Ajker Patrika

আইপিএলের যে ম্যাচে রেকর্ড আর রেকর্ড

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৩: ১৫
আইপিএলের যে ম্যাচে রেকর্ড আর রেকর্ড

রানের পাহাড় গড়েও জেতা হলো না কলকাতা নাইট রাইডার্সের। দুই ওপেনার সুনিল নারাইন (৭১) ও ফিল সল্টের (৭৫) ঝোড়ো ফিফটিতে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ২৬১ রান করেছিল কলকাতা। কিন্তু গতকাল ইডেন গার্ডেনসে পাঞ্জাব কিংসের ব্যাটাররা ম্যাচে যে তাণ্ডব চালালেন, তাতে কলকাতার দেওয়া রেকর্ড ২৬২ রানের লক্ষ্যও ধোপে টেকেনি। 

 ৮ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পেয়েছে পাঞ্জাব। দলকে রেকর্ড জয় এনে দিতে দুই সিং প্রবসিমরন (৫৪) এবং শশাঙ্ক (৬৮ *) ঝোড়ো ফিফটির সঙ্গে অবিশ্বাস্য এক সেঞ্চুরি করেছেন আইপিএলের শুরু থেকে ছন্দে না থাকা জনি বেয়ারস্টো। ইংলিশ ব্যাটারের ৪৮ বলে অপরাজিত ১০৮ রানের ইনিংসটি ৮ চার ও ৯ ছক্কায় সাজানো। 

বেয়ারস্টোর সেঞ্চুরি এবং প্রবসিমরন-শশাঙ্কের ফিফটিতে গতকাল পাঞ্জাব ক্রিকেট রেকর্ড বইয়ের অনেক পাতাই উল্টাপাল্টা করে দিয়েছে। চলুন দেখে নেওয়া যাক সেই সব রেকর্ড-

স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়
এবারের আইপিএলেই নিজেদের রেকর্ডটা আবারও স্পর্শ করেছিল রাজস্থান রয়্যালস। ইডেনে কলকাতার বিপক্ষে আইপিএলের সর্বোচ্চ ২২৪ রান করে জেতার রেকর্ড। আগের সর্বোচ্চও ছিল ২২৪ রানের, ২০২০ আইপিএলে শারজায় পাঞ্জাব কিংসের বিপক্ষে করেছিল তারা। কিন্তু গতকাল পাঞ্জাব নিজেদের বিব্রতকর রেকর্ডকে মুক্তি দিয়ে নতুন করে ইতিহাস গড়েছে। শুধু আইপিএলের নয়, স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে। কলকাতার বিপক্ষে ২৬২ রান তাড়া করে জয় এখন স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল ২৫৯ রান। ২০২৩ সালে সেঞ্চুরিয়নে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিল দক্ষিণ আফ্রিকা। 

স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ ছয়
ইডেন গার্ডেনসে গতকাল কলকাতা-পাঞ্জাবের ব্যাটাররা যেন ছক্কা বৃষ্টি নামিয়েছে। গতকাল দুই দল মিলে ম্যাচে ৪২ ছক্কা হাঁকিয়েছেন ব্যাটাররা। এতে স্বীকৃত টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড হয়েছে, এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার। আগের সর্বোচ্চ টিও ছিল এবারের আইপিএলে। ৩৮ ছক্কা নিয়ে আগের রেকর্ডের মালিক ছিল সানরাইজার্স হায়দরাবাদ-মুম্বাই ইন্ডিয়ানস। 

আইপিএলে এক ইনিংসে সর্বোচ্চ ছয়
গতকাল ৪২ ম্যাচের রেকর্ড ছক্কার রাতে পাঞ্জাবের ব্যাটাররা হাঁকিয়েছেন ২৪ টি। এতে একটা রেকর্ডে নাম তুলেছেন দলটির ব্যাটাররা। আইপিএলের এক ইনিংসে এখন সর্বোচ্চ ছক্কার রেকর্ডের মালিক বেয়ারস্টো-শশাঙ্করা। আগের সর্বোচ্চ ছিল হায়দরাবাদের ব্যাটারদের। এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২২টি ছক্কা হাঁকিয়েছিল তারা। তবে সব মিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার রেকর্ড নেপাল দলের। ২০২৩ এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে ২৬ ছক্কা হাঁকিয়েছেন নেপালের ব্যাটাররা। 

স্বীকৃত টি-টোয়েন্টি দুই ইনিংস মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান
কলকাতা-পাঞ্জাব দুই দল মিলে গতকাল ম্যাচে মোটে ৫২৩ রান করেছে। দুই ইনিংস মিলিয়ে মোট রানের হিসেবে এটি স্বীকৃত টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। এবারের আইপিএলে গত ২৭ মার্চ সমান ৫২৩ রান করে হায়দরাবাদ-মুম্বাই। আর ৫৪৯ রান নিয়ে সবার শীর্ষে আছে বেঙ্গালুরু-হায়দরাবাদ। তারাও রেকর্ডটি গড়ে এবারের আইপিএলে, ১৫ মার্চ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত