নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। অধিনায়কত্ব পাওয়ার পরপরই মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজার অভিনন্দন পেয়েছিলেন তিনি। এবার এই উইকেটকিপার-ব্যাটারকে শুভকামনা জানিয়ে ‘যোগ্য’ অধিনায়ক বলে মন্তব্য করেছেন সাকিব আল হাসান।
চট্টগ্রামে গতকাল রাতে ডিবিএল সিরামিকসের এক অনুষ্ঠানে এ কথা বলেন সাকিব। সোহানকে সমর্থন করে সাকিব বলেছেন, ‘আমি তো মনে করি ও (সোহান) যোগ্য বলেই ওকে অধিনায়কত্ব দেওয়া হয়েছে। বিসিবি মনে করেছে ভবিষ্যতে ও বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে। এ কারণেই ওকে আসলে অধিনায়কত্ব দিয়েছে। আমি ওকে শুভকামনা জানাচ্ছি।’
জিম্বাবুয়ে সফরে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে বিসিবি। তারুণ্য নির্ভর দল নিয়ে অধিনায়কত্বের শুরুটা চ্যালেঞ্জিং হলেও সেটা উতরে যাবেন সোহান, বিশ্বাস সাকিবের, ‘জিম্বাবুয়ে সিরিজ ভালো একটা চ্যালেঞ্জ হবে। আশা করি ও সেই চ্যালেঞ্জ উতরে যেতে পারবে।’
টি-টোয়েন্টির মতো টেস্টেও অনেকটা পিছিয়ে বাংলাদেশ। টেস্ট নিয়েও সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েছিলেন সাকিব। বাংলাদেশের নতুন টেস্ট অধিনায়ক বলেছেন, ‘টেস্টে আমাদের সময় লাগবে। ভালো করার জন্য সময় লাগবে। ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে দল যাওয়ার একটা সম্ভাবনা আছে। তাই একটু সময় লাগবে।’
খেলার খবর সম্পর্কিত আরও পড়ুন:
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। অধিনায়কত্ব পাওয়ার পরপরই মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজার অভিনন্দন পেয়েছিলেন তিনি। এবার এই উইকেটকিপার-ব্যাটারকে শুভকামনা জানিয়ে ‘যোগ্য’ অধিনায়ক বলে মন্তব্য করেছেন সাকিব আল হাসান।
চট্টগ্রামে গতকাল রাতে ডিবিএল সিরামিকসের এক অনুষ্ঠানে এ কথা বলেন সাকিব। সোহানকে সমর্থন করে সাকিব বলেছেন, ‘আমি তো মনে করি ও (সোহান) যোগ্য বলেই ওকে অধিনায়কত্ব দেওয়া হয়েছে। বিসিবি মনে করেছে ভবিষ্যতে ও বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে। এ কারণেই ওকে আসলে অধিনায়কত্ব দিয়েছে। আমি ওকে শুভকামনা জানাচ্ছি।’
জিম্বাবুয়ে সফরে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে বিসিবি। তারুণ্য নির্ভর দল নিয়ে অধিনায়কত্বের শুরুটা চ্যালেঞ্জিং হলেও সেটা উতরে যাবেন সোহান, বিশ্বাস সাকিবের, ‘জিম্বাবুয়ে সিরিজ ভালো একটা চ্যালেঞ্জ হবে। আশা করি ও সেই চ্যালেঞ্জ উতরে যেতে পারবে।’
টি-টোয়েন্টির মতো টেস্টেও অনেকটা পিছিয়ে বাংলাদেশ। টেস্ট নিয়েও সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েছিলেন সাকিব। বাংলাদেশের নতুন টেস্ট অধিনায়ক বলেছেন, ‘টেস্টে আমাদের সময় লাগবে। ভালো করার জন্য সময় লাগবে। ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে দল যাওয়ার একটা সম্ভাবনা আছে। তাই একটু সময় লাগবে।’
খেলার খবর সম্পর্কিত আরও পড়ুন:
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১১ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৪ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৬ ঘণ্টা আগে