Ajker Patrika

সারা দেশে গ্রেপ্তার ১১৪০, ‘ডেভিল’ ৩৮৯ জন

অনলাইন ডেস্ক
সারা দেশে গ্রেপ্তার ১১৪০, ‘ডেভিল’ ৩৮৯ জন

ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৪০ জনকে গ্রেপ্তার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর মধ্যে ‘অপারেশন ডেভিল হান্টে’ ৩৮৯ জন গ্রেপ্তার হয়েছেন।

আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

ইনামুল হক সাগর জানান, শনিবার বিকেল থেকে রোববার বিকেল পর্যন্ত ১ হাজার ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ডেভিল হান্ট অপারেশনে ৩৮৯ জন এবং অন্যান্য মামলা ও পরোয়ানাভুক্ত ৭৫২ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে যৌথবাহিনীর সমন্বয়ে দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়। গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরের ছাত্র-জনতা হামলার শিকার হয়। হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।

ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত