Ajker Patrika

ধান্দাবাজ ও প্রতারকেরা হঠাৎ করে নেতা হতে চায়: হানিফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ধান্দাবাজ ও প্রতারকেরা হঠাৎ করে নেতা হতে চায়: হানিফ

টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকায় আওয়ামী লীগের নাম ব্যবহার করে ধান্দাবাজ ও প্রতারকেরা নানান সুবিধা আদায়ে সচেষ্ট রয়েছে। তাঁরা নামের আগে ‘লীগ’, ‘বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা’র নাম দিয়ে নানান ভুঁইফোড় সংগঠন করে রাজনৈতিক দোকান খুলে অবৈধ সুবিধা নিচ্ছে। তাদের বিষয়ে দলের সকল স্তরের নেতা কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। 

বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন আওয়ামী লীগের নেতারা।

দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, দল ক্ষমতায় থাকার কারণে অনেকে নেতা হতে উদগ্রীব হয়ে আছেন। কিন্তু তাদের আদর্শ নেই। আওয়ামী লীগ করতে হলে আদর্শ ধারণ করতে হবে। পদ-পদবি না পেয়ে নামের আগে পরে যারা লীগ ও বঙ্গবন্ধু'র নাম দিচ্ছে, এরা আদর্শিক কর্মী হতে পারে না। আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী আছে সবাই তো পদ ধারী না। আজকে যারা হঠাৎ করে নেতা হতে চায়, তারা ধান্দাবাজ ও প্রতারক। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

হানিফ বলেন, আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে গেছি। কিন্তু নৈতিকভাবে আমরা পিছিয়ে গেছি। অভিযানের মধ্য দিয়ে সমাজ থেকে এই অনৈতিকতা দূর করতে চাই। অভিযান শুরু হয়েছে, চলতে থাকবে।

সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, যারা আওয়ামী লীগের নামে ভুয়া সংগঠন করে কার্ড ছাপিয়ে চাঁদাবাজি করছে, তাদের দল থেকে বিতাড়িত করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আমদেরও ভূমিকা রাখতে হবে। এসব সংগঠন করে আওয়ামী লীগের গায়ে কালিমা লেপন করা যাবে না। নেত্রী বিষয়টি কঠোর হস্তে দমন করছেন।

শেখ কামালের স্মৃতিচারণ করে কৃষিমন্ত্রী বলেন, অনেক রাজনীতিবিদের ছেলেদের পদস্খলন হয়। কিন্তু শেখ কামাল-এর মধ্যে আমরা উদ্যম দেখেছি। তিনি বেঁচে থাকলে দেশ পরিচালনায় অনন্য ভূমিকা রাখতেন। বঙ্গবন্ধু এবং শেখ কামাল বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নত রাষ্ট্রের তালিকায় থাকত।

দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত