ক্রীড়া ডেস্ক
নেপিয়ারে অসাধ্য সাধন করেছে নিউজিল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে প্রথম ১৫ ওভারে ৩ উইকেট খুইয়ে ফেলা নিউজিল্যান্ডের রান যেখানে ছিল মাত্র ৫৮, সেখানে তারা ৫০ ওভার শেষে তোলে ৯ উইকেটে ৩৪৪! যার জবাব দিতে এসে ভালো শুরু করলেও ২২ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ৪৪.১ ওভারে ২৭১ রানে অলআউট।
প্রথম ওয়ানডে ৭৩ রানে হারের পর দলের বোলিং নিয়ে চিন্তা-ভাবনা শুরু করেছে পাকিস্তান। আর সে ভাবনার কথা সংবাদমাধ্যমকে দলটির ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফ। ২ এপ্রিল ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। সে ম্যাচে বোলিংয়ে পরিবর্তন আসার কথাও বললেন পাকিস্তানের ব্যাটিং কোচ, ‘পরের ম্যাচ কি করা যায়, তা নিয়ে ভাবছি আমরা। দেখব কোনো পঞ্চম বোলার কিংবা অলরাউন্ডার খেলানো যায় কি না, বা খেলালে কী লাভ হবে।’
প্রথম ওয়ানডেতে দুই খণ্ডকালীন বোলার বল করেছিলেন। অফ স্পিনার সালমান আলী আগা ৫ ওভার বল করেছিলেন, মিডিয়াম পেসার ইরফান খানও বল করেছিলেন ৫ ওভার। কিন্তু দুজনে রান দিয়েছেন ৬৭ ও ৫১! ১০ ওভার বোলিং করেও সালমান আগার সমান রানও দেয়নি পাকিস্তানের অন্য কোনো বোলার।
ব্যাটিং কোচ হলেও দুই খণ্ডকালীন বোলারের দেদারসে রান দেওয়াটা দাগ কেটেছে ইউসুফের মনে, ‘আমাদের দুই খণ্ডকালীন বোলার ১২০ রানের (১১৮) মতো দিয়েছে। এটা অবশ্যই ব্যয়বহুল ছিল। তবে এই দলটাকে নতুনভাবে গড়ে তোলা হয়েছে। তাই আমি মনে করি এই দল নিয়ে এখনই কথা বলা ঠিক হবে না। তবে এটা বলতে পারি, বোলিংয়ে আরও ভালো করার সুযোগ ছিল, তারা আরও ভালো বল করতে পারত।’
আরও ‘ভালো’ বোলিং যে করা যেত, সেটা স্কোরকার্ড দেখেও বোঝা যায়। অতিরিক্ত খাতে এদিন পাকিস্তান রান দিয়েছে ৪৩ টি। বোলারদের সমালোচনা করলেও ইউসুফ স্বীকার করে নিচ্ছেন, চমৎকার ব্যাটিং করেছেন মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল ও মুহাম্মদ আব্বাসরা। মার্ক চ্যাপম্যান এই ম্যাচে ১১১ বলে ১৩২ রানের ইনিংস খেলেছিলেন। মিচেল ৮৪ বলে ৭৬ এবং আব্বাস ২৬ বলে ৫২ রান করেছিলেন।
নেপিয়ারে অসাধ্য সাধন করেছে নিউজিল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে প্রথম ১৫ ওভারে ৩ উইকেট খুইয়ে ফেলা নিউজিল্যান্ডের রান যেখানে ছিল মাত্র ৫৮, সেখানে তারা ৫০ ওভার শেষে তোলে ৯ উইকেটে ৩৪৪! যার জবাব দিতে এসে ভালো শুরু করলেও ২২ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ৪৪.১ ওভারে ২৭১ রানে অলআউট।
প্রথম ওয়ানডে ৭৩ রানে হারের পর দলের বোলিং নিয়ে চিন্তা-ভাবনা শুরু করেছে পাকিস্তান। আর সে ভাবনার কথা সংবাদমাধ্যমকে দলটির ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফ। ২ এপ্রিল ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। সে ম্যাচে বোলিংয়ে পরিবর্তন আসার কথাও বললেন পাকিস্তানের ব্যাটিং কোচ, ‘পরের ম্যাচ কি করা যায়, তা নিয়ে ভাবছি আমরা। দেখব কোনো পঞ্চম বোলার কিংবা অলরাউন্ডার খেলানো যায় কি না, বা খেলালে কী লাভ হবে।’
প্রথম ওয়ানডেতে দুই খণ্ডকালীন বোলার বল করেছিলেন। অফ স্পিনার সালমান আলী আগা ৫ ওভার বল করেছিলেন, মিডিয়াম পেসার ইরফান খানও বল করেছিলেন ৫ ওভার। কিন্তু দুজনে রান দিয়েছেন ৬৭ ও ৫১! ১০ ওভার বোলিং করেও সালমান আগার সমান রানও দেয়নি পাকিস্তানের অন্য কোনো বোলার।
ব্যাটিং কোচ হলেও দুই খণ্ডকালীন বোলারের দেদারসে রান দেওয়াটা দাগ কেটেছে ইউসুফের মনে, ‘আমাদের দুই খণ্ডকালীন বোলার ১২০ রানের (১১৮) মতো দিয়েছে। এটা অবশ্যই ব্যয়বহুল ছিল। তবে এই দলটাকে নতুনভাবে গড়ে তোলা হয়েছে। তাই আমি মনে করি এই দল নিয়ে এখনই কথা বলা ঠিক হবে না। তবে এটা বলতে পারি, বোলিংয়ে আরও ভালো করার সুযোগ ছিল, তারা আরও ভালো বল করতে পারত।’
আরও ‘ভালো’ বোলিং যে করা যেত, সেটা স্কোরকার্ড দেখেও বোঝা যায়। অতিরিক্ত খাতে এদিন পাকিস্তান রান দিয়েছে ৪৩ টি। বোলারদের সমালোচনা করলেও ইউসুফ স্বীকার করে নিচ্ছেন, চমৎকার ব্যাটিং করেছেন মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল ও মুহাম্মদ আব্বাসরা। মার্ক চ্যাপম্যান এই ম্যাচে ১১১ বলে ১৩২ রানের ইনিংস খেলেছিলেন। মিচেল ৮৪ বলে ৭৬ এবং আব্বাস ২৬ বলে ৫২ রান করেছিলেন।
আসছে জুলাইয়ে বেয়াল্লিশ ছাড়িয়ে তেতাল্লিশে পা রাখবেন জেমস অ্যান্ডারসন। এ বয়সে এসেও ইংল্যান্ডের সাবেক এই পেসার মনে করেন, আরও দুই তিন বছরে খেলার সামর্থ্য আছে তাঁর।
৪ ঘণ্টা আগেবুন্দেসলিগায় সেন্ট পাউলির বিপক্ষে গত শনিবার গোল করেছেন হ্যারি কেইন। তাঁর এবং লে রয় সানের জোড়া গোলের সুবাদে বায়ার্ন ম্যাচটি জেতে ৩-২ গোলে। এই ম্যাচে একটা কীর্তি গড়েছেন হ্যারি কেইন, আর সে কীর্তিতে বায়ার্নের ইংলিশ এই স্ট্রাইকার পাশে বসে গেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার।
৫ ঘণ্টা আগেএফএ কাপের কোয়ার্টার ফাইনালে রোববার চোট পেয়েছে মাঠ ছাড়েন আর্লিং হালান্ড। বোর্নমাউথের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর মাঠের বাইরে ছিটকে গেছেন হালান্ড। সেটা কত দিনের জন্য—প্রশ্ন এখন এটাই।
৬ ঘণ্টা আগেপ্রেমে মজেছেন কিংবদন্তি গলফার টাইগার উডস। ডোনাল্ড ট্রাম্পের সাবেক পুত্রবধূ ভ্যানেসা ট্রাম্পের সঙ্গে উডসের প্রেমে পড়ার খবরটা নতুন কিছু নয়। কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্যানেসা ও উডস এক যৌথ বার্তায় পরস্পরের প্রেমে পড়ার কথা জানিয়েছিলেন। নতুন তথ্য, দুজনের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন...
৬ ঘণ্টা আগে