নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ব্যর্থতার দায় নিয়ে টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে দায়িত্ব ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। আজ রোববার (৪ জুলাই) এক সংবাদ বিবৃতির মাধ্যমে এ দাবি জানায় তারা।
সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক (সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী) অ্যাডভোকেট ইশরাত হাসান এই যৌথ বিবৃতি দেন।
বিবৃতিতে বলা হয়, ‘কোটা আন্দোলনকে কেন্দ্র করে মোবাইল ইন্টারনেট একটানা ১০ দিন বন্ধ করে রাখা হয় এবং তিন দিন মোবাইল ইন্টারনেটের গতি ৩০ থেকে ৫০ কেবিপিএসে কমিয়ে আনা হয়। সেই সঙ্গে একটানা ১৪ দিন বন্ধ করে রাখা হয় সামাজিক যোগাযোগমাধ্যম। এ বিষয়ে একেকবার একেক ধরনের যুক্তি উপস্থাপন করে হাস্যরসের জন্ম দিয়েছেন। এতে করে আন্তর্জাতিকভাবে ও দেশের অভ্যন্তরে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘টেলিযোগাযোগ আইসিটি খাতে ক্ষতি হয়েছে ১৮ হাজার কোটি টাকা। বিভিন্ন ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানের হিোব একত্র করলে এই ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়াবে লাখ হাজার কোটি টাকা। গত ২ আগস্ট আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে নিজের ব্যর্থতার দায় অস্বীকার করে নেন তিনি। একই সঙ্গে গুজব প্রতিরোধ অপপ্রচার বন্ধে ব্যর্থ হওয়ায় জাতির কাছে ক্ষমা চেয়েছেন চান। অথচ শপথ নেবার সময় মহামান্য রাষ্ট্রপতির কাছে ও জাতির কাছে অঙ্গীকার করেছিলেন দায়িত্বের অবহেলা করবেন না তিনি। দায় স্বীকারের মাধ্যমে শপথ ভঙ্গ করেছেন তিনি। তাই প্রধানমন্ত্রী তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগেই প্রতিমন্ত্রীর পদে থাকার নৈতিকতা হারিয়েছেন বলে আমরা মনে করি।’
বিবৃতিতে, রাগ বা অনুরাগের বশবর্তী হয়ে কোনো কাজ না করার অনুরোধ জানানো হয়। সেই সঙ্গে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দেওয়ার জন্য প্রতিমন্ত্রীকে আহ্বান করা হয়।
ব্যর্থতার দায় নিয়ে টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে দায়িত্ব ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। আজ রোববার (৪ জুলাই) এক সংবাদ বিবৃতির মাধ্যমে এ দাবি জানায় তারা।
সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক (সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী) অ্যাডভোকেট ইশরাত হাসান এই যৌথ বিবৃতি দেন।
বিবৃতিতে বলা হয়, ‘কোটা আন্দোলনকে কেন্দ্র করে মোবাইল ইন্টারনেট একটানা ১০ দিন বন্ধ করে রাখা হয় এবং তিন দিন মোবাইল ইন্টারনেটের গতি ৩০ থেকে ৫০ কেবিপিএসে কমিয়ে আনা হয়। সেই সঙ্গে একটানা ১৪ দিন বন্ধ করে রাখা হয় সামাজিক যোগাযোগমাধ্যম। এ বিষয়ে একেকবার একেক ধরনের যুক্তি উপস্থাপন করে হাস্যরসের জন্ম দিয়েছেন। এতে করে আন্তর্জাতিকভাবে ও দেশের অভ্যন্তরে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘টেলিযোগাযোগ আইসিটি খাতে ক্ষতি হয়েছে ১৮ হাজার কোটি টাকা। বিভিন্ন ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানের হিোব একত্র করলে এই ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়াবে লাখ হাজার কোটি টাকা। গত ২ আগস্ট আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে নিজের ব্যর্থতার দায় অস্বীকার করে নেন তিনি। একই সঙ্গে গুজব প্রতিরোধ অপপ্রচার বন্ধে ব্যর্থ হওয়ায় জাতির কাছে ক্ষমা চেয়েছেন চান। অথচ শপথ নেবার সময় মহামান্য রাষ্ট্রপতির কাছে ও জাতির কাছে অঙ্গীকার করেছিলেন দায়িত্বের অবহেলা করবেন না তিনি। দায় স্বীকারের মাধ্যমে শপথ ভঙ্গ করেছেন তিনি। তাই প্রধানমন্ত্রী তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগেই প্রতিমন্ত্রীর পদে থাকার নৈতিকতা হারিয়েছেন বলে আমরা মনে করি।’
বিবৃতিতে, রাগ বা অনুরাগের বশবর্তী হয়ে কোনো কাজ না করার অনুরোধ জানানো হয়। সেই সঙ্গে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দেওয়ার জন্য প্রতিমন্ত্রীকে আহ্বান করা হয়।
ওমরাহ পালনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ওমরাহ পালন শেষে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করে নভেম্বরের প্রথম সপ্তাহে তিনি দেশে ফিরবেন। রোববার (১৯ অক্টোবর) জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
১০ ঘণ্টা আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার (১৯ অক্টোবর) বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বিভাগের চার জেলার ১৯টি সংসদীয় আসনে দলের প্রায় ৮০ জন মনোনয়নপ্রত্যাশী অংশ নেন বলে জানা গেছে।
১১ ঘণ্টা আগেনির্বাচন কমিশনকে ‘গনিমতের মাল’ হিসেবে সেনাবাহিনী, বিএনপি ও জামায়াত ভাগ করে নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ রোববার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন তিনি।
১১ ঘণ্টা আগেহেনস্তার শিকার আমার দেশ পত্রিকার প্রতিবেদক জাহিদুল ইসলাম জানান, আজ সকাল থেকে চেয়ারপারসনের কার্যালয়ে অবস্থান করছিলেন তিনি। বিকেল সাড়ে ৪টার দিকে ভেতরে ঢুকে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কথা বলতে গেলে হট্টগোলের সময় কয়েকজন ব্যক্তি তাঁকে মারধর করেন।
১৩ ঘণ্টা আগে