Ajker Patrika

পিএসএলে অশোভন আচরণ করলেন আমির 

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

মাঠের পারফরম্যান্সের বাইরে এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজেকে আলোচনায় রাখছেন মোহাম্মদ আমির। হতাশাগ্রস্ত হয়ে নিজের রাগ ঝারছেন বিপক্ষ দলের খেলোয়াড়দের ওপর। গতকাল লাহোর কালান্দার্সের এক ব্যাটারকে আউট করে বাজে উদযাপন করেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার।

করাচি ন্যাশনাল স্টেডিয়ামে গতকাল করাচি কিংসের প্রতিপক্ষ ছিল লাহোর কালান্দার্স। কালান্দার্সের ব্যাটিং ইনিংসের ষষ্ঠ ওভার বোলিং করতে এলেন আমির। ওভারের তৃতীয় বলে আমিরকে কাট করেছিলেন শাই হোপ। পয়েন্টে দুর্দান্ত ক্যাচ ধরেন ইরফান খান নিয়াজি। হোপের উইকেট নিয়ে উদযাপনের সময় নিজের ঊরুতে চাপর মারেন আমির।

আগে ব্যাটিং করে গতকাল করাচি ৫ উইকেটে করেছিল ১৮৫ রান। ১৮৬ রান তাড়া করতে গিয়ে ১১৮ তে অলআউট হয়ে যায় লাহোর। ৬৭ রানে জিতে এই মৌসুমে প্রথম জয় পায় কিংস। আমির ২ ওভার বোলিং করে ১২ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। 

এর আগে পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজমের সঙ্গে বাজে আচরণ করেন আমির। বাবরের দিকে বল ছুঁড়ে মেরেছিলেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার। তাছাড়া আমিরের নিয়মিত স্লেজিং তো রয়েছেই। আমিরের এমন কর্মকাণ্ড দেখে শহীদ আফ্রিদি কদিন আগে তাঁকে তিরস্কার করেছিলেন। আফ্রিদি বলেছিলেন, ‘তুমি কি চাও? ক্যারিয়ারে একটা কালো দাগ কাটিয়ে উঠে তুমি আবার ফিরেছো। সত্যি বলতে, তুমি নতুন জীবন পেয়েছ। আসলে তুমি কি করতে চাইছ?’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত