ার কাজ করেছেন মিরাজ। ২৯ রান দিয়ে ৪ উইকেট নেন মিরাজ। আর ১৯ রান খরচায় নাসুমের শিকার ৩ উইকেট। স্পিনারদের ঘূর্ণিতে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ এক শর আগেই অলআউটের শঙ্কা জাগিয়েছিল । 

শেষ পর্যন্ত কিমো পলের অপরাজিত ২৫ রানের সুবাদে টেনেটুনে এক শ পার করে নিকোলাস পুরানের দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত