নিজস্ব প্রতিবেদক, সিলেট
‘ড. মুহাম্মদ ইউনূস জাতির সম্পদ, তিনি নোবেল বিজয়ী। তবে তিনি অপরাধমূলক কাজ করেছেন। প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিচার হয়েছে।’ এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরের ধোপাদিঘিরপাড়ে নিজ প্রধান নির্বাচনী কার্যালয়ে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি। সভা শেষে ড. ইউনূস প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে জবাব দেন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস আমাদের জাতির সম্পদ, তিনি একজন নোবেল বিজয়ী। আমরা তাঁকে অত্যন্ত সম্মান করি। কিন্তু পৃথিবীতে বহু নোবেলজয়ী আছেন, যারা অন্যায় করেছেন, ক্রিমিনাল কাজ করেছেন, তাঁদের শাস্তিও হয়েছে। এই ক্ষেত্রে দেখা যায়, যে আমাদের নোবেল জয়ী, তিনি ক্রিমিনাল কাজ করেছেন। আমি যেটা জানি, উনি ওনার শ্রমিকদের পয়সা দেন নাই। ওদের তিনি ঠকাইছেন। সেই জন্য তাঁর বিরুদ্ধে জাজমেন্ট হয়েছে। এটা কোর্টের ব্যাপার।’
ড. ইউনূসের বিরুদ্ধে কারাদণ্ডের রায় বহির্বিশ্বের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে কি না—এ প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটার জন্য অন্য কোনো ধরনের কিছু হবে বলে আমি মনে করি না। এটা একটা প্রচলিত আইনের প্রসেস। উনি সুযোগ পেয়েছেন আইনি লড়াই করার। তারপর এভিডেন্সের ভিত্তিতে তাঁরা জাজমেন্টটা দিয়েছেন। এতে আমার মনে হয় না কারণ, প্রত্যেক দেশ আইনকে সম্মান দেয়। এর ফলে কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না।’
সম্প্রতি নির্বাচন নিয়ে বিবিসির প্রতিবেদন নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে কি না, এ প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘না। বিবিসি তো এ ধরনের বিভিন্নরকম প্রতিবেদন দেয়। প্রায়ই তারা দেয়। এক সময় তারা বলল, বাংলাদেশে কোভিডের কারণে ৫ থেকে ১০ কোটি লোক মারা যাবে; এত লোক মারা যায়নি। ওরা একটা বলার জন্য দেয়, এটা মিডিয়া। মিডিয়া তো অনেক সময় ঝকমারি কিছু বলেন। যাতে অ্যাট্রাকশন হয়। বাংলাদেশের এই নির্বাচনটাও নিয়ে অনেকে আলোচিত হচ্ছেন। তারা একটা ঝকমারি কিছু দিয়েছে। আমার মনে হয় না কোনো রিপোর্টিংয়ের ভিত্তিতে কোনো সরকার কোনো সিদ্ধান্ত নেয়।’
তিনি বলেন, ‘বিভিন্ন দেশে শত শত পত্রিকা বের হয়। সব দেশেই সরকার একটা বিচার বিশ্লেষণ করে, তাদের নিজেদের দেশের স্বার্থ চিন্তা করে; ভবিষ্যৎ সম্পর্কিত চিন্তা করে আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেয়। সব দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক। কোনো দেশের সঙ্গেই আমাদের শত্রুতা নেই। সুতরাং এই ক্ষেত্রে একটা, দুইটা রিপোর্ট নিয়ে আমরা আতঙ্কিত না।’
আব্দুল মোমেন বলেন, ‘আমাদের লক্ষ্য হলো একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। এটা করতে পারলেই আমরা সফল। দেশবাসী যদি নির্বাচনকে গ্রহণযোগ্য মনে করে তবেই আমরা সফল। অন্য কে কী মনে করল না করল, সেটা সেকেন্ডারি বিষয়। দেশবাসী কী মনে করে সেটাই ইম্পর্ট্যান্ট।’
প্রবাসীদের নিয়ে এ সভার আয়োজন করে ড. মোমেন ইন্টারন্যাশনাল ফ্যান ক্লাব। সভায় প্রবাসী ব্যক্তিত্ব সেলিম মুবদার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন—আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, বিশিষ্ট ব্যবসায়ী দৈনিক একাত্তরের কথার প্রকাশক নজরুল ইসলাম বাবুল, ফ্যাশন হাউস ‘মাহা’র স্বত্বাধিকারী মাহি উদ্দিন সেলিম, ফারুক আহমদ চৌধুরী, ফকরুল চৌধুরী, কল্লোল আহমদ, কাজী কায়েস, সাজেদুর রহমান, ইফজাল চৌধুরী, আহমেদুল কবীর প্রমুখ।
‘ড. মুহাম্মদ ইউনূস জাতির সম্পদ, তিনি নোবেল বিজয়ী। তবে তিনি অপরাধমূলক কাজ করেছেন। প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিচার হয়েছে।’ এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরের ধোপাদিঘিরপাড়ে নিজ প্রধান নির্বাচনী কার্যালয়ে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি। সভা শেষে ড. ইউনূস প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে জবাব দেন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস আমাদের জাতির সম্পদ, তিনি একজন নোবেল বিজয়ী। আমরা তাঁকে অত্যন্ত সম্মান করি। কিন্তু পৃথিবীতে বহু নোবেলজয়ী আছেন, যারা অন্যায় করেছেন, ক্রিমিনাল কাজ করেছেন, তাঁদের শাস্তিও হয়েছে। এই ক্ষেত্রে দেখা যায়, যে আমাদের নোবেল জয়ী, তিনি ক্রিমিনাল কাজ করেছেন। আমি যেটা জানি, উনি ওনার শ্রমিকদের পয়সা দেন নাই। ওদের তিনি ঠকাইছেন। সেই জন্য তাঁর বিরুদ্ধে জাজমেন্ট হয়েছে। এটা কোর্টের ব্যাপার।’
ড. ইউনূসের বিরুদ্ধে কারাদণ্ডের রায় বহির্বিশ্বের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে কি না—এ প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটার জন্য অন্য কোনো ধরনের কিছু হবে বলে আমি মনে করি না। এটা একটা প্রচলিত আইনের প্রসেস। উনি সুযোগ পেয়েছেন আইনি লড়াই করার। তারপর এভিডেন্সের ভিত্তিতে তাঁরা জাজমেন্টটা দিয়েছেন। এতে আমার মনে হয় না কারণ, প্রত্যেক দেশ আইনকে সম্মান দেয়। এর ফলে কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না।’
সম্প্রতি নির্বাচন নিয়ে বিবিসির প্রতিবেদন নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে কি না, এ প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘না। বিবিসি তো এ ধরনের বিভিন্নরকম প্রতিবেদন দেয়। প্রায়ই তারা দেয়। এক সময় তারা বলল, বাংলাদেশে কোভিডের কারণে ৫ থেকে ১০ কোটি লোক মারা যাবে; এত লোক মারা যায়নি। ওরা একটা বলার জন্য দেয়, এটা মিডিয়া। মিডিয়া তো অনেক সময় ঝকমারি কিছু বলেন। যাতে অ্যাট্রাকশন হয়। বাংলাদেশের এই নির্বাচনটাও নিয়ে অনেকে আলোচিত হচ্ছেন। তারা একটা ঝকমারি কিছু দিয়েছে। আমার মনে হয় না কোনো রিপোর্টিংয়ের ভিত্তিতে কোনো সরকার কোনো সিদ্ধান্ত নেয়।’
তিনি বলেন, ‘বিভিন্ন দেশে শত শত পত্রিকা বের হয়। সব দেশেই সরকার একটা বিচার বিশ্লেষণ করে, তাদের নিজেদের দেশের স্বার্থ চিন্তা করে; ভবিষ্যৎ সম্পর্কিত চিন্তা করে আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেয়। সব দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক। কোনো দেশের সঙ্গেই আমাদের শত্রুতা নেই। সুতরাং এই ক্ষেত্রে একটা, দুইটা রিপোর্ট নিয়ে আমরা আতঙ্কিত না।’
আব্দুল মোমেন বলেন, ‘আমাদের লক্ষ্য হলো একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। এটা করতে পারলেই আমরা সফল। দেশবাসী যদি নির্বাচনকে গ্রহণযোগ্য মনে করে তবেই আমরা সফল। অন্য কে কী মনে করল না করল, সেটা সেকেন্ডারি বিষয়। দেশবাসী কী মনে করে সেটাই ইম্পর্ট্যান্ট।’
প্রবাসীদের নিয়ে এ সভার আয়োজন করে ড. মোমেন ইন্টারন্যাশনাল ফ্যান ক্লাব। সভায় প্রবাসী ব্যক্তিত্ব সেলিম মুবদার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন—আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, বিশিষ্ট ব্যবসায়ী দৈনিক একাত্তরের কথার প্রকাশক নজরুল ইসলাম বাবুল, ফ্যাশন হাউস ‘মাহা’র স্বত্বাধিকারী মাহি উদ্দিন সেলিম, ফারুক আহমদ চৌধুরী, ফকরুল চৌধুরী, কল্লোল আহমদ, কাজী কায়েস, সাজেদুর রহমান, ইফজাল চৌধুরী, আহমেদুল কবীর প্রমুখ।
অমর একুশে বইমেলা ২০২৫ উদ্বোধন করা হয়েছে গতকাল শনিবার বিকেল ৩টায়। প্রধান উপদেষ্টা মেলা দেখে যেতে যেতে সাড়ে ৪টা। কিন্তু দর্শনার্থী আর পাঠক আগেই হাজির মেলা ফটকে। নতুন বইয়ের গন্ধ নিতে আর যেন তর সইছিল না। অনুমতি মিলতেই হুড়মুড় করে ঢুকে পড়লেন সবাই।
৩ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বিকেলে অমর একুশে বইমেলা-২০২৫-এর উদ্বোধন করেছেন। এ উপলক্ষে ঢাকায় বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত বিজয় নিয়ে এসেছে ‘নতুন বাংলাদেশ’ গড়ার ইস্পাত-কঠোর প্রতিজ্ঞা। তাই মহান আত্মত্যাগের মাধ্যমে
৭ ঘণ্টা আগে৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের কয়েক ঘণ্টা আগে ঢাকা মহানগরীর চানখাঁরপুল এলাকায় পুলিশের গুলিতে শাহাদাতবরণ করে দশম শ্রেণির ছাত্র শাহরিয়ার খান আনাস। একটি বুলেট তার বুকের বাঁ পাশ দিয়ে ঢুকে পিঠ ভেদ করে বেরিয়ে যায়। আনাস সেদিন সকালে ঘুম থেকে উঠে গোসল করে পড়ার টেবিলে মাকে উদ্দেশ করে একটি চিঠি লেখে বাসা থেকে
৮ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসায় বিদেশ থেকে চিকিৎসক আনা হচ্ছে। এ জন্য নির্দিষ্ট বরাদ্দ দিয়েছে সরকার। বরাদ্দের সিংহভাগ অর্থ যাতে চিকিৎসার কাজে ব্যয় করা যায়, তার জন্য বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের কর মওকুফ চায় সরকার। গত ২৮ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে এ দাবি জানিয়েছে মুক্তি
১০ ঘণ্টা আগে