নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিসিবির সবশেষ পরিচালনা পর্ষদের সভা কবে হয়েছে? মনে করা কঠিনই হলো বোর্ড সভা আয়োজনে বিসিবি-সংশ্লিষ্ট এক কর্মকর্তার। বিসিবির সবশেষ বোর্ড সভা হয়েছে গত আগস্টে, সেটিও জরুরি ভিত্তিতে। তামিম ইকবাল অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর নতুন অধিনায়ক চূড়ান্ত করার লক্ষ্যে। তার আগে নিয়মিত বোর্ড সভাটি হয়েছিল গত জুনে।
বছরের প্রথম বোর্ড সভা তো বটেই, এ সভায় সভাপতিত্ব করতে যাওয়া বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের নতুন পরিচয়, তিনি দেশের যুব ও ক্রীড়ামন্ত্রী। এখন পাপনের যে ব্যস্ততা, তাতে ভবিষ্যতে বিসিবির বোর্ড সভা কি এমনই লম্বা বিরতিতে হবে, সেই প্রশ্নও এসে যাচ্ছে।
বর্তমান পরিচালনা পর্ষদের নবম বোর্ড সভাটি হচ্ছে আট মাস পর। লম্বা সময় পর হতে যাওয়া সভার আলোচ্যসূচি নেহাত কম নয়। এর মধ্যে সবচেয়ে আলোচিত লম্বা সময় পর প্রধান নির্বাচক পদে পরিবর্তন আসার বিষয়টি। বর্তমান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু নিজেই তাঁর ঘনিষ্ঠদের জানিয়েছেন, আট বছর ধরে থাকা পদে আর তাঁর থাকা হচ্ছে না। শেখ হাসিনা স্টেডিয়ামের অবকাঠামো নির্মাণের চূড়ান্ত নিলাম, কোচ নিয়োগ, বিশ্বকাপ পারফরম্যান্স মূল্যায়ন কমিটির প্রতিবেদন জমা, জাতীয় দলের অধিনায়ক ঠিক করা, ক্রিকেটারের কেন্দ্রীয় চুক্তি, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনসহ বার্ষিক বরাদ্দ আর বোর্ডের আর্থিক বিষয়াদি নিয়ে আলোচনা তো আছেই।
বিশ্বকাপ-ব্যর্থতার পর গঠিত বিশেষ কমিটির সদস্য আকরাম খান আজকের পত্রিকাকে বললেন, ‘কাল (আজ) বোর্ড মিটিংয়ে আমরা দিয়ে দেব। এটা হয়েছে, ওটা হয়েছে, কে কী বলেছে, সামনে কী করা উচিত হবে, কী করা উচিত হবে না—এসব থাকছে আমাদের রিপোর্টে।’
বিসিবির সবশেষ পরিচালনা পর্ষদের সভা কবে হয়েছে? মনে করা কঠিনই হলো বোর্ড সভা আয়োজনে বিসিবি-সংশ্লিষ্ট এক কর্মকর্তার। বিসিবির সবশেষ বোর্ড সভা হয়েছে গত আগস্টে, সেটিও জরুরি ভিত্তিতে। তামিম ইকবাল অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর নতুন অধিনায়ক চূড়ান্ত করার লক্ষ্যে। তার আগে নিয়মিত বোর্ড সভাটি হয়েছিল গত জুনে।
বছরের প্রথম বোর্ড সভা তো বটেই, এ সভায় সভাপতিত্ব করতে যাওয়া বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের নতুন পরিচয়, তিনি দেশের যুব ও ক্রীড়ামন্ত্রী। এখন পাপনের যে ব্যস্ততা, তাতে ভবিষ্যতে বিসিবির বোর্ড সভা কি এমনই লম্বা বিরতিতে হবে, সেই প্রশ্নও এসে যাচ্ছে।
বর্তমান পরিচালনা পর্ষদের নবম বোর্ড সভাটি হচ্ছে আট মাস পর। লম্বা সময় পর হতে যাওয়া সভার আলোচ্যসূচি নেহাত কম নয়। এর মধ্যে সবচেয়ে আলোচিত লম্বা সময় পর প্রধান নির্বাচক পদে পরিবর্তন আসার বিষয়টি। বর্তমান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু নিজেই তাঁর ঘনিষ্ঠদের জানিয়েছেন, আট বছর ধরে থাকা পদে আর তাঁর থাকা হচ্ছে না। শেখ হাসিনা স্টেডিয়ামের অবকাঠামো নির্মাণের চূড়ান্ত নিলাম, কোচ নিয়োগ, বিশ্বকাপ পারফরম্যান্স মূল্যায়ন কমিটির প্রতিবেদন জমা, জাতীয় দলের অধিনায়ক ঠিক করা, ক্রিকেটারের কেন্দ্রীয় চুক্তি, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনসহ বার্ষিক বরাদ্দ আর বোর্ডের আর্থিক বিষয়াদি নিয়ে আলোচনা তো আছেই।
বিশ্বকাপ-ব্যর্থতার পর গঠিত বিশেষ কমিটির সদস্য আকরাম খান আজকের পত্রিকাকে বললেন, ‘কাল (আজ) বোর্ড মিটিংয়ে আমরা দিয়ে দেব। এটা হয়েছে, ওটা হয়েছে, কে কী বলেছে, সামনে কী করা উচিত হবে, কী করা উচিত হবে না—এসব থাকছে আমাদের রিপোর্টে।’
মেয়েদের ফিফা বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। আজ ২০২৫ মেয়েদের ইউরোর ফাইনালও জিতলে বিশ্বের দ্বিতীয় দল হিসেবে টানা বিশ্বকাপ ও ইউরোর শিরোপা জিতবে তারা। মেয়েদের ফুটবলে বিরল এই কীর্তি আছে কেবল জার্মান মেয়েদেরই। ২০০৭ ও ২০০৯ সালে টানা এই দুটি শিরোপা জিতেছিল তারা। আজ মেয়েদের ইউরোর ফাইনালে ডিফেন্ডিং
২ মিনিট আগেহেডিংলি ও এজবাস্টন টেস্টে রানের ফোয়ারা ছুটিয়ে কিছুটা ঝিমিয়ে পড়েছিলেন শুবমান গিল। লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে হাসেনি তাঁর ব্যাট। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে প্রথম ইনিংসে করেন ১২ রান। ভারতের নবাগত টেস্ট অধিনায়ক হয়তো ভাবলেন, এভাবে আর কত! দলের প্রয়োজনের সময় ঠিকই জ্বলে উঠলেন তিনি।
১৫ মিনিট আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এখন যেন ওয়েস্ট ইন্ডিজের কাছে ‘সোনার হরিণ’। তিন ম্যাচের টেস্ট সিরিজে তো উইন্ডিজকে নাজেহাল করেছে অস্ট্রেলিয়া। এবার পছন্দের ফরম্যাট টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজ পেরে উঠছে না অজিদের সঙ্গে। সব মিলিয়ে এখন পর্যন্ত চলতি সিরিজে ঘরের মাঠে ক্যারিবীয়রা সাত ম্যাচের সাতটিতেই হেরেছে
১ ঘণ্টা আগেবয়স ৩৮ বছর পেরোলেও লিওনেল মেসিকে দেখে সেটা যে বোঝার উপায় নেই। গোলের পর গোল করে চলেছেন। সতীর্থদের দিয়েও করাচ্ছেন গোল। ছন্দে থাকা এই মেসিকে আজ পেল না ইন্টার মায়ামি। আর্জেন্টাইন কিংবদন্তি না থাকার অভাব হাড়ে হাড়ে টের পেল মায়ামি।
২ ঘণ্টা আগে