Ajker Patrika

বিসিবিতে প্রথম বোর্ড সভা মন্ত্রী পাপনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিসিবিতে প্রথম বোর্ড সভা মন্ত্রী পাপনের

বিসিবির সবশেষ পরিচালনা পর্ষদের সভা কবে হয়েছে? মনে করা কঠিনই হলো বোর্ড সভা আয়োজনে বিসিবি-সংশ্লিষ্ট এক কর্মকর্তার। বিসিবির সবশেষ বোর্ড সভা হয়েছে গত আগস্টে, সেটিও জরুরি ভিত্তিতে। তামিম ইকবাল অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর নতুন অধিনায়ক চূড়ান্ত করার লক্ষ্যে। তার আগে নিয়মিত বোর্ড সভাটি হয়েছিল গত জুনে। 

বছরের প্রথম বোর্ড সভা তো বটেই, এ সভায় সভাপতিত্ব করতে যাওয়া বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের নতুন পরিচয়, তিনি দেশের যুব ও ক্রীড়ামন্ত্রী। এখন পাপনের যে ব্যস্ততা, তাতে ভবিষ্যতে বিসিবির বোর্ড সভা কি এমনই লম্বা বিরতিতে হবে, সেই প্রশ্নও এসে যাচ্ছে। 

বর্তমান পরিচালনা পর্ষদের নবম বোর্ড সভাটি হচ্ছে আট মাস পর। লম্বা সময় পর হতে যাওয়া সভার আলোচ্যসূচি নেহাত কম নয়। এর মধ্যে সবচেয়ে আলোচিত লম্বা সময় পর প্রধান নির্বাচক পদে পরিবর্তন আসার বিষয়টি। বর্তমান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু নিজেই তাঁর ঘনিষ্ঠদের জানিয়েছেন, আট বছর ধরে থাকা পদে আর তাঁর থাকা হচ্ছে না। শেখ হাসিনা স্টেডিয়ামের অবকাঠামো নির্মাণের চূড়ান্ত নিলাম, কোচ নিয়োগ, বিশ্বকাপ পারফরম্যান্স মূল্যায়ন কমিটির প্রতিবেদন জমা, জাতীয় দলের অধিনায়ক ঠিক করা, ক্রিকেটারের কেন্দ্রীয় চুক্তি, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনসহ বার্ষিক বরাদ্দ আর বোর্ডের আর্থিক বিষয়াদি নিয়ে আলোচনা তো আছেই। 

বিশ্বকাপ-ব্যর্থতার পর গঠিত বিশেষ কমিটির সদস্য আকরাম খান আজকের পত্রিকাকে বললেন, ‘কাল (আজ) বোর্ড মিটিংয়ে আমরা দিয়ে দেব। এটা হয়েছে, ওটা হয়েছে, কে কী বলেছে, সামনে কী করা উচিত হবে, কী করা উচিত হবে না—এসব থাকছে আমাদের রিপোর্টে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত