ক্রীড়া ডেস্ক
বিতর্ককে যেন তরতাজা রাখতেই পছন্দ করেন মোহাম্মদ আমির। তা না হলে পুরোনো এক দ্বন্দ্বের বিষয় কেন আবার সামনে নিয়ে আসবেন তিনি! চার মাস আগে ঘটে যাওয়া এক ঘটনার জবাব নতুন করে দিয়েছেন অনেক দিন ধরেই পাকিস্তান জাতীয় দলের বাইরে থাকা এই পেসার।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসরের এক ম্যাচে বাবর আজমকে লক্ষ্য করে বল ছুড়ে মারার ঘটনা নিয়ে শহীদ আফ্রিদির করা দাবির জবাব অবশেষে দিয়েছেন আমির। পাকিস্তানের সাবেক অধিনায়কের মন্তব্যের জবাব এত দিন না দিলেও গতকাল স্থানীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আফ্রিদি তাঁকে বাবর সম্পর্কে কোনো বার্তা পাঠাননি। তিনি আমার বোলিংয়ের প্রশংসা ও ফিটনেস সম্পর্কে জানতে চেয়েছিলেন।
আমির বলেছেন,‘তাঁর বার্তা পেয়েছিলাম, তবে যা বলেছেন তা নয়। তিনি আমার বোলিংয়ের প্রশংসা এবং চোট সম্পর্কে জানতে চেয়েছিলেন। কিন্তু বাবরের মুখোমুখি হব কী রে... বার্তায় এমন কিছু লেখা ছিল না। আর আমি বাবরেরই কী ক্ষতি করেছি? অথবা, উল্টোটা? অদ্ভুত এক বিষয় জানতে পেরেছি। জানি না, যখন বলেছেন তখন কী চিন্তা করছিলেন। মনে হয় তিনি দ্রুত কথা বলার কারণে ভুলবশত বলে ফেলেছেন।’
বাবরের সঙ্গে যে তাঁর কোনো শত্রুতা নেই, সেটিও জানিয়েছেন আমির। পিএসএলে পাকিস্তানের বর্তমান অধিনায়কের সঙ্গে শুরুর সাত সংস্করণে একই দলে খেলা এই পেসার বলেছেন,‘বাবর ও আমার মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধা আছে। সে আমাকে নিয়ে কখনো বাজে কিছু বলেনি এবং আমার দিক থেকেও একই। কিন্তু আমজনতা মনে করে আমরা শক্র। এমনটা কখনো ছিল না।’
পিএসলের অষ্টম সংস্করণে আমির ও বাবর প্রতিপক্ষ হয়ে খেলেন। সেই টুর্নামেন্টের এক ম্যাচে আমিরের বলে চার মারেন বাবর। কিন্তু পরের বলে পাকিস্তানি ব্যাটার ডিফেন্স করলে রাগে তাঁর দিকে বল ছুড়ে মারেন আমির। সেই ঘটনা নিয়েই পাকিস্তানি পেসারকে বার্তা পাঠিয়েছিলেন আফ্রিদি। তিনি জানিয়েছিলেন, আমির তাঁর সমালোচনার বিষয়টি পরে বুঝতে পেরেছিলেন এবং মাঠের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন।
বিতর্ককে যেন তরতাজা রাখতেই পছন্দ করেন মোহাম্মদ আমির। তা না হলে পুরোনো এক দ্বন্দ্বের বিষয় কেন আবার সামনে নিয়ে আসবেন তিনি! চার মাস আগে ঘটে যাওয়া এক ঘটনার জবাব নতুন করে দিয়েছেন অনেক দিন ধরেই পাকিস্তান জাতীয় দলের বাইরে থাকা এই পেসার।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসরের এক ম্যাচে বাবর আজমকে লক্ষ্য করে বল ছুড়ে মারার ঘটনা নিয়ে শহীদ আফ্রিদির করা দাবির জবাব অবশেষে দিয়েছেন আমির। পাকিস্তানের সাবেক অধিনায়কের মন্তব্যের জবাব এত দিন না দিলেও গতকাল স্থানীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আফ্রিদি তাঁকে বাবর সম্পর্কে কোনো বার্তা পাঠাননি। তিনি আমার বোলিংয়ের প্রশংসা ও ফিটনেস সম্পর্কে জানতে চেয়েছিলেন।
আমির বলেছেন,‘তাঁর বার্তা পেয়েছিলাম, তবে যা বলেছেন তা নয়। তিনি আমার বোলিংয়ের প্রশংসা এবং চোট সম্পর্কে জানতে চেয়েছিলেন। কিন্তু বাবরের মুখোমুখি হব কী রে... বার্তায় এমন কিছু লেখা ছিল না। আর আমি বাবরেরই কী ক্ষতি করেছি? অথবা, উল্টোটা? অদ্ভুত এক বিষয় জানতে পেরেছি। জানি না, যখন বলেছেন তখন কী চিন্তা করছিলেন। মনে হয় তিনি দ্রুত কথা বলার কারণে ভুলবশত বলে ফেলেছেন।’
বাবরের সঙ্গে যে তাঁর কোনো শত্রুতা নেই, সেটিও জানিয়েছেন আমির। পিএসএলে পাকিস্তানের বর্তমান অধিনায়কের সঙ্গে শুরুর সাত সংস্করণে একই দলে খেলা এই পেসার বলেছেন,‘বাবর ও আমার মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধা আছে। সে আমাকে নিয়ে কখনো বাজে কিছু বলেনি এবং আমার দিক থেকেও একই। কিন্তু আমজনতা মনে করে আমরা শক্র। এমনটা কখনো ছিল না।’
পিএসলের অষ্টম সংস্করণে আমির ও বাবর প্রতিপক্ষ হয়ে খেলেন। সেই টুর্নামেন্টের এক ম্যাচে আমিরের বলে চার মারেন বাবর। কিন্তু পরের বলে পাকিস্তানি ব্যাটার ডিফেন্স করলে রাগে তাঁর দিকে বল ছুড়ে মারেন আমির। সেই ঘটনা নিয়েই পাকিস্তানি পেসারকে বার্তা পাঠিয়েছিলেন আফ্রিদি। তিনি জানিয়েছিলেন, আমির তাঁর সমালোচনার বিষয়টি পরে বুঝতে পেরেছিলেন এবং মাঠের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১২ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৫ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৬ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৭ ঘণ্টা আগে