কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আগামী বছরের মার্চ-এপ্রিলের মধ্যে বাংলাদেশে আগের ও নতুন মিলিয়ে ২৪ কোটি ডোজ টিকা নিশ্চিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। আজ বুধবার রাজধানীর একটি হোটেলে ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই) আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাংলাদেশে এখন পর্যন্ত বিভিন্ন উৎস থেকে কোভিড টিকার সরবরাহ এসেছে। প্রতিনিয়ত বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহের চেষ্টাও চলছে। এর গতি নিয়ে প্রশ্ন থাকলেও টিকার প্রাপ্তি নিয়ে এখন সংশয় অনেকটাই কেটে গেছে। নতুন করে ১২ বছর ও তদূর্ধ্ব বয়সীদের টিকার আওতায় আনার কথা ভাবা হচ্ছে বলে সরকারের তরফে জানানো হয়েছে।
গত ৩১ আগস্ট পর্যন্ত বিভিন্ন উৎস থেকে দেশে ৩ কোটি ৪৫ লাখ ৩১ হাজার ৬০৭ ডোজ টিকা এসেছে। এ সংখ্যাই আগামী মার্চ-এপ্রিল নাগাদ ২৪ কোটিতে উন্নীত করা হবে বলে বুধবার জানান পররাষ্ট্রমন্ত্রী।
এ বিষয়ে বুধবার পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোভ্যাক্সের আওতায় এ টিকা আসবে। স্বাস্থ্য মন্ত্রণালয় যখন বলবে, তখন তারা পাঠাবে। বাংলাদেশের দরকার (মোট) ২৬ কোটি ডোজ টিকা। তবে যেহেতু আমরা দেশীয়ভাবে উৎপাদন করব, তাই ২৪ কোটিতেই খুশি।
এ কে আবদুল মোমেন বলেন, সিনোফার্ম কোভেক্সের কাছে টিকা বেচবে। তার থেকে আমরা পাচ্ছি। জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে আলাপ হয়েছে। এ সময়ে রাশিয়ার সঙ্গে টিকা নিয়ে কোনো অগ্রগতি হয়নি বলেও জানান তিনি।
ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাজ্য বাংলাদেশকে লাল তালিকায় রাখা নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্যের নাগরিক আমাদের দেশে বর্তমানে রয়েছে। তারা যেতে পারছেন না। যুক্তরাজ্য নিজ নাগরিকদের সেবা দিচ্ছে না। মন্ত্রী বলেন, ব্রিটিশরা বলে আমাদের ভ্যাকসিন কম। অথচ ১৩৫টি দেশ ভ্যাকসিনে আমাদের ধারেকাছেও নেই। টিকার কথা বলে বাংলাদেশকে লাল তালিকায় রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, এক ডোজও টিকা নেয়নি এমন নাগরিকদেরও তারা আশ্রয় দিচ্ছে।
আগামী বছরের মার্চ-এপ্রিলের মধ্যে বাংলাদেশে আগের ও নতুন মিলিয়ে ২৪ কোটি ডোজ টিকা নিশ্চিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। আজ বুধবার রাজধানীর একটি হোটেলে ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই) আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাংলাদেশে এখন পর্যন্ত বিভিন্ন উৎস থেকে কোভিড টিকার সরবরাহ এসেছে। প্রতিনিয়ত বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহের চেষ্টাও চলছে। এর গতি নিয়ে প্রশ্ন থাকলেও টিকার প্রাপ্তি নিয়ে এখন সংশয় অনেকটাই কেটে গেছে। নতুন করে ১২ বছর ও তদূর্ধ্ব বয়সীদের টিকার আওতায় আনার কথা ভাবা হচ্ছে বলে সরকারের তরফে জানানো হয়েছে।
গত ৩১ আগস্ট পর্যন্ত বিভিন্ন উৎস থেকে দেশে ৩ কোটি ৪৫ লাখ ৩১ হাজার ৬০৭ ডোজ টিকা এসেছে। এ সংখ্যাই আগামী মার্চ-এপ্রিল নাগাদ ২৪ কোটিতে উন্নীত করা হবে বলে বুধবার জানান পররাষ্ট্রমন্ত্রী।
এ বিষয়ে বুধবার পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোভ্যাক্সের আওতায় এ টিকা আসবে। স্বাস্থ্য মন্ত্রণালয় যখন বলবে, তখন তারা পাঠাবে। বাংলাদেশের দরকার (মোট) ২৬ কোটি ডোজ টিকা। তবে যেহেতু আমরা দেশীয়ভাবে উৎপাদন করব, তাই ২৪ কোটিতেই খুশি।
এ কে আবদুল মোমেন বলেন, সিনোফার্ম কোভেক্সের কাছে টিকা বেচবে। তার থেকে আমরা পাচ্ছি। জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে আলাপ হয়েছে। এ সময়ে রাশিয়ার সঙ্গে টিকা নিয়ে কোনো অগ্রগতি হয়নি বলেও জানান তিনি।
ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাজ্য বাংলাদেশকে লাল তালিকায় রাখা নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্যের নাগরিক আমাদের দেশে বর্তমানে রয়েছে। তারা যেতে পারছেন না। যুক্তরাজ্য নিজ নাগরিকদের সেবা দিচ্ছে না। মন্ত্রী বলেন, ব্রিটিশরা বলে আমাদের ভ্যাকসিন কম। অথচ ১৩৫টি দেশ ভ্যাকসিনে আমাদের ধারেকাছেও নেই। টিকার কথা বলে বাংলাদেশকে লাল তালিকায় রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, এক ডোজও টিকা নেয়নি এমন নাগরিকদেরও তারা আশ্রয় দিচ্ছে।
হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কেজিপ্রতি ১ টাকা বাড়িয়েছে হিমাগারের মালিকদের সংগঠন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। এ বছর কেজিতে ভাড়া পড়বে ৮ টাকা। এ সিদ্ধান্ত জানিয়ে অ্যাসোসিয়েশন চিঠি পাঠিয়েছে সব হিমাগারে। এ ছাড়া সরকারি নিয়ম অনুযায়ী প্রতি বস্তায় ৫০ কেজির বেশি আলু না রাখার নির্দেশনা দিয়ে...
৩০ মিনিট আগেএকটি স্টলে বই দেখছিলেন চার তরুণ। একজনের হাতে হুমায়ূন আহমেদের বই। একজন জাপানি কোনো বই আছে কি না খুঁজছেন। তাঁদের আরেক বন্ধু চাইলেন কোরিয়ান সাহিত্যের বই। এই তরুণদের সঙ্গে আলাপে জানা গেল, কোরিয়ান চলচ্চিত্র, টিভি সিরিজ দেখে কোরীয় বইয়ের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন তাঁরা।
১ ঘণ্টা আগেকৃষি খাতে গবেষণা বাড়ানোর তাগিদ জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কৃষি খাতে বাস্তবমুখী ও প্রায়োগিক গবেষণা বাড়াতে হবে।
১ ঘণ্টা আগেপৌনে তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সাবেক পরিচালক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন করেছে দুদক। তিনি বর্তমানে বিভাগীয় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সিলেটের পরিচালক পদে কর্মরত আছেন।
২ ঘণ্টা আগে