Ajker Patrika

সাকিবকে কলকাতার অধিনায়ক করতে বলছেন আকাশ! 

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১২: ৩৮
সাকিবকে কলকাতার অধিনায়ক করতে বলছেন আকাশ! 

পাঞ্জাব কিংসের কাছে হেরে শেষ চারে খেলা কিছুটা কঠিন করে তুলেছে কলকাতা নাইট রাইডার্স। আরেকবার দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ কলকাতার অধিনায়ক এউইন মরগান। কলকাতা ইনিংসের শেষ চার ওভারে দলের দ্রুত রান বাড়ানোর মুহূর্তে ২ বলে মাত্র ২ রানে আউট হয়ে যান তিনি। 

টানা ব্যর্থতার পরও মরগানের একাদশে থাকা নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে। বিদেশি কোটায় কলকাতার স্কোয়াডে আছেন সাকিব আল হাসান। আইপিএলের সংযুক্ত আরব আমিরাত অংশে এখনো একাদশে দেখা যায়নি এই বাঁহাতি অলরাউন্ডারকে। প্রশ্নটা উঠছে, অধিনায়ক না হলে মরগানের জায়গায় হয়তো সাকিবকে একাদশে দেখা যেত! আবার মরগানকে একেবারে বাদ দিয়ে সাকিবকে অধিনায়ক হিসেবে একাদশে চাইছেন কেউ কেউ! সেই দলে আছেন সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। 

চোটে পড়ে গত দুই ম্যাচ একাদশে নেই ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। স্বাভাবিকভাবে ব্যাটিং লাইনআপে জোর দিতে একজন বোলার কম খেলাতে হচ্ছে কলকাতাকে। যে সমস্যায় কাল পাঞ্জাবের বিপক্ষেও ভুগতে হয়েছে তাদের। একজন বোলার কম থাকায় শেষ ওভার বল করতে হয়েছে খণ্ডকালীন বোলার ভেঙ্কটেশ আইয়ারকে। শুধু শেষ ওভার নয়, ম্যাচে মোট ২.৩ ওভার বোলিং করে ওভারপ্রতি ১২ ইকোনমিতে ৩০ রান দিয়েছেন তিনি। 

কলকাতার এই সমস্যা কাটাতে অলরাউন্ডার সাকিব হতে পারেন সমাধান। এমনটাই মনে করেন সাবেক ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকর আকাশ। টুর্নামেন্টের বাকি অংশে সাকিবকে অধিনায়ক করে সমস্যা কাটিয়ে উঠতে পারে কলকাতা। কলকাতার এই সমস্যা সমাধানে সবার মতামত চেয়ে আকাশ লিখেছেন, ‘গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ ব্যাপার। বাকি ম্যাচগুলোর জন্য কেকেআর (কলকাতা নাইট রাইডার্স) কি সাকিবকে অধিনায়ক করতে পারে? সাকিব তার ব্যাটিংয়ের সঙ্গে কিছু ওভার বোলিং করে দিতে পারে।’ 

অধিনায়ক হিসেবে সাকিবকে একাদশে চাওয়া মানে মরগানের বিপক্ষে যাওয়া নয়। সেটার ব্যাখ্যা দিয়ে আকাশ বলেছেন, ‘আমি মরগানের বিপক্ষে কিছু বলছি না। কিন্তু ব্যাটে যদি রান না আসে, কথা বলে সমাধানের পথ বের করতেই হবে। বিশ্বের সেরা ব্যাটারের সঙ্গেও এমনটা (রানের খরা) হতে পারে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত