Ajker Patrika

বাংলাদেশ আফগানিস্তান নয়, হুমকিতে কাজ হবে না: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট
Thumbnail image

বাংলাদেশে ১৭০ মিলিয়ন মানুষ। পৃথিবীর মধ্যে ৩৩ তম অর্থনীতির দেশ। আফগানিস্তান ২৯ মিলিয়ন মানুষের দেশ, ওখানে উল্টাপাল্টা করতে পারে তারা। বাংলাদেশের অর্থনীতি অনেক সবল। সুতরাং কোনো হুমকি ধামকিতে কাজ হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

আজ শুক্রবার সকালে সিলেট নগরে নির্বাচনী প্রচারের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

বিদেশিদের উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা চাট্টি খানি দেশ না, ১৭০ মিলিয়ন মানুষের দেশ। পৃথিবীর মধ্যে ৩৩ তম অর্থনীতির দেশ। ছোট কোনো দেশ যেমন—আফগানিস্তান ২৯ মিলিয়ন মানুষের দেশ, ওখানে উল্টাপাল্টা করতে পারে তারা। বাংলাদেশ সেই অবস্থায় নেই। আগে এক সময় তাঁদের ওপর নির্ভরশীল ছিলাম। এখন বাংলাদেশ যথেষ্ট আত্মবিশ্বাসী, আমাদের অর্থনীতি অনেক সবল। সুতরাং কোনো হুমকি ধামকি দিয়ে কাজ হবে না। অনেকদিন ধরেই হুমকি ধামকি দিচ্ছে, কী কাজ হয়েছে? যদি কোনো ধরনের অপকর্ম করতে চায় তা ম্যানেজের সক্ষমতা বাংলাদেশের আছে।’ 

নেতা-কর্মীদের নিয়ে গণসংযোগ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি: আজকের পত্রিকা এ কে আব্দুল মোমেন বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে। অন্যদিকে বিএনপি চোরাগোপ্তা হামলা চালিয়ে দেশে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে।’ 

বিএনপির অসহযোগ আন্দোলন দুঃখজনক মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাঁরা মনে করছে নির্বাচনে এলে, তাঁরা ভোট পাবে না। বিএনপি ভুল পথে চলছে। আল্লাহ তাঁদের হেদায়েত দান করুক।’ 

সিলেট-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন নগরের উপশহর এলাকায় সকালে লিফলেট বিতরণের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেন। এরপর তেরো রতন ও গোটাটিকর শিল্প এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। 

প্রচারণার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ সেলিম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, অ্যাডভোকেট আফসর আহমদ, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর ফজলে রাব্বী চৌধুরী মাসুম, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ডা. আব্দুল ওয়াহিদ, মো. আবুর কামাল, জেলা মহিলা আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক সাজেদা পারভীন, সৈয়দা রাবেয়া ইসলাম, সুলতানা বেগম, ওয়ার্ড সভাপতি জাভেদ আহমদ, ওয়ার্ড যুবলীগের সভাপতি হোসেন আহমদ, তারেক আহমদ, সুযেব আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত