ক্রীড়া ডেস্ক
পাঞ্জাব কিংসের কাছে হেরে শেষ চারে খেলা কিছুটা কঠিন করে তুলেছে কলকাতা নাইট রাইডার্স। আরেকবার দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ কলকাতার অধিনায়ক এউইন মরগান। কলকাতা ইনিংসের শেষ চার ওভারে দলের দ্রুত রান বাড়ানোর মুহূর্তে ২ বলে মাত্র ২ রানে আউট হয়ে যান তিনি।
টানা ব্যর্থতার পরও মরগানের একাদশে থাকা নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে। বিদেশি কোটায় কলকাতার স্কোয়াডে আছেন সাকিব আল হাসান। আইপিএলের সংযুক্ত আরব আমিরাত অংশে এখনো একাদশে দেখা যায়নি এই বাঁহাতি অলরাউন্ডারকে। প্রশ্নটা উঠছে, অধিনায়ক না হলে মরগানের জায়গায় হয়তো সাকিবকে একাদশে দেখা যেত! আবার মরগানকে একেবারে বাদ দিয়ে সাকিবকে অধিনায়ক হিসেবে একাদশে চাইছেন কেউ কেউ! সেই দলে আছেন সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া।
চোটে পড়ে গত দুই ম্যাচ একাদশে নেই ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। স্বাভাবিকভাবে ব্যাটিং লাইনআপে জোর দিতে একজন বোলার কম খেলাতে হচ্ছে কলকাতাকে। যে সমস্যায় কাল পাঞ্জাবের বিপক্ষেও ভুগতে হয়েছে তাদের। একজন বোলার কম থাকায় শেষ ওভার বল করতে হয়েছে খণ্ডকালীন বোলার ভেঙ্কটেশ আইয়ারকে। শুধু শেষ ওভার নয়, ম্যাচে মোট ২.৩ ওভার বোলিং করে ওভারপ্রতি ১২ ইকোনমিতে ৩০ রান দিয়েছেন তিনি।
কলকাতার এই সমস্যা কাটাতে অলরাউন্ডার সাকিব হতে পারেন সমাধান। এমনটাই মনে করেন সাবেক ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকর আকাশ। টুর্নামেন্টের বাকি অংশে সাকিবকে অধিনায়ক করে সমস্যা কাটিয়ে উঠতে পারে কলকাতা। কলকাতার এই সমস্যা সমাধানে সবার মতামত চেয়ে আকাশ লিখেছেন, ‘গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ ব্যাপার। বাকি ম্যাচগুলোর জন্য কেকেআর (কলকাতা নাইট রাইডার্স) কি সাকিবকে অধিনায়ক করতে পারে? সাকিব তার ব্যাটিংয়ের সঙ্গে কিছু ওভার বোলিং করে দিতে পারে।’
অধিনায়ক হিসেবে সাকিবকে একাদশে চাওয়া মানে মরগানের বিপক্ষে যাওয়া নয়। সেটার ব্যাখ্যা দিয়ে আকাশ বলেছেন, ‘আমি মরগানের বিপক্ষে কিছু বলছি না। কিন্তু ব্যাটে যদি রান না আসে, কথা বলে সমাধানের পথ বের করতেই হবে। বিশ্বের সেরা ব্যাটারের সঙ্গেও এমনটা (রানের খরা) হতে পারে।’
পাঞ্জাব কিংসের কাছে হেরে শেষ চারে খেলা কিছুটা কঠিন করে তুলেছে কলকাতা নাইট রাইডার্স। আরেকবার দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ কলকাতার অধিনায়ক এউইন মরগান। কলকাতা ইনিংসের শেষ চার ওভারে দলের দ্রুত রান বাড়ানোর মুহূর্তে ২ বলে মাত্র ২ রানে আউট হয়ে যান তিনি।
টানা ব্যর্থতার পরও মরগানের একাদশে থাকা নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে। বিদেশি কোটায় কলকাতার স্কোয়াডে আছেন সাকিব আল হাসান। আইপিএলের সংযুক্ত আরব আমিরাত অংশে এখনো একাদশে দেখা যায়নি এই বাঁহাতি অলরাউন্ডারকে। প্রশ্নটা উঠছে, অধিনায়ক না হলে মরগানের জায়গায় হয়তো সাকিবকে একাদশে দেখা যেত! আবার মরগানকে একেবারে বাদ দিয়ে সাকিবকে অধিনায়ক হিসেবে একাদশে চাইছেন কেউ কেউ! সেই দলে আছেন সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া।
চোটে পড়ে গত দুই ম্যাচ একাদশে নেই ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। স্বাভাবিকভাবে ব্যাটিং লাইনআপে জোর দিতে একজন বোলার কম খেলাতে হচ্ছে কলকাতাকে। যে সমস্যায় কাল পাঞ্জাবের বিপক্ষেও ভুগতে হয়েছে তাদের। একজন বোলার কম থাকায় শেষ ওভার বল করতে হয়েছে খণ্ডকালীন বোলার ভেঙ্কটেশ আইয়ারকে। শুধু শেষ ওভার নয়, ম্যাচে মোট ২.৩ ওভার বোলিং করে ওভারপ্রতি ১২ ইকোনমিতে ৩০ রান দিয়েছেন তিনি।
কলকাতার এই সমস্যা কাটাতে অলরাউন্ডার সাকিব হতে পারেন সমাধান। এমনটাই মনে করেন সাবেক ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকর আকাশ। টুর্নামেন্টের বাকি অংশে সাকিবকে অধিনায়ক করে সমস্যা কাটিয়ে উঠতে পারে কলকাতা। কলকাতার এই সমস্যা সমাধানে সবার মতামত চেয়ে আকাশ লিখেছেন, ‘গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ ব্যাপার। বাকি ম্যাচগুলোর জন্য কেকেআর (কলকাতা নাইট রাইডার্স) কি সাকিবকে অধিনায়ক করতে পারে? সাকিব তার ব্যাটিংয়ের সঙ্গে কিছু ওভার বোলিং করে দিতে পারে।’
অধিনায়ক হিসেবে সাকিবকে একাদশে চাওয়া মানে মরগানের বিপক্ষে যাওয়া নয়। সেটার ব্যাখ্যা দিয়ে আকাশ বলেছেন, ‘আমি মরগানের বিপক্ষে কিছু বলছি না। কিন্তু ব্যাটে যদি রান না আসে, কথা বলে সমাধানের পথ বের করতেই হবে। বিশ্বের সেরা ব্যাটারের সঙ্গেও এমনটা (রানের খরা) হতে পারে।’
সিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
৪৪ মিনিট আগেএবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
২ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
২ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
৩ ঘণ্টা আগে