নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গাজীপুরের বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পটি এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আজ রোববার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পটি তার এ মন্ত্রণালয়ের ক্ষমতা নেওয়ার আগেই নেওয়া হয়েছিল। এ প্রকল্প কতটুকু বাস্তবসম্মত সেটি তা ভাবনার ঘাটতি ছিল। রাস্তা ও ড্রেনেজের অবস্থা ভালো না। বিশ্ব ব্যাংক এই প্রকল্পটি মহাখালী থেকে সদরঘাট পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিলেও তিনি সেটি নাকচ করেন। এই প্রকল্পের পরিবর্তে সড়ক নিরাপত্তা প্রোগ্রামে দ্রুত অর্থায়নের অনুরোধ করেন তিনি।
কবে নাগাদ গাজীপুরের বিআরটি প্রকল্পের কাজ সমাপ্ত হবে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদেরের বলেন, যত দ্রুত সম্ভব এটি নির্মাণকাজ শেষ হবে। নির্মাণকাজ দ্রুত করতে তাদের পক্ষ থেকে কোনো ত্রুটি নেই। এই কাজের অগ্রগতির বিষয়ে প্রতিদিনই খোঁজ খবর নেওয়া হচ্ছে। সচিব এ বিষয়ে সার্বক্ষণিক তদারকি করছেন। তিনি আশা করছেন আগামী মার্চ-এপ্রিলের মধ্যে প্রকল্পের নির্মাণকাজ সমাপ্ত হবে।
ওবায়দুল কাদের বলেন, খুব দ্রুত দেশের বিভিন্ন স্থানে নির্মাণ হওয়া ১০০টি সেতু উদ্বোধন করা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সার সংক্ষেপ পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী যখন সময় দেবেন, তখন সেতুগুলো উদ্বোধন করা হবে।
কাদের বলেন, ৫০ টির বেশি সেতু চট্টগ্রাম বিভাগে। চট্টগ্রাম, বরিশাল, ঢাকা-এ তিন বিভাগে প্রধানমন্ত্রী সংযোগ থাকবেন। অর্থাৎ এখানে উদ্বোধনের দিনে সমাবেশ করা হবে। তবে এটি প্রধানমন্ত্রী যখন সময় দেবেন তখনই হবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বছরের প্রান্তিকে বহু প্রতীক্ষিত স্বপ্নের প্রকল্প এমআরটি লাইন ৬ (মেট্রোরেল)-এর ফাস্ট ফেইজের উদ্বোধন হবে। চট্টগ্রামে নদীর তলদেশের নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেল এ বছরের শেষে খুলে দেওয়া হবে। আর অন্যান্য প্রকল্পের যে কাজ আছে, সেগুলো এগিয়ে চলেছে।
ওবায়দুল কাদের বলেন, রিজার্ভ নিয়ে চিন্তিত তারা। বর্তমানে যে পরিমাণ রিজার্ভ রয়েছে তাতে পাঁচ-ছয় মাস চালানো সম্ভব হবে। জ্বালানি আমদানির বিষয়ে ব্রুনাইয়ের সুলতানের সঙ্গে বৈঠক হয়েছে। দেশের খাদ্যের ঘাটতি নেই। সারা বিশ্বব্যাপী সংকটের বিষয়টি মাথায় রেখেই আগাম চিন্তা করে খাদ্য মজুত বাড়ানো হচ্ছে। বৈদেশিক মুদ্রা বেশি অর্জন হলেই রিজার্ভ বাড়াবে। দেশে রিজার্ভের অবস্থা পাকিস্তান, শ্রীলঙ্কার চেয়ে ভালো আছে। তাদের অবস্থা আরও অনেক খারাপ।
এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশে সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে নির্বাচন কমিশনের কোনো কাজে সরকার হস্তক্ষেপ করবে না। বিএনপি আজ তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়েছে। পৃথিবীর কোনো দেশেই তত্ত্বাবধায়ক সরকার নেই। তারা কোনো যৌক্তিকে তত্ত্বাবধায়ক সরকার চাইছে।
সেতুমন্ত্রী বলেন, ‘দেশে খাদ্যের তেমন সমস্যা নেই। অনেক দেশের তুলনায় বাংলাদেশ ভালো অবস্থানে আছে। মানুষ কষ্টে আছে, এটাও ঠিক। তবে একজন মানুষও না খেয়ে কষ্টে মারা যায়নি। এই পরিস্থিতির মধ্যেই সবাইকে চলতে হবে বলে মন্তব্য করেন মন্ত্রী।’
গাজীপুরের বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পটি এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আজ রোববার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পটি তার এ মন্ত্রণালয়ের ক্ষমতা নেওয়ার আগেই নেওয়া হয়েছিল। এ প্রকল্প কতটুকু বাস্তবসম্মত সেটি তা ভাবনার ঘাটতি ছিল। রাস্তা ও ড্রেনেজের অবস্থা ভালো না। বিশ্ব ব্যাংক এই প্রকল্পটি মহাখালী থেকে সদরঘাট পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিলেও তিনি সেটি নাকচ করেন। এই প্রকল্পের পরিবর্তে সড়ক নিরাপত্তা প্রোগ্রামে দ্রুত অর্থায়নের অনুরোধ করেন তিনি।
কবে নাগাদ গাজীপুরের বিআরটি প্রকল্পের কাজ সমাপ্ত হবে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদেরের বলেন, যত দ্রুত সম্ভব এটি নির্মাণকাজ শেষ হবে। নির্মাণকাজ দ্রুত করতে তাদের পক্ষ থেকে কোনো ত্রুটি নেই। এই কাজের অগ্রগতির বিষয়ে প্রতিদিনই খোঁজ খবর নেওয়া হচ্ছে। সচিব এ বিষয়ে সার্বক্ষণিক তদারকি করছেন। তিনি আশা করছেন আগামী মার্চ-এপ্রিলের মধ্যে প্রকল্পের নির্মাণকাজ সমাপ্ত হবে।
ওবায়দুল কাদের বলেন, খুব দ্রুত দেশের বিভিন্ন স্থানে নির্মাণ হওয়া ১০০টি সেতু উদ্বোধন করা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সার সংক্ষেপ পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী যখন সময় দেবেন, তখন সেতুগুলো উদ্বোধন করা হবে।
কাদের বলেন, ৫০ টির বেশি সেতু চট্টগ্রাম বিভাগে। চট্টগ্রাম, বরিশাল, ঢাকা-এ তিন বিভাগে প্রধানমন্ত্রী সংযোগ থাকবেন। অর্থাৎ এখানে উদ্বোধনের দিনে সমাবেশ করা হবে। তবে এটি প্রধানমন্ত্রী যখন সময় দেবেন তখনই হবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বছরের প্রান্তিকে বহু প্রতীক্ষিত স্বপ্নের প্রকল্প এমআরটি লাইন ৬ (মেট্রোরেল)-এর ফাস্ট ফেইজের উদ্বোধন হবে। চট্টগ্রামে নদীর তলদেশের নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেল এ বছরের শেষে খুলে দেওয়া হবে। আর অন্যান্য প্রকল্পের যে কাজ আছে, সেগুলো এগিয়ে চলেছে।
ওবায়দুল কাদের বলেন, রিজার্ভ নিয়ে চিন্তিত তারা। বর্তমানে যে পরিমাণ রিজার্ভ রয়েছে তাতে পাঁচ-ছয় মাস চালানো সম্ভব হবে। জ্বালানি আমদানির বিষয়ে ব্রুনাইয়ের সুলতানের সঙ্গে বৈঠক হয়েছে। দেশের খাদ্যের ঘাটতি নেই। সারা বিশ্বব্যাপী সংকটের বিষয়টি মাথায় রেখেই আগাম চিন্তা করে খাদ্য মজুত বাড়ানো হচ্ছে। বৈদেশিক মুদ্রা বেশি অর্জন হলেই রিজার্ভ বাড়াবে। দেশে রিজার্ভের অবস্থা পাকিস্তান, শ্রীলঙ্কার চেয়ে ভালো আছে। তাদের অবস্থা আরও অনেক খারাপ।
এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশে সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে নির্বাচন কমিশনের কোনো কাজে সরকার হস্তক্ষেপ করবে না। বিএনপি আজ তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়েছে। পৃথিবীর কোনো দেশেই তত্ত্বাবধায়ক সরকার নেই। তারা কোনো যৌক্তিকে তত্ত্বাবধায়ক সরকার চাইছে।
সেতুমন্ত্রী বলেন, ‘দেশে খাদ্যের তেমন সমস্যা নেই। অনেক দেশের তুলনায় বাংলাদেশ ভালো অবস্থানে আছে। মানুষ কষ্টে আছে, এটাও ঠিক। তবে একজন মানুষও না খেয়ে কষ্টে মারা যায়নি। এই পরিস্থিতির মধ্যেই সবাইকে চলতে হবে বলে মন্তব্য করেন মন্ত্রী।’
জাতীয় পার্টির (জাপা) গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি, দলের চেয়ারম্যান জি এম কাদেরসহ অন্য নেতাদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মব ভায়োলেন্স বন্ধের দাবিতে আয়োজিত সমাবেশে পুলিশের বাধার অভিযোগ তুলেছেন দলটির নেতারা। তবে রমনা থানা-পুলিশের দাবি, তারা কোনো বাধা দেয়নি, বরং
৪ ঘণ্টা আগেজুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিলের আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
৪ ঘণ্টা আগেজামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সার্জারির নেতৃত্বে থাকা ডা. জাহাঙ্গীর কবির। তিনি আরও জানিয়েছেন, আগামী তিন দিন তিনি আইসিইউতে থাকবেন। এরপর তাঁকে কেবিনে নিয়ে আসা হবে।
৪ ঘণ্টা আগেবিগত ১৫ বছর বর্তমান উপদেষ্টাদের কেউ শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে একটি কথাও বলেননি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আজ শনিবার (২ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইইবি) এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
৫ ঘণ্টা আগে