নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেই দল ঘোষণার ২৪ ঘণ্টা না পেরোতেই বিসিবি জানিয়েছিল, টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন শান্ত। আজ তারা জানিয়েছে, শান্তর বিকল্প হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন শাহাদাত হোসেন দিপু।
শারজায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ কুঁচকিতে চোট পান শান্ত। এ জন্য গতকাল সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে খেলতে পারেননি তিনি।
গত বছরের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় দিপুর। এখন পর্যন্ত খেলেছেন ৪ টেস্ট। সব মিলিয়ে করেছেন ১১৮ রান, গড় ১৪.৭৫। সবশেষ টেস্ট খেলেছেন চলতি বছরের মার্চে, শ্রীলঙ্কার বিপক্ষে।
জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে দারুণ এক সেঞ্চুরিও পেয়েছেন দিপু (১১৬)। তবে মৌসুমটা ভালো যাচ্ছে না তাঁরা। ৮ ইনিংসের তিনবার আউট হয়েছেন রানের খাতা খোলা আগেই।
২২ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ। ৩০ নভেম্বর জামাইকায় শুরু হবে দ্বিতীয় ও শেষে টেস্ট। তারপর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
শান্তর চোট প্রসঙ্গে বিসিবির সিনিয়র চিকিৎসক দেবাশীষ চৌধুরী গতকাল বলেছেন, ‘শান্তর শারজায় গতকাল (পরশু) এমআরআই হয়েছে। দলের ফিজিওর রিপোর্ট পেয়েছি। স্ক্যান পরীক্ষায় গ্রেড টু এর চোট ধরা পড়েছে। এখন তার বিশ্রাম ও পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে থাকতে হবে। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ, কোথাও তাকে পাওয়া যাবে না। দুই সপ্তাহ পর তার অবস্থা মূল্যায়ন করে দেখব। আরব আমিরাত থেকে দেশে ফেরার পর পুনর্বাসনপ্রক্রিয়ার কাজ চালিয়ে যাবেন।’
ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের টেস্ট দল: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।
নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেই দল ঘোষণার ২৪ ঘণ্টা না পেরোতেই বিসিবি জানিয়েছিল, টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন শান্ত। আজ তারা জানিয়েছে, শান্তর বিকল্প হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন শাহাদাত হোসেন দিপু।
শারজায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ কুঁচকিতে চোট পান শান্ত। এ জন্য গতকাল সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে খেলতে পারেননি তিনি।
গত বছরের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় দিপুর। এখন পর্যন্ত খেলেছেন ৪ টেস্ট। সব মিলিয়ে করেছেন ১১৮ রান, গড় ১৪.৭৫। সবশেষ টেস্ট খেলেছেন চলতি বছরের মার্চে, শ্রীলঙ্কার বিপক্ষে।
জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে দারুণ এক সেঞ্চুরিও পেয়েছেন দিপু (১১৬)। তবে মৌসুমটা ভালো যাচ্ছে না তাঁরা। ৮ ইনিংসের তিনবার আউট হয়েছেন রানের খাতা খোলা আগেই।
২২ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ। ৩০ নভেম্বর জামাইকায় শুরু হবে দ্বিতীয় ও শেষে টেস্ট। তারপর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
শান্তর চোট প্রসঙ্গে বিসিবির সিনিয়র চিকিৎসক দেবাশীষ চৌধুরী গতকাল বলেছেন, ‘শান্তর শারজায় গতকাল (পরশু) এমআরআই হয়েছে। দলের ফিজিওর রিপোর্ট পেয়েছি। স্ক্যান পরীক্ষায় গ্রেড টু এর চোট ধরা পড়েছে। এখন তার বিশ্রাম ও পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে থাকতে হবে। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ, কোথাও তাকে পাওয়া যাবে না। দুই সপ্তাহ পর তার অবস্থা মূল্যায়ন করে দেখব। আরব আমিরাত থেকে দেশে ফেরার পর পুনর্বাসনপ্রক্রিয়ার কাজ চালিয়ে যাবেন।’
ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের টেস্ট দল: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।
গোড়ালির ওপরের অংশ—চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যাকিলিস টেনডনের সমস্যায় ভুগছিলেন তাসকিন আহমেদ। এ জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ নিতে লন্ডনে গিয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। চিকিৎসকদের সঙ্গে পরামর্শ শেষে জানা গেছে, আপাতত কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই তাঁর। এক বিজ্ঞপ্তিতে ব্যাপারটি নিশ্চিত
১ ঘণ্টা আগেবাবা ক্রিস্টিয়ানো রোনালদোর পথে হাঁটা আরও আগেই শুরু করেছেন ক্রিস্টিয়ানো ডস সান্তোস, বেছে নিয়েছেন ফুটবলকে। এবার গায়ে জড়াতে যাচ্ছেন পর্তুগালের জার্সি। কোচ হোয়াও সান্তোসের ২২ সদস্যের পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেলেন রোনালদোর বড় ছেলে সান্তোস।
২ ঘণ্টা আগেসিরিজের প্রথম ওয়ানডেতেই ধাক্কা খেল বাংলাদেশ নারী ইমার্জিং দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে শুরুতে বেশ চাপে রেখেছিল বাংলাদেশ। স্বাগতিকদের সেই হুংকার অবশ্য ছিল সাময়িক সময়ের জন্যই।
৩ ঘণ্টা আগেঅনেক দিন ধরেই অসুস্থ হয়ে আর্জেন্টিনার একটি হাসপাতালে ভর্তি ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার গালভান। হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এ ডিফেন্ডার। দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। ৭৭ বছর বয়সী গালভান বেশ কয়েক সপ্তাহ ধরেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কর্দোভার একটি হাসপাতালে ভর্তি ছিলেন।
৩ ঘণ্টা আগে