নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
সকাল ৯টা ৪৫ মিনিটের ফ্লাইটে সিলেট থেকে ঢাকায় চলে গেলেন মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে আপাতত বিরতি নিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক। মূলত জাতীয় সংসদে হুইপের দায়িত্ব নিতেই তাঁর এ সিদ্ধান্ত।
ফ্র্যাঞ্চাইজির একটি সূত্র আজ সকালে আজকের পত্রিকাকে জানিয়েছে, সকাল ৯টা ৪৫ মিনিটের ফ্লাইটে ঢাকায় চলে গেছেন মাশরাফি। আপাতত দুই ম্যাচের জন্য ফ্র্যাঞ্চাইজি থেকে ছুটি নিয়েছেন তিনি। সিলেট পর্বে পরের দুই ম্যাচ খেলবেন না। দেখা যেতে পারে ঢাকার ফিরতি পর্ব থেকে। তবে ঢাকা পর্বে টিম হোটেলে যোগ দেবেন তিনি।
এক বিজ্ঞপ্তিতে সিলেট স্ট্রাইকার্স জানিয়েছে, জাতীয় সংসদে হুইপের দায়িত্ব নিতে বিপিএলের দশম সংস্করণ থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি। রাজনৈতিক দায়িত্ব পালন ও ব্যস্ততার ফাঁকে সুযোগ মিললে টুর্নামেন্টের পরবর্তী সময়ে সিলেটের হয়ে খেলবেন মাশরাফি। সিলেট স্ট্রাইকার্সের সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন মাশরাফির অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করবেন।
মাশরাফির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফ্র্যাঞ্চাইজি বলেছে, ফ্র্যাঞ্চাইজি দল সিলেট স্ট্রাইকার্স দলের প্রতি মাশরাফির প্রতিশ্রুতি পূরণের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছে এবং তাঁর ফেরার অপেক্ষায় আছে।
ব্যস্ততা, চোটে জর্জর শরীরী ভাষা, নিজের হতাশাজনক পারফরম্যান্স—সব মিলিয়ে মাশরাফি স্বতঃস্ফূর্ত সময় পার করছেন না। মাঠে বোলিংয়ে-ফিল্ডিংয়ে ঠিকঠাকমতো পাওয়া যাচ্ছে না তাঁকে। দলও পাঁচ ম্যাচ খেলে সব কটি হেরেছে। পাঁচ ম্যাচের মধ্যে বোলিং করেছেন তিন ম্যাচে। উইকেট পেয়েছেন মাত্র ১টি। ব্যাট হাতে করেছেন ৮ রান।
সকাল ৯টা ৪৫ মিনিটের ফ্লাইটে সিলেট থেকে ঢাকায় চলে গেলেন মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে আপাতত বিরতি নিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক। মূলত জাতীয় সংসদে হুইপের দায়িত্ব নিতেই তাঁর এ সিদ্ধান্ত।
ফ্র্যাঞ্চাইজির একটি সূত্র আজ সকালে আজকের পত্রিকাকে জানিয়েছে, সকাল ৯টা ৪৫ মিনিটের ফ্লাইটে ঢাকায় চলে গেছেন মাশরাফি। আপাতত দুই ম্যাচের জন্য ফ্র্যাঞ্চাইজি থেকে ছুটি নিয়েছেন তিনি। সিলেট পর্বে পরের দুই ম্যাচ খেলবেন না। দেখা যেতে পারে ঢাকার ফিরতি পর্ব থেকে। তবে ঢাকা পর্বে টিম হোটেলে যোগ দেবেন তিনি।
এক বিজ্ঞপ্তিতে সিলেট স্ট্রাইকার্স জানিয়েছে, জাতীয় সংসদে হুইপের দায়িত্ব নিতে বিপিএলের দশম সংস্করণ থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি। রাজনৈতিক দায়িত্ব পালন ও ব্যস্ততার ফাঁকে সুযোগ মিললে টুর্নামেন্টের পরবর্তী সময়ে সিলেটের হয়ে খেলবেন মাশরাফি। সিলেট স্ট্রাইকার্সের সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন মাশরাফির অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করবেন।
মাশরাফির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফ্র্যাঞ্চাইজি বলেছে, ফ্র্যাঞ্চাইজি দল সিলেট স্ট্রাইকার্স দলের প্রতি মাশরাফির প্রতিশ্রুতি পূরণের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছে এবং তাঁর ফেরার অপেক্ষায় আছে।
ব্যস্ততা, চোটে জর্জর শরীরী ভাষা, নিজের হতাশাজনক পারফরম্যান্স—সব মিলিয়ে মাশরাফি স্বতঃস্ফূর্ত সময় পার করছেন না। মাঠে বোলিংয়ে-ফিল্ডিংয়ে ঠিকঠাকমতো পাওয়া যাচ্ছে না তাঁকে। দলও পাঁচ ম্যাচ খেলে সব কটি হেরেছে। পাঁচ ম্যাচের মধ্যে বোলিং করেছেন তিন ম্যাচে। উইকেট পেয়েছেন মাত্র ১টি। ব্যাট হাতে করেছেন ৮ রান।
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে