নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির নির্বাহী কমিটির দুই সদস্য, একজন যুবদল নেতা, কয়েকজন জেলা এবং বিভাগীয় নেতাদের নিয়ে মোট ১২৫ জনের দলছুট নেতা-কর্মীরা নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ ছাড়া পুরো দলকে সহিংসতার পথ ছেড়ে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তাঁরা।
আজ বুধবার বিকেলে রাজধানীর মালিবাগের হোটেল স্কাই সিটিতে ‘স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চ’ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এমনটি জানান।
স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চের অন্যতম সংগঠক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার আহসান হাবিব বলেন, ‘বিএনপির নির্বাহী কমিটি ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতারা জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে এ মঞ্চে যোগদান করেছেন। তবে এই মঞ্চ কোনো রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করছে না। এটি স্বতন্ত্র প্রার্থীদের একটি প্ল্যাটফর্ম। এখানে ১০০-১২৫ জন সদস্য রয়েছেন। বিএনপির বাইরে বেসিকেলি তেমন কেউ নাই। বিএনপি থেকে পদত্যাগ করি নাই আমরা।’
বিএনপির নির্বাচন বর্জনের সিদ্ধান্তের বিরোধিতা করে খন্দকার আহসান হাবিব বলেন, ‘আমরা মনে করি, বিএনপির ইলেকশনে যাওয়া উচিত। এই জ্বালাও-পোড়াও, অবরোধ করে ২০১৪ সালেও নির্বাচন ঠেকানো যায় নাই। বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করতে হলে নির্বাচনের বিকল্প কিছু নাই। আর যদি নির্বাচনের বিকল্প কিছু হয়, তবে সেটা বাংলাদেশের গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক হবে।’
সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাহী কমিটির দুই সদস্য অ্যাডভোকেট খন্দকার আহসান হাবিব এবং অ্যাডভোকেট ফখরুল ইসলাম জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে বিএনপি সরকার পতনের এক দফা আন্দোলনের নামে যে ‘ধ্বংসাত্মক কর্মসূচি’ পরিচালনা করছে, তাতে দ্বিমত পোষণ করেন তাঁরা। একই সঙ্গে তাঁরা বলেছেন, গণতান্ত্রিক ধারায় নির্বাচন বর্জনের কোনো যৌক্তিকতা নেই, তাঁরা দলীয় সরকারের অধীনে নির্বাচনে যেতে চান।
এ ছাড়া সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম মিন্টু, সাবেক যুবদল নেতা স্বপন সরকার। উপস্থিত চার নেতা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিএনপি বা কোনো নতুন-পুরোনো রাজনৈতিক দল নয়; তাঁরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন। বিএনপির কেন্দ্রীয় বা শীর্ষ নেতাদের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে রাজি করাতে উদ্যোগ নিলেও তা সফল হয়নি বলে জানান এই চারজন।
বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রসঙ্গে আহসান হাবিব বলেন, ‘আমরা সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে কথা বলা ঠিক না। আদালতের বিপক্ষে অবস্থান থাকার সুযোগ নাই। অ্যাপিলিয়েট ডিভিশনে যদি কোনো রিভিউ পিটিশন ফাইল করত বিএনপি, তাহলে না হয় কথা বলা যেত।’
বাকি ১২১ জন নেতা-কর্মী কোথায়? এমন প্রশ্নের জবাবে খন্দকার আহসান হাবিব বলেন, ‘পরিস্থিতির কারণে এখনই অনেকে সামনে আসতে চাচ্ছেন না। সময় হলে সবাই আসবেন। এ ছাড়া অবরোধের কারণে অনেকেই এসে পৌঁছাতে পারেননি।’
বিএনপির নির্বাহী কমিটির দুই সদস্য, একজন যুবদল নেতা, কয়েকজন জেলা এবং বিভাগীয় নেতাদের নিয়ে মোট ১২৫ জনের দলছুট নেতা-কর্মীরা নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ ছাড়া পুরো দলকে সহিংসতার পথ ছেড়ে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তাঁরা।
আজ বুধবার বিকেলে রাজধানীর মালিবাগের হোটেল স্কাই সিটিতে ‘স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চ’ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এমনটি জানান।
স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চের অন্যতম সংগঠক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার আহসান হাবিব বলেন, ‘বিএনপির নির্বাহী কমিটি ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতারা জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে এ মঞ্চে যোগদান করেছেন। তবে এই মঞ্চ কোনো রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করছে না। এটি স্বতন্ত্র প্রার্থীদের একটি প্ল্যাটফর্ম। এখানে ১০০-১২৫ জন সদস্য রয়েছেন। বিএনপির বাইরে বেসিকেলি তেমন কেউ নাই। বিএনপি থেকে পদত্যাগ করি নাই আমরা।’
বিএনপির নির্বাচন বর্জনের সিদ্ধান্তের বিরোধিতা করে খন্দকার আহসান হাবিব বলেন, ‘আমরা মনে করি, বিএনপির ইলেকশনে যাওয়া উচিত। এই জ্বালাও-পোড়াও, অবরোধ করে ২০১৪ সালেও নির্বাচন ঠেকানো যায় নাই। বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করতে হলে নির্বাচনের বিকল্প কিছু নাই। আর যদি নির্বাচনের বিকল্প কিছু হয়, তবে সেটা বাংলাদেশের গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক হবে।’
সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাহী কমিটির দুই সদস্য অ্যাডভোকেট খন্দকার আহসান হাবিব এবং অ্যাডভোকেট ফখরুল ইসলাম জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে বিএনপি সরকার পতনের এক দফা আন্দোলনের নামে যে ‘ধ্বংসাত্মক কর্মসূচি’ পরিচালনা করছে, তাতে দ্বিমত পোষণ করেন তাঁরা। একই সঙ্গে তাঁরা বলেছেন, গণতান্ত্রিক ধারায় নির্বাচন বর্জনের কোনো যৌক্তিকতা নেই, তাঁরা দলীয় সরকারের অধীনে নির্বাচনে যেতে চান।
এ ছাড়া সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম মিন্টু, সাবেক যুবদল নেতা স্বপন সরকার। উপস্থিত চার নেতা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিএনপি বা কোনো নতুন-পুরোনো রাজনৈতিক দল নয়; তাঁরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন। বিএনপির কেন্দ্রীয় বা শীর্ষ নেতাদের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে রাজি করাতে উদ্যোগ নিলেও তা সফল হয়নি বলে জানান এই চারজন।
বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রসঙ্গে আহসান হাবিব বলেন, ‘আমরা সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে কথা বলা ঠিক না। আদালতের বিপক্ষে অবস্থান থাকার সুযোগ নাই। অ্যাপিলিয়েট ডিভিশনে যদি কোনো রিভিউ পিটিশন ফাইল করত বিএনপি, তাহলে না হয় কথা বলা যেত।’
বাকি ১২১ জন নেতা-কর্মী কোথায়? এমন প্রশ্নের জবাবে খন্দকার আহসান হাবিব বলেন, ‘পরিস্থিতির কারণে এখনই অনেকে সামনে আসতে চাচ্ছেন না। সময় হলে সবাই আসবেন। এ ছাড়া অবরোধের কারণে অনেকেই এসে পৌঁছাতে পারেননি।’
ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করলে বিএনপি স্বাগত জানানোর পাশাপাশি সহযোগিতাও করবে। কিন্তু সরকারে থেকে দল গঠন করলে দেশের মানুষ সেটা মেনে নেবে না বলেও সতর্ক করেছেন বিএনপির মহাসচিব।
৯ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থানে নারীদের ব্যাপক অংশগ্রহণ না থাকলে জুলাই অভ্যুত্থান সফল হতো না। অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্র গঠনেও নারীর অংশগ্রহণ জরুরি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
৯ ঘণ্টা আগেদাবি-দাওয়ার নামে দেশে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও স্বৈরাচারের প্রেতাত্মারা রয়ে গেছে। তারা নানান দাবি-দাওয়ার নামে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আব্বাস উদ্দিন খান সোহাগপুর মডেল কলেজ মাঠে
১১ ঘণ্টা আগেকুমিল্লায় যৌথ বাহিনীর হাতে আটক যুবদল নেতা মো. তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্র জোটের নেতা-কর্মীরা। জোটের নেতারা বলেছেন, সরকার গত সেপ্টেম্বর মাস থেকে এ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ১৪ জন নাগরিককে বিচার বহির্ভূতভাবে হত্যা করে গণ-অভ্যুত্থানের
১১ ঘণ্টা আগে