ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের একাদশে এখন প্রায় নিয়মিত মুখ রিশাদ হোসেন। কিন্তু বিপিএলে তাঁর বাস্তবতা ঠিক ভিন্ন। বেঞ্চে থাকতে হয় অনেক ম্যাচে। চলতি বিপিএলে ফরচুন বরিশালও প্রথম দুই ম্যাচে একাদশে রাখেনি এই লেগ স্পিনারকে। তবে সিলেট পর্বে দুই ম্যাচে খেলেছেন রিশাদ। প্রথম ম্যাচে উইকেট না পেলেও গতকাল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৪ ওভারে ১৫ রান দিয়ে শিকার করেছেন ৩ উইকেট।
ফরচুন বরিশাল ম্যাচ জিতেছে ৭ উইকেটে। ৪ ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট টেবিলের দুইয়ে আছে তারা। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এলেন রিশাদ। ২২ বছর বয়সী এই লেগ স্পিনার জানিয়েছেন, একাদশের বাইরে থাকতে খুব একটা অস্বস্তি লাগেনি তাঁর। দলের সমন্বয়কে দিয়েছেন গুরুত্ব, ‘আসলে বাইরে বসে তাকা বলতে... দলীয় কম্বিনেশনের কারণে বাইরে ছিলাম। আমার অতটা অস্বস্তি লাগেনি। ভেবেছি দলের জন্য যা দরকার, তা-ই হবে। প্রস্তুতি নিয়মিতই থাকে খেলার জন্য। যদি কম্বিনেশনের জন্য না খেলি, সেটা তো আমার হাতে নেই। আমি সব সময় খেলার জন্য প্রস্তুত থাকি।’
একটা সময় ২ উইকেটে ৭৬ রান সিলেটের। তারপরই ১৩ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ১২৫ রানে গুটিয়ে যায় তারা। জাহানদাদ খান ও রিশাদ দুজনই নিয়েছেন ৩টি করে উইকেট। বিপিএলের আগে রিশাদের সুযোগ ছিল বিগ ব্যাশে খেলারও। হোবার্ট হারিকেনস ড্রাফটে তাঁকে দলে নিয়েছিল। কিছু দিনের অনাপত্তিপত্রও দিয়েছিল বিসিবি। কিন্তু শেষ পর্যন্ত যাওয়া হয়নি। বদলি হিসেবে আফগান স্পিনার ওয়াকার সালামখেইলকে দলে নেয় হোবার্ট।
রিশাদ অবশ্য জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলতে না পারায় কোনো আক্ষেপ নেই তাঁর। বলেছেন, ‘আগেই বলেছি, আমি কোনো কিছু নিয়ে আক্ষেপ করি না। বর্তমানে যা আছে, সেটা নিয়েই কাজ করতে চাই। বিপিএল চলছে, বিপিএল নিয়েই ব্যস্ত আছি। বিগ ব্যাশ হয়নি, রিজিকে ছিল না। পরেরবার ইনশা আল্লাহ।’
টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের একাদশে এখন প্রায় নিয়মিত মুখ রিশাদ হোসেন। কিন্তু বিপিএলে তাঁর বাস্তবতা ঠিক ভিন্ন। বেঞ্চে থাকতে হয় অনেক ম্যাচে। চলতি বিপিএলে ফরচুন বরিশালও প্রথম দুই ম্যাচে একাদশে রাখেনি এই লেগ স্পিনারকে। তবে সিলেট পর্বে দুই ম্যাচে খেলেছেন রিশাদ। প্রথম ম্যাচে উইকেট না পেলেও গতকাল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৪ ওভারে ১৫ রান দিয়ে শিকার করেছেন ৩ উইকেট।
ফরচুন বরিশাল ম্যাচ জিতেছে ৭ উইকেটে। ৪ ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট টেবিলের দুইয়ে আছে তারা। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এলেন রিশাদ। ২২ বছর বয়সী এই লেগ স্পিনার জানিয়েছেন, একাদশের বাইরে থাকতে খুব একটা অস্বস্তি লাগেনি তাঁর। দলের সমন্বয়কে দিয়েছেন গুরুত্ব, ‘আসলে বাইরে বসে তাকা বলতে... দলীয় কম্বিনেশনের কারণে বাইরে ছিলাম। আমার অতটা অস্বস্তি লাগেনি। ভেবেছি দলের জন্য যা দরকার, তা-ই হবে। প্রস্তুতি নিয়মিতই থাকে খেলার জন্য। যদি কম্বিনেশনের জন্য না খেলি, সেটা তো আমার হাতে নেই। আমি সব সময় খেলার জন্য প্রস্তুত থাকি।’
একটা সময় ২ উইকেটে ৭৬ রান সিলেটের। তারপরই ১৩ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ১২৫ রানে গুটিয়ে যায় তারা। জাহানদাদ খান ও রিশাদ দুজনই নিয়েছেন ৩টি করে উইকেট। বিপিএলের আগে রিশাদের সুযোগ ছিল বিগ ব্যাশে খেলারও। হোবার্ট হারিকেনস ড্রাফটে তাঁকে দলে নিয়েছিল। কিছু দিনের অনাপত্তিপত্রও দিয়েছিল বিসিবি। কিন্তু শেষ পর্যন্ত যাওয়া হয়নি। বদলি হিসেবে আফগান স্পিনার ওয়াকার সালামখেইলকে দলে নেয় হোবার্ট।
রিশাদ অবশ্য জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলতে না পারায় কোনো আক্ষেপ নেই তাঁর। বলেছেন, ‘আগেই বলেছি, আমি কোনো কিছু নিয়ে আক্ষেপ করি না। বর্তমানে যা আছে, সেটা নিয়েই কাজ করতে চাই। বিপিএল চলছে, বিপিএল নিয়েই ব্যস্ত আছি। বিগ ব্যাশ হয়নি, রিজিকে ছিল না। পরেরবার ইনশা আল্লাহ।’
দুর্বার রাজশাহীর অপেশাদার কর্মকাণ্ড নিয়ে সংবাদ তো কম হয়নি। দেশি-বিদেশি সব ক্রিকেটারদের টাকা-পয়সা ঠিক সময়ে পরিশোধ না করা, দফায় দফায় চেক বাউন্সের অভিযোগ উঠেছে ফ্র্যাঞ্চাইজিটির সত্ত্বাধিকারী শফিকুর রহমানের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে হস্তক্ষেপ করতে হয়েছে দেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে।
১১ মিনিট আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) প্রায় শেষ দিকে। তবে এরই মধ্যে কদিনের ছুটি মিলে গেছে কাল পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি তাসকিন আহমেদ আর সর্বোচ্চ রান সংগ্রাহক তানজিদ হাসান তামিমের। চ্যাম্পিয়নস ট্রফির অনুশীলন ক্যাম্প শুরুর আগে দুজনই সময় দিচ্ছেন পরিবারকে।
৩৭ মিনিট আগেবিসিবি সভাপতি ফারুক আহমেদ ভুল বলেননি, এই বিপিএলে অনেক ইতিবাচক দিক আছে। কিন্তু পারিশ্রমিক আর ফিক্সিং বিতর্কে টুর্নামেন্টের ইতিবাচক দিকগুলো যেন পেছনেই পড়েছে। শেষ ভালো যার, সব ভালো তার—টুর্নামেন্ট শেষ অংশটা যদি সুন্দর, পরিচ্ছন্ন, পরিপাটি হয়, তাহলে হয়তো বিতর্কও পেছনে পড়বে। আর সেটি হতে চাই জমজমাট এক প্লে
১ ঘণ্টা আগেআগের রাতে হেরেছিল রিয়াল মাদ্রিদ। সেটাই ব্যবধান কমানোর সুযোগ এনে দেয় বার্সেলোনার জন্য। হান্সি ফ্লিকের দল অবশ্য সেটা হাতছাড়া করেনি। লা লিগায় দেপোর্তিভো আলাভেসকে আজ ১-০ গোলে হারিয়েছে তারা। দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন রবার্ট লেভানডফস্কি।
১৩ ঘণ্টা আগে