নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ও বৈঠকপরবর্তী যৌথ বিবৃতির পর দেশের রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে বিবৃতি দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।
আজ শুক্রবার (১৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের বৈঠক ও যৌথ বিবৃতিতে আগামী বছরের পবিত্র রমজানের আগেই একটি নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সেই সঙ্গে নির্বাচনের পূর্বশর্ত হিসেবে কাঙ্ক্ষিত সংস্কার ও ফ্যাসিস্ট সরকারের বিচারের প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতির ঘোষিত প্রত্যয় রাজনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে বলে মন্তব্য করেন তাঁরা।
বিবৃতিতে বলা হয়, গণমানুষের রক্তস্নাত গণ-অভ্যুত্থানের অন্যতম দাবি—গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কাঠামোগত মৌলিক সংস্কার ও গণহত্যাকারী ফ্যাসিবাদী শক্তির বিচারের বিষয় দুটির দৃশ্যমান অগ্রগতিই কেবল একটি গ্রহণযোগ্য নির্বাচনের ভিত্তি তৈরি করতে পারে।
জেএসডি মনে করে, এই উচ্চপর্যায়ের সংলাপ দেশে রাজনৈতিক সমঝোতা ও জাতীয় ঐক্যের মাধ্যমে গণ-অভ্যুত্থানের কাঙ্ক্ষিত অভিপ্রায় অনুযায়ী রাষ্ট্র সংস্কার, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর ও গণতন্ত্রের ধারাবাহিকতা প্রতিষ্ঠার পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
বিবৃতিতে আরও বলা হয়, শুধু রাজনৈতিক দল নয়, সমাজের শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবীদের মতামত, আকাঙ্ক্ষা ও অংশগ্রহণের ভিত্তিতে রাষ্ট্রের মৌলিক রাজনৈতিক সংস্কারের লক্ষ্যে জেএসডি দ্রুত ‘জাতীয় সনদ’ প্রণয়নের আহ্বান জানায়।
জেএসডি নেতারা বলেন, ‘আমরা নিঃসন্দেহে এই আলোচনা ও ঐকমত্যের সূচনাকে স্বাগত জানাই। তবে সেই সঙ্গে স্মরণ করিয়ে দিতে চাই, জনগণ শুধু কথার আশ্বাস নয়, বাস্তবে কাঙ্ক্ষিত সংস্কার ও বিচারের দৃশ্যমান অগ্রগতির পদক্ষেপ দেখতে চায়।’
ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ও বৈঠকপরবর্তী যৌথ বিবৃতির পর দেশের রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে বিবৃতি দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।
আজ শুক্রবার (১৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের বৈঠক ও যৌথ বিবৃতিতে আগামী বছরের পবিত্র রমজানের আগেই একটি নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সেই সঙ্গে নির্বাচনের পূর্বশর্ত হিসেবে কাঙ্ক্ষিত সংস্কার ও ফ্যাসিস্ট সরকারের বিচারের প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতির ঘোষিত প্রত্যয় রাজনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে বলে মন্তব্য করেন তাঁরা।
বিবৃতিতে বলা হয়, গণমানুষের রক্তস্নাত গণ-অভ্যুত্থানের অন্যতম দাবি—গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কাঠামোগত মৌলিক সংস্কার ও গণহত্যাকারী ফ্যাসিবাদী শক্তির বিচারের বিষয় দুটির দৃশ্যমান অগ্রগতিই কেবল একটি গ্রহণযোগ্য নির্বাচনের ভিত্তি তৈরি করতে পারে।
জেএসডি মনে করে, এই উচ্চপর্যায়ের সংলাপ দেশে রাজনৈতিক সমঝোতা ও জাতীয় ঐক্যের মাধ্যমে গণ-অভ্যুত্থানের কাঙ্ক্ষিত অভিপ্রায় অনুযায়ী রাষ্ট্র সংস্কার, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর ও গণতন্ত্রের ধারাবাহিকতা প্রতিষ্ঠার পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
বিবৃতিতে আরও বলা হয়, শুধু রাজনৈতিক দল নয়, সমাজের শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবীদের মতামত, আকাঙ্ক্ষা ও অংশগ্রহণের ভিত্তিতে রাষ্ট্রের মৌলিক রাজনৈতিক সংস্কারের লক্ষ্যে জেএসডি দ্রুত ‘জাতীয় সনদ’ প্রণয়নের আহ্বান জানায়।
জেএসডি নেতারা বলেন, ‘আমরা নিঃসন্দেহে এই আলোচনা ও ঐকমত্যের সূচনাকে স্বাগত জানাই। তবে সেই সঙ্গে স্মরণ করিয়ে দিতে চাই, জনগণ শুধু কথার আশ্বাস নয়, বাস্তবে কাঙ্ক্ষিত সংস্কার ও বিচারের দৃশ্যমান অগ্রগতির পদক্ষেপ দেখতে চায়।’
ছারছীনা দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
১১ ঘণ্টা আগেজুলাই সনদের খসড়ার সঙ্গে বিএনপি মোটামুটি একমত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘কিন্তু ওখানে কিছু বাক্য, শব্দ, গঠনপ্রণালি ইত্যাদি নিয়ে কারও কোনো মতামত রয়েছে কি না, সে জন্য সব রাজনৈতিক দলের কাছে দিয়েছে। আমাদের সংশোধনী থাকবে ভাষাগত ও বাক্যগত।
১৫ ঘণ্টা আগেরংপুরে হিন্দুদের বাড়িঘরে হামলায় জড়িতদের বিচারের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।’ আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলে এনসিপির আয়োজনে জুলাই পদযাত্রা উপলক্ষে সমাবেশে দেওয়া বক্তব্যে নাহিদ এসব কথা বলেন। জেলা শহরের ন
১৬ ঘণ্টা আগেগণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটই তৈরি হয়েছে ২০১৮ সালের কোটা বাতিলের রায়ের পরিপত্র বাতিলের পরিপ্রেক্ষিতে। তাই জুলাই সনদে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের ভূমিকা তুলে ধরতে হবে।
১৭ ঘণ্টা আগে