Ajker Patrika

রাখের উপবাস

আপনজনের মঙ্গল কামনায় সনাতন ধর্মাবলম্বীরা কার্তিক মাসের শেষার্ধের প্রতি শনি ও মঙ্গলবার উপবাস পালন করে থাকেন। নারায়ণগঞ্জের বারদী লোকনাথ আশ্রমে সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন শেষে তাঁরা এই উপবাস ভঙ্গ করেন।

প্রতিবছর কার্তিক মাসের শেষ ১৫ দিনের প্রতি শনি ও মঙ্গলবার সনাতন ধর্মাবলম্বীরা এই ‘রাখের উপবাস’ উৎসব উদ্‌যাপন করে থাকেন। এই উৎসব ‘কার্তিক ব্রত’, ‘গোঁসাইর উপবাস’ কিংবা ‘ঘৃত প্রদীপ প্রজ্বালন’ নামেও পরিচিত। এই উৎসবকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের বারদীতে লোকনাথ ব্রহ্মচারীর মন্দির বিশেষ রূপ ধারণ করে।

দেশের দূরদূরান্ত থেকে ভক্তরা এই মন্দিরে সমবেত হন। ভক্তদের বিশ্বাস, বিভিন্ন প্রাণঘাতী রোগ থেকে বাঁচতে কার্তিক মাসে উপবাস পালন করে আশ্রম প্রাঙ্গণে প্রদীপ ও ধূপ জ্বালাতে বলেছিলেন বাবা লোকনাথ। তখন থেকে প্রতিবছর সনাতন ধর্মাবলম্বীরা এই উৎসব উদ্‌যাপন করে আসছেন।

আশ্রমে ব্রত উদ্‌যাপনে আসা ভক্তদের সঙ্গে কথা বলে জানা যায়, এই ব্রতের আগের দিন সংযম করতে হয়। তারপর উপবাস থেকে সন্ধ্যার আগে তাঁরা ধূপ-প্রদীপ ইত্যাদি নিয়ে আরাধনায় বসে যান।

আরাধনায় বসে প্রদীপ জ্বালানোর পর কথা বলা বারণ। সংযম, মনোব্রতের মাধ্যমে একাগ্রচিত্তে লোকনাথকে ডাকতে হয়। প্রদীপের আলো নিভে গেলে মন্দির থেকে চাল-কলা প্রসাদ পুণ্যার্থীদের মাঝে বিতরণ করা হয়।

দুপুরের পর থেকে ভক্তদের আগমন ঘটে বারদী লোকনাথ আশ্রমে। ছবি: হাসান রাজা
দুপুরের পর থেকে ভক্তদের আগমন ঘটে বারদী লোকনাথ আশ্রমে। ছবি: হাসান রাজা
সন্ধ্যায় প্রদীপের আলোতে আলোকিত হয়ে যায় লোকনাথ আশ্রম।  ছবি: হাসান রাজা
সন্ধ্যায় প্রদীপের আলোতে আলোকিত হয়ে যায় লোকনাথ আশ্রম। ছবি: হাসান রাজা
এর মাঝে চলে ধর্মগ্রন্থ পাঠ। ছবি: হাসান রাজা
এর মাঝে চলে ধর্মগ্রন্থ পাঠ। ছবি: হাসান রাজা
প্রদীপ প্রজ্বালনসহ নানা আয়োজন। ছবি: হাসান রাজা
প্রদীপ প্রজ্বালনসহ নানা আয়োজন। ছবি: হাসান রাজা
বড়দের সঙ্গে ছোটরাও অংশ নেয় উপাসনায়। ছবি: হাসান রাজা
বড়দের সঙ্গে ছোটরাও অংশ নেয় উপাসনায়। ছবি: হাসান রাজা
রোগ মুক্তিসহ বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে পূজায় অংশ নেন ভক্তরা। ছবি: হাসান রাজা
রোগ মুক্তিসহ বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে পূজায় অংশ নেন ভক্তরা। ছবি: হাসান রাজা
পরিবারের রোগমুক্তি থাকে অনেকের চাওয়া। ছবি: হাসান রাজা
পরিবারের রোগমুক্তি থাকে অনেকের চাওয়া। ছবি: হাসান রাজা
প্রার্থনায় নারী-পুরুষ একসঙ্গে অংশ নেয়। ছবি: হাসান রাজা
প্রার্থনায় নারী-পুরুষ একসঙ্গে অংশ নেয়। ছবি: হাসান রাজা
ঘি দিয়ে প্রদীপ জ্বেলে ধূপ আগরবাতিতে চলে প্রার্থনা। ছবি: হাসান রাজা
ঘি দিয়ে প্রদীপ জ্বেলে ধূপ আগরবাতিতে চলে প্রার্থনা। ছবি: হাসান রাজা
সব বয়সী নারী-পুরুষের অংশগ্রহণে পূর্ণ ওঠে আশ্রম। ছবি: হাসান রাজা
সব বয়সী নারী-পুরুষের অংশগ্রহণে পূর্ণ ওঠে আশ্রম। ছবি: হাসান রাজা
আনন্দের সঙ্গে এই প্রার্থনা করেন লোকনাথের ভক্তরা। ছবি: হাসান রাজা
আনন্দের সঙ্গে এই প্রার্থনা করেন লোকনাথের ভক্তরা। ছবি: হাসান রাজা
সকল বয়সী নারী-পুরুষের অংশগ্রহণ থাকে এই পূজায়।  ছবি: হাসান রাজা
সকল বয়সী নারী-পুরুষের অংশগ্রহণ থাকে এই পূজায়। ছবি: হাসান রাজা
সারিবদ্ধ হয়ে বসে চলে প্রার্থনা। ছবি: হাসান রাজা
সারিবদ্ধ হয়ে বসে চলে প্রার্থনা। ছবি: হাসান রাজা
প্রার্থনায় মগ্ন ভক্তরা। ছবি: হাসান রাজা
প্রার্থনায় মগ্ন ভক্তরা। ছবি: হাসান রাজা
পুরো প্রক্রিয়া শেষে সবাই উপোস ভাঙে। ছবি: হাসান রাজা
পুরো প্রক্রিয়া শেষে সবাই উপোস ভাঙে। ছবি: হাসান রাজা
বিশ্ব মানবতার শান্তি কামনা করে ওড়ানো হয় পায়রা। ছবি: হাসান রাজা
বিশ্ব মানবতার শান্তি কামনা করে ওড়ানো হয় পায়রা। ছবি: হাসান রাজা
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...