যুক্তরাষ্ট্রে সাকিব আল হাসান খেলছেন লস অ্যাঞ্জেলেস ওয়েভসের হয়ে। টি-টেন সংস্করণের টুর্নামেন্ট খেলতে সাকিব যখন মার্কিন মুলুকে ব্যস্ত, সেই সময় অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেয়েছেন। আবুধাবি টি-টেন লিগে তাঁকে নিয়েছে বাংলা টাইগার্স।
নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলা টাইগার্স সাকিবকে নেওয়ার কথা আজ নিশ্চিত করেছে। তাঁকে নেওয়া হয়েছে আইকন ক্যাটাগরিতে। কিছু না লিখে ফ্র্যাঞ্চাইজিটি ক্যাপশনে মাত্র দুটি ইমোজি ব্যবহার করে একটি ফটোকার্ড বানিয়েছে। আবুধাবি টি-টেন লিগের পোস্ট শেয়ার করেই সাকিবকে নিয়ে সুখবর দিয়েছে বাংলা টাইগার্স। টি-টেন লিগ নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছে, ‘সাকিব আল হাসানের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি।’ এই বাক্যের পর বাঘের ইমোজি ব্যবহার করেছে তারা। পরে টি-টেন লিগ লিখেছে, ‘বৈশ্বিক মহাতারকা বাংলা টাইগার্সে আবুধাবি টি-টেন লিগের অষ্টম মৌসুমে আইকন হিসেবে যোগ দিয়েছে।’
আবুধাবি টি-টেন লিগ সবশেষ হয়েছিল ২০২৩ সালে। সেই মৌসুমেও বাংলা টাইগার্সের সঙ্গে চুক্তি ছিল সাকিবের। তবে চোটের কারণে মাঠে নামতে পারেননি তিনি। টুর্নামেন্ট শুরুর আগেই আঙুলের চোটে ছিটকে যান তিনি। সেই সাকিব এ বছরের ২৬ সেপ্টেম্বর টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তবে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।
মার্কিন মুলুকে চলমান সিক্সটি স্ট্রাইকার্স টুর্নামেন্টে সাকিবের লস অ্যাঞ্জেলেস ওয়েভস ৩ ম্যাচ খেলে জিতেছে ১ ম্যাচ। ২ পয়েন্ট নিয়ে দলটি অবস্থান করছে ৫ নম্বরে, যেখানে টুর্নামেন্টে অংশ নিচ্ছে ছয় দল। নিউইয়র্ক লায়নস ও আটলান্টা কিংসের ২ পয়েন্ট করে হলেও নেট রানরেটের কারণে তারা সাকিবদের চেয়ে এগিয়ে। লস অ্যাঞ্জেলেসের নেট রানরেট -০.২৬৮। ১৩ অক্টোবর সাকিবদের প্রতিপক্ষ ডালাস লোনস্টার্স। লস অ্যাঞ্জেলেস ওয়েভস-ডালাস লোনস্টার্স ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হবে।
যুক্তরাষ্ট্রে সাকিব আল হাসান খেলছেন লস অ্যাঞ্জেলেস ওয়েভসের হয়ে। টি-টেন সংস্করণের টুর্নামেন্ট খেলতে সাকিব যখন মার্কিন মুলুকে ব্যস্ত, সেই সময় অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেয়েছেন। আবুধাবি টি-টেন লিগে তাঁকে নিয়েছে বাংলা টাইগার্স।
নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলা টাইগার্স সাকিবকে নেওয়ার কথা আজ নিশ্চিত করেছে। তাঁকে নেওয়া হয়েছে আইকন ক্যাটাগরিতে। কিছু না লিখে ফ্র্যাঞ্চাইজিটি ক্যাপশনে মাত্র দুটি ইমোজি ব্যবহার করে একটি ফটোকার্ড বানিয়েছে। আবুধাবি টি-টেন লিগের পোস্ট শেয়ার করেই সাকিবকে নিয়ে সুখবর দিয়েছে বাংলা টাইগার্স। টি-টেন লিগ নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছে, ‘সাকিব আল হাসানের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি।’ এই বাক্যের পর বাঘের ইমোজি ব্যবহার করেছে তারা। পরে টি-টেন লিগ লিখেছে, ‘বৈশ্বিক মহাতারকা বাংলা টাইগার্সে আবুধাবি টি-টেন লিগের অষ্টম মৌসুমে আইকন হিসেবে যোগ দিয়েছে।’
আবুধাবি টি-টেন লিগ সবশেষ হয়েছিল ২০২৩ সালে। সেই মৌসুমেও বাংলা টাইগার্সের সঙ্গে চুক্তি ছিল সাকিবের। তবে চোটের কারণে মাঠে নামতে পারেননি তিনি। টুর্নামেন্ট শুরুর আগেই আঙুলের চোটে ছিটকে যান তিনি। সেই সাকিব এ বছরের ২৬ সেপ্টেম্বর টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তবে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।
মার্কিন মুলুকে চলমান সিক্সটি স্ট্রাইকার্স টুর্নামেন্টে সাকিবের লস অ্যাঞ্জেলেস ওয়েভস ৩ ম্যাচ খেলে জিতেছে ১ ম্যাচ। ২ পয়েন্ট নিয়ে দলটি অবস্থান করছে ৫ নম্বরে, যেখানে টুর্নামেন্টে অংশ নিচ্ছে ছয় দল। নিউইয়র্ক লায়নস ও আটলান্টা কিংসের ২ পয়েন্ট করে হলেও নেট রানরেটের কারণে তারা সাকিবদের চেয়ে এগিয়ে। লস অ্যাঞ্জেলেসের নেট রানরেট -০.২৬৮। ১৩ অক্টোবর সাকিবদের প্রতিপক্ষ ডালাস লোনস্টার্স। লস অ্যাঞ্জেলেস ওয়েভস-ডালাস লোনস্টার্স ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হবে।
আন্দ্রে রাসেল একটা ব্যাট উপহার দিয়েছিলেন টিম ডেভিডকে। সেই ব্যাট দিয়েই ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো খুন করলেন! গত বছর নভেম্বরের পর অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি সংস্করণে ব্যাট করতে নামলেন ডেভিড। পরের ঘটনা উঠে গেছে রেকর্ড বইয়ে। মাত্র ৩৭ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ১৬ বলে করেছেন ফিফটি। অস্ট্রেলিয়ার হয়ে...
২৬ মিনিট আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে জো রুটের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় সংগ্রহের দিকে ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ৫৪৪ রান তাদের। ১৮৬ রানের লিড নিয়ে আজ ৪র্থ দিন আবারও ব্যাটিংয়ে নামবে তারা। বিকেল ৪টায় শুরু হবে খেলা। সরাসরি সনি টেন ১ ও ৫ খেলা সম্প্রচার করবে।
১ ঘণ্টা আগেটানা দুটি সিরিজ জয়; শ্রীলঙ্কার পর এবার পাকিস্তান। দুই সিরিজ মিলিয়ে চার ম্যাচে জয়। এই ধারাবাহিক সাফল্যে আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশ দলের, এই কথা বলছেন অধিনায়ক লিটন দাসসহ দলের অন্য সদস্যরা। তবে এই আত্মবিশ্বাস কতটা কাজে দেবে দলের এবং এটা কি সত্যি না কৃত্রিম, এ নিয়ে যখন আলোচনা, তখন লিটনদের সামনে...
২ ঘণ্টা আগেশচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা—গাণিতিক হিসেবে ৬০.২৮ শতাংশ! ক্যারিয়ারের শুরুতে এমন সম্ভাবনা জাগিয়ে অনেকেই হারিয়ে গেছেন কিংবা অনেক আগেই থেমে যায় তাঁদের ক্যারিয়ার। কিন্তু জো রুট একদমই ভিন্ন। শচীনকে ছাড়িয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে দারুণভাবে ছুটছেন ইংলিশ এ ব্যাটার। পরিসং
১৫ ঘণ্টা আগে