Ajker Patrika

কার্টি-পুরানের জুটি ভাঙলেন নাসুম

কার্টি-পুরানের জুটি ভাঙলেন নাসুম

দুই বছরেরও বেশি সময় পর ওয়ানডে ক্রিকেটে ফেরাটা রাঙাতে বেশি সময় লাগল না তাইজুল ইসলামের। গায়ানায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের শুরুতে ১৬ রান করতেই ওয়েস্ট ইন্ডিজ যে ৩ উইকেট হারাল তার দুটি গেছে বাংলাদেশি স্পিনারের পকেটে। এখন পর্যন্ত ৫ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৯ রান দিয়েছেন তিনি। 

দুই ওপেনার শাই হোপ ও ব্রেন্ডন কিংকে জ্বলার আগেই নিভিয়ে দেন তাইজুল। এরপর শামার ব্রুকসকে বিদায় জানান মোস্তাফিজুর রহমান। তবে শুরুর ধাক্কা সামলে সাবধানী ব্যাটিংয়ে ক্যারিবীয়দের আগলে রাখার চেষ্টা করছিলেন কিচি কার্টি ও নিকোলাস পুরান। সেই প্রতিরোধও বেশিক্ষণ টিকেনি। নাসুম আহমেদ এসে দুজনের অর্ধশতকের জুটি ভাঙেন। 

 ৩৩ রানে ফেরেন কাইল মায়ার্সের জায়গায় একাদশে সুযোগ পাওয়া কার্টি। সঙ্গীকে হারালেও ৩৩ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন অধিনায়ক পুরান। তাকে সঙ্গ দিচ্ছেন রভমেন পাওয়েল। ২৯ ওভারে ৪ উইকেট হারিয়ে উইন্ডিজের সংগ্রহ দাঁড়িয়েছে ৮৯ রান। 

প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আজ জিতলে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করবে তামিম ইকবালরা। টাইগাররা নেমেছে একাদশে এক পরিবর্তন নিয়ে। পেসার শরীফুল ইসলামের জায়গায় এসেছেন তাইজুল। তবে বেঞ্চ পরীক্ষার সুযোগ থাকলেও এই ম্যাচেও দর্শক হয়ে থাকতে হচ্ছে এনামুল হক বিজয়কে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত