কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
প্রতিবেশী ভারতের লোকসভা নির্বাচনের ফলাফলের গতিপ্রকৃতির ওপর নজর রাখছে বাংলাদেশ সরকার ও এখানকার রাজনৈতিক দলগুলোর অনেকে।
বাংলাদেশের একজন ঊর্ধ্বতন কূটনীতিক আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে জানান, ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও, দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাই, গুয়াহাটি ও আগরতলায় অবস্থিত বাংলাদেশ মিশনগুলো থেকে ভারতের কেন্দ্র ও প্রদেশগুলোর নির্বাচনের ফল ও প্রবণতার ওপর নজর রাখছে।
লোকসভার ভোটে জিতে যে দল বা জোটই জিতুক আর কেন্দ্রে যিনিই প্রধানমন্ত্রী হোন, চলতি জুনের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়ে রেখেছে ভারত সরকার। এমন অবস্থায় নরেন্দ্র মোদিই কি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে বসবেন, নাকি দেশটির সরকারে পালাবদলের সম্ভাবনা আছে, সেদিকে নজর রাখতে হচ্ছে বাংলাদেশ সরকারকে।
ভারতের কেন্দ্রে ও দেশটির বিভিন্ন প্রদেশের ভোটে কোন দল কেমন ফল পায়, তা বাংলাদেশের সঙ্গে বিভিন্ন বিষয়ে দেশটির সম্পর্কে প্রভাব পড়ে। কূটনীতিকেরা এমনটাই মনে করেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ আজ মঙ্গলবার আজকের পত্রিকা’কে বলেন, “ভারত আমাদের প্রতিবেশী দেশ। তাঁদের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। সেই দেশের জনগণ উৎসবমুখর পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছে। জনগণের ভোটে যারাই বিজয়ী হবেন, তাঁদের আমরা স্বাগত জানাব।’
বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন আজকের পত্রিকাকে বলেন, ভোটে নেতিবাচক প্রবণতা আঁচ করতে পেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের ওপর দেবত্ব আরোপসহ আগ্রাসী প্রচারের পথ বেছে নিয়েছেন। বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলে এটা স্পষ্ট হয়ে যাবে দেশটির প্রগতিশীল ও শিক্ষিত ভোটারেরা তাঁর প্রচারে প্রভাবিত হয়নি। আর তা আগামী নির্বাচনে দলটির ভরাডুবির ইঙ্গিত বয়ে নিয়ে আসতে পারে।
রিপন বলেন, এবার কেন্দ্রে কংগ্রেসের নেতৃত্বে শক্তিশালী বিরোধী দল থাকা বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তি বয়ে নিয়ে আসতে পারে। এর বাইরে পশ্চিমবঙ্গে তৃণমূলের বিজয়ের কারণে আগামী মেয়াদে মোদির সরকারের জন্য নাগরিকত্ব সংশোধন আইন কার্যকর করা কঠিন হয়ে যাবে।
আরও খবর পড়ুন:
প্রতিবেশী ভারতের লোকসভা নির্বাচনের ফলাফলের গতিপ্রকৃতির ওপর নজর রাখছে বাংলাদেশ সরকার ও এখানকার রাজনৈতিক দলগুলোর অনেকে।
বাংলাদেশের একজন ঊর্ধ্বতন কূটনীতিক আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে জানান, ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও, দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাই, গুয়াহাটি ও আগরতলায় অবস্থিত বাংলাদেশ মিশনগুলো থেকে ভারতের কেন্দ্র ও প্রদেশগুলোর নির্বাচনের ফল ও প্রবণতার ওপর নজর রাখছে।
লোকসভার ভোটে জিতে যে দল বা জোটই জিতুক আর কেন্দ্রে যিনিই প্রধানমন্ত্রী হোন, চলতি জুনের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়ে রেখেছে ভারত সরকার। এমন অবস্থায় নরেন্দ্র মোদিই কি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে বসবেন, নাকি দেশটির সরকারে পালাবদলের সম্ভাবনা আছে, সেদিকে নজর রাখতে হচ্ছে বাংলাদেশ সরকারকে।
ভারতের কেন্দ্রে ও দেশটির বিভিন্ন প্রদেশের ভোটে কোন দল কেমন ফল পায়, তা বাংলাদেশের সঙ্গে বিভিন্ন বিষয়ে দেশটির সম্পর্কে প্রভাব পড়ে। কূটনীতিকেরা এমনটাই মনে করেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ আজ মঙ্গলবার আজকের পত্রিকা’কে বলেন, “ভারত আমাদের প্রতিবেশী দেশ। তাঁদের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। সেই দেশের জনগণ উৎসবমুখর পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছে। জনগণের ভোটে যারাই বিজয়ী হবেন, তাঁদের আমরা স্বাগত জানাব।’
বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন আজকের পত্রিকাকে বলেন, ভোটে নেতিবাচক প্রবণতা আঁচ করতে পেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের ওপর দেবত্ব আরোপসহ আগ্রাসী প্রচারের পথ বেছে নিয়েছেন। বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলে এটা স্পষ্ট হয়ে যাবে দেশটির প্রগতিশীল ও শিক্ষিত ভোটারেরা তাঁর প্রচারে প্রভাবিত হয়নি। আর তা আগামী নির্বাচনে দলটির ভরাডুবির ইঙ্গিত বয়ে নিয়ে আসতে পারে।
রিপন বলেন, এবার কেন্দ্রে কংগ্রেসের নেতৃত্বে শক্তিশালী বিরোধী দল থাকা বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তি বয়ে নিয়ে আসতে পারে। এর বাইরে পশ্চিমবঙ্গে তৃণমূলের বিজয়ের কারণে আগামী মেয়াদে মোদির সরকারের জন্য নাগরিকত্ব সংশোধন আইন কার্যকর করা কঠিন হয়ে যাবে।
আরও খবর পড়ুন:
কৃষি খাতে রাষ্ট্রীয় ভর্তুকি বিতরণে স্বচ্ছতার জন্য কৃষকদের স্মার্ট কার্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) ইতিমধ্যে পার্টনার প্রকল্পের আওতায় ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা, ২০২৫’-এর খসড়া তৈরি করেছে। গত ৩০ জানুয়ারি ছিল এ বিষয়ে অংশীজনদের মতামত জানানোর শেষ দিন।
৪ ঘণ্টা আগেহাবিব হোটেল ইন্টারন্যাশনাল ও মরিয়ম কনস্ট্রাকশনের নামে তিন ব্যাংক থেকে ঋণ নিয়েছেন আলম আহমেদ। সেই টাকায় রাজধানীর তেজগাঁওয়ে গড়ে তুলেছেন তারকা হোটেল ‘হলিডে ইন’। বছরের পর বছর হোটেল ব্যবসাও করছে, কিন্তু ব্যাংকের ঋণের টাকা পরিশোধ করেননি। তিন ব্যাংকের প্রায় দেড় হাজার কোটি টাকা পরিশোধ না করে পাড়ি...
৪ ঘণ্টা আগেগতকাল শুক্রবার ছিল ছুটির দিন। তাই রাজধানীর বাংলাবাজারের সৃজনশীল প্রকাশনীগুলো বন্ধ থাকার কথা। কিন্তু পরদিন থেকে বইমেলার শুরু; এ কারণে প্রকাশকদের ব্যস্ততার শেষ নেই। পিকআপ ও ভ্যানে ওঠানো হচ্ছে নতুন বই। ছাপা, বাঁধাইয়ের কর্মী, শ্রমিক সবাই ব্যস্ত প্রথম দিনে নতুন বই পাঠকের সামনে তুলে ধরার কাজে। গতকাল রাতভ
১০ ঘণ্টা আগেজ্বালানি তেলের দাম লিটারে এক টাকা বেড়েছে। ১ ফেব্রুয়ারি থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ১ টাকা বেড়ে ১০৫ টাকা, কেরোসিন ১০৪ টাকা থেকে ১০৫ টাকা এবং অকটেন ১২৬ টাকা ও পেট্রল ১২২ টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে...
১৬ ঘণ্টা আগে