দুই বছরেরও বেশি সময় পর ওয়ানডে ক্রিকেটে ফেরাটা রাঙাতে বেশি সময় লাগল না তাইজুল ইসলামের। গায়ানায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের শুরুতে ১৬ রান করতেই ওয়েস্ট ইন্ডিজ যে ৩ উইকেট হারাল তার দুটি গেছে বাংলাদেশি স্পিনারের পকেটে। এখন পর্যন্ত ৫ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৯ রান দিয়েছেন তিনি।
দুই ওপেনার শাই হোপ ও ব্রেন্ডন কিংকে জ্বলার আগেই নিভিয়ে দেন তাইজুল। এরপর শামার ব্রুকসকে বিদায় জানান মোস্তাফিজুর রহমান। তবে শুরুর ধাক্কা সামলে সাবধানী ব্যাটিংয়ে ক্যারিবীয়দের আগলে রাখার চেষ্টা করছিলেন কিচি কার্টি ও নিকোলাস পুরান। সেই প্রতিরোধও বেশিক্ষণ টিকেনি। নাসুম আহমেদ এসে দুজনের অর্ধশতকের জুটি ভাঙেন।
৩৩ রানে ফেরেন কাইল মায়ার্সের জায়গায় একাদশে সুযোগ পাওয়া কার্টি। সঙ্গীকে হারালেও ৩৩ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন অধিনায়ক পুরান। তাকে সঙ্গ দিচ্ছেন রভমেন পাওয়েল। ২৯ ওভারে ৪ উইকেট হারিয়ে উইন্ডিজের সংগ্রহ দাঁড়িয়েছে ৮৯ রান।
প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আজ জিতলে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করবে তামিম ইকবালরা। টাইগাররা নেমেছে একাদশে এক পরিবর্তন নিয়ে। পেসার শরীফুল ইসলামের জায়গায় এসেছেন তাইজুল। তবে বেঞ্চ পরীক্ষার সুযোগ থাকলেও এই ম্যাচেও দর্শক হয়ে থাকতে হচ্ছে এনামুল হক বিজয়কে।
দুই বছরেরও বেশি সময় পর ওয়ানডে ক্রিকেটে ফেরাটা রাঙাতে বেশি সময় লাগল না তাইজুল ইসলামের। গায়ানায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের শুরুতে ১৬ রান করতেই ওয়েস্ট ইন্ডিজ যে ৩ উইকেট হারাল তার দুটি গেছে বাংলাদেশি স্পিনারের পকেটে। এখন পর্যন্ত ৫ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৯ রান দিয়েছেন তিনি।
দুই ওপেনার শাই হোপ ও ব্রেন্ডন কিংকে জ্বলার আগেই নিভিয়ে দেন তাইজুল। এরপর শামার ব্রুকসকে বিদায় জানান মোস্তাফিজুর রহমান। তবে শুরুর ধাক্কা সামলে সাবধানী ব্যাটিংয়ে ক্যারিবীয়দের আগলে রাখার চেষ্টা করছিলেন কিচি কার্টি ও নিকোলাস পুরান। সেই প্রতিরোধও বেশিক্ষণ টিকেনি। নাসুম আহমেদ এসে দুজনের অর্ধশতকের জুটি ভাঙেন।
৩৩ রানে ফেরেন কাইল মায়ার্সের জায়গায় একাদশে সুযোগ পাওয়া কার্টি। সঙ্গীকে হারালেও ৩৩ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন অধিনায়ক পুরান। তাকে সঙ্গ দিচ্ছেন রভমেন পাওয়েল। ২৯ ওভারে ৪ উইকেট হারিয়ে উইন্ডিজের সংগ্রহ দাঁড়িয়েছে ৮৯ রান।
প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আজ জিতলে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করবে তামিম ইকবালরা। টাইগাররা নেমেছে একাদশে এক পরিবর্তন নিয়ে। পেসার শরীফুল ইসলামের জায়গায় এসেছেন তাইজুল। তবে বেঞ্চ পরীক্ষার সুযোগ থাকলেও এই ম্যাচেও দর্শক হয়ে থাকতে হচ্ছে এনামুল হক বিজয়কে।
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
৫ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৭ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
৭ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
৮ ঘণ্টা আগে