নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের ক্রিকেটারদের খেলার সুযোগ মেলে না খুব একটা। টি-টোয়েন্টির সঙ্গে তাল মিলিয়ে পারফর্ম করতে না পারার ব্যাপারটা তো আছেই। এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে সচরাচর মেলে না অনাপত্তিপত্রও (এনওসি)।
ইসলামাবাদ ইউনাইটেড-লাহোর কালান্দার্স ম্যাচ দিয়ে ১১ এপ্রিল শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। ড্রাফট থেকে এই লাহোরেই ডাক পেয়েছেন রিশাদ হোসেন। রিশাদের পাশাপাশি নাহিদ রানা, লিটন দাস—সব মিলিয়ে তিন বাংলাদেশি এবারের পিএসএলে দল পেয়েছেন। সূত্রে জানা গেছে, বিসিবির কাছে এনওসির আবেদন করেছেন ক্রিকেটাররা এবং অপেক্ষায় আছেন তাঁরা। নাজমুল হোসেন শান্তর মতে বিদেশের লিগগুলোতে বাংলাদেশি ক্রিকেটারদের খেলা উচিত। মিরপুরে আজ সাংবাদিকদের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘এই ধরনের টুর্নামেন্টে খেলা উচিত বলে আমি মনে করি। অবশ্যই খেলা উচিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। কিন্তু এটা পুরোপুরি নির্ভর করছে ক্রিকেট বোর্ড, কোচ, অধিনায়ক—সবকিছুর ওপর।’
বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় বাংলাদেশের ক্রিকেটাররা নিয়মিত খেললে তাতে দেশের ক্রিকেটই উপকৃত হবে বলে মনে করেন শান্ত। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বলেন, ‘বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় যদি আমাদের ক্রিকেটাররা খেলা শুরু করে, তাহলে এক ধরনের অভিজ্ঞতা হবে এবং দায়িত্বটা তারা নেওয়া শিখবে বলে আমি মনে করি। বিদেশের ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারলে ভালো অভিজ্ঞতা হবে। এ ধরনের টুর্নামেন্টে আমাদের ক্রিকেটারদের ভবিষ্যতে খেলার সুযোগ হবে বলে আমি আশা করি।’
২০২৪-এর মার্চে বাংলাদেশের জার্সিতে পথচলা শুরু নাহিদ রানার। এক বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন। ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেশি গতির বলের পাশাপাশি বাউন্সে ব্যাটারদের ভড়কে দিতে তাঁর জুড়ি মেলা ভার। ইয়ান বিশপ, ওয়াকার ইউনিস, ওয়াসিম আকরামদের মতো ক্রিকেট বিশেষজ্ঞরাও নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ।
জাতীয় দলের মতো এবারের ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) নাহিদ রানাকে কাছ থেকে দেখার সুযোগ হচ্ছে শান্তর। ডিপিএলে শান্তর নেতৃত্বাধীন আবাহনীর হয়ে খেলছেন নাহিদ রানা। এই নাহিদ রানাকে পিএসএলে নিয়েছে পেশোয়ার জালমি। পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি তাদের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের তারকা পেসারকে নিয়ে পোস্টার বানিয়েছে। নাহিদ রানাকে নিয়ে শান্ত বলেছেন, ‘সে (নাহিদ রানা) খুব ভালো সম্পদ। বিশ্ব ক্রিকেটে তাকে নিয়ে কী আলাপ-আলোচনা হচ্ছে, সেটা আমরা দেখছি। সবচেয়ে ভালো দিক যে জাতীয় দলের ফিজিও এবং আবাহনীর হয়ে যারা কাজ করছেন, তাঁরা তার (নাহিদ রানা) ওয়ার্কলোডের ব্যাপারটা ভালোমতো দেখছে। আল্লাহর রহমতে সে এখন পর্যন্ত ফিট। শক্তিটা ধরে রেখেছে।’
পিএসএল ড্রাফট থেকে বাংলাদেশের আরেক ক্রিকেটার লিটনকে নিয়েছে করাচি কিংস। তবে এবারের ডিপিএলে তাঁর দল পাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল। অবশেষে বাংলাদেশের এই ৩০ বছর বয়সী ব্যাটারকে নিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব।এই ক্লাবটির পৃষ্ঠপোষক তামিম ইকবাল। গুলশান ক্রিকেট ক্লাবের জার্সিতে তিন ইনিংস খেলে লিটন করেছেন ৯৬ রান। যার মধ্যে অগ্রণী ব্যাংকের বিপক্ষে খেলেছেন ৬০ রানের ইনিংস।
বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের ক্রিকেটারদের খেলার সুযোগ মেলে না খুব একটা। টি-টোয়েন্টির সঙ্গে তাল মিলিয়ে পারফর্ম করতে না পারার ব্যাপারটা তো আছেই। এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে সচরাচর মেলে না অনাপত্তিপত্রও (এনওসি)।
ইসলামাবাদ ইউনাইটেড-লাহোর কালান্দার্স ম্যাচ দিয়ে ১১ এপ্রিল শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। ড্রাফট থেকে এই লাহোরেই ডাক পেয়েছেন রিশাদ হোসেন। রিশাদের পাশাপাশি নাহিদ রানা, লিটন দাস—সব মিলিয়ে তিন বাংলাদেশি এবারের পিএসএলে দল পেয়েছেন। সূত্রে জানা গেছে, বিসিবির কাছে এনওসির আবেদন করেছেন ক্রিকেটাররা এবং অপেক্ষায় আছেন তাঁরা। নাজমুল হোসেন শান্তর মতে বিদেশের লিগগুলোতে বাংলাদেশি ক্রিকেটারদের খেলা উচিত। মিরপুরে আজ সাংবাদিকদের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘এই ধরনের টুর্নামেন্টে খেলা উচিত বলে আমি মনে করি। অবশ্যই খেলা উচিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। কিন্তু এটা পুরোপুরি নির্ভর করছে ক্রিকেট বোর্ড, কোচ, অধিনায়ক—সবকিছুর ওপর।’
বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় বাংলাদেশের ক্রিকেটাররা নিয়মিত খেললে তাতে দেশের ক্রিকেটই উপকৃত হবে বলে মনে করেন শান্ত। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বলেন, ‘বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় যদি আমাদের ক্রিকেটাররা খেলা শুরু করে, তাহলে এক ধরনের অভিজ্ঞতা হবে এবং দায়িত্বটা তারা নেওয়া শিখবে বলে আমি মনে করি। বিদেশের ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারলে ভালো অভিজ্ঞতা হবে। এ ধরনের টুর্নামেন্টে আমাদের ক্রিকেটারদের ভবিষ্যতে খেলার সুযোগ হবে বলে আমি আশা করি।’
২০২৪-এর মার্চে বাংলাদেশের জার্সিতে পথচলা শুরু নাহিদ রানার। এক বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন। ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেশি গতির বলের পাশাপাশি বাউন্সে ব্যাটারদের ভড়কে দিতে তাঁর জুড়ি মেলা ভার। ইয়ান বিশপ, ওয়াকার ইউনিস, ওয়াসিম আকরামদের মতো ক্রিকেট বিশেষজ্ঞরাও নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ।
জাতীয় দলের মতো এবারের ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) নাহিদ রানাকে কাছ থেকে দেখার সুযোগ হচ্ছে শান্তর। ডিপিএলে শান্তর নেতৃত্বাধীন আবাহনীর হয়ে খেলছেন নাহিদ রানা। এই নাহিদ রানাকে পিএসএলে নিয়েছে পেশোয়ার জালমি। পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি তাদের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের তারকা পেসারকে নিয়ে পোস্টার বানিয়েছে। নাহিদ রানাকে নিয়ে শান্ত বলেছেন, ‘সে (নাহিদ রানা) খুব ভালো সম্পদ। বিশ্ব ক্রিকেটে তাকে নিয়ে কী আলাপ-আলোচনা হচ্ছে, সেটা আমরা দেখছি। সবচেয়ে ভালো দিক যে জাতীয় দলের ফিজিও এবং আবাহনীর হয়ে যারা কাজ করছেন, তাঁরা তার (নাহিদ রানা) ওয়ার্কলোডের ব্যাপারটা ভালোমতো দেখছে। আল্লাহর রহমতে সে এখন পর্যন্ত ফিট। শক্তিটা ধরে রেখেছে।’
পিএসএল ড্রাফট থেকে বাংলাদেশের আরেক ক্রিকেটার লিটনকে নিয়েছে করাচি কিংস। তবে এবারের ডিপিএলে তাঁর দল পাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল। অবশেষে বাংলাদেশের এই ৩০ বছর বয়সী ব্যাটারকে নিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব।এই ক্লাবটির পৃষ্ঠপোষক তামিম ইকবাল। গুলশান ক্রিকেট ক্লাবের জার্সিতে তিন ইনিংস খেলে লিটন করেছেন ৯৬ রান। যার মধ্যে অগ্রণী ব্যাংকের বিপক্ষে খেলেছেন ৬০ রানের ইনিংস।
স্বাভাবিক হতে শুরু করেছে নেপালের কাঠমান্ডুর পরিস্থিতি। এক দিনেরও বেশি সময় বন্ধের পর আজ দুপুরে খুলে দেওয়া হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। ফেরার আশায় ক্ষণ গুনছে বাংলাদেশ ফুটবল দল।
২ ঘণ্টা আগেএশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। যে চাওয়ার কথা গতকাল টুর্নামেন্ট শুরুর দিন দুবাইয়ে ‘ক্যাপ্টেন’স মিট’-এ বলেছিলেন দলের অধিনায়ক লিটন দাস। কিন্তু বাস্তবতার সঙ্গে এই চাওয়াটা কতটা সংগতিপূর্ণ তা নিয়ে প্রশ্ন আছে।
৩ ঘণ্টা আগে২০২৫ এশিয়া কাপে ভুলে যাওয়ার মতো শুরু করেছে হংকং। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গত রাতে উদ্বোধনী ম্যাচে হংকংকে ৯৪ রানে হারিয়েছে আফগানিস্তান। বড় ব্যবধানে হারের পর এখন ঘুরে দাঁড়াতে মরিয়া হংকং।
৫ ঘণ্টা আগেটি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফেবারিট হিসেবেই তারা খেলতে নামছে এবারের এশিয়া কাপে। ভারত বাদে টুর্নামেন্টে খেলছে আরও ৭ দল। কিন্তু কোনো দলকেই ভারতের সমকক্ষ হিসেবে মনে করছেন না রবিচন্দ্রন অশ্বিন। এমনকি বাংলাদেশও ভারতের সামনে দাঁড়াতে পারবে কি না, তা নিয়ে সন্দিহান তিনি।
৫ ঘণ্টা আগে