Ajker Patrika

করোনার বড়ির দাম ৫০ টাকা, বাজারজাতকরণে অনুমতি পেল আরও ২ প্রতিষ্ঠান 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৯: ৩৬
করোনার বড়ির দাম ৫০ টাকা, বাজারজাতকরণে অনুমতি পেল আরও ২ প্রতিষ্ঠান 

বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে করোনার বড়ি মলনুপিরাভিরের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে সরকার। বেক্সিমকোর পর আজ মঙ্গলবার এসকেএফ ফার্মাকে ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে এই ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণের অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। 

আজ মঙ্গলবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান সংবাদ সম্মেলনে এমনটি জানান। 

ঔষধ প্রশাসন অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়, দেশের বাজার পাওয়া যাচ্ছে এই ওষুধ। নতুন করে দুটি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সক্ষমতা যাচাই করে আবেদন করা বাকি কোম্পানিগুলোকেও অনুমোদন দেওয়া হবে। এসব প্রতিষ্ঠান দেশীয় চাহিদা মিটিয়ে বাইরের দেশে রপ্তানিও করতে পারবে। দেশের বাজারে ওষুধটির জেনেরিক সংস্করণের নাম হবে 'এমোরিভির'। 

সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান বলেন, ‘করোনার এই ওষুধ উৎপাদনে বিশ্বের দ্বিতীয় দেশ বাংলাদেশ। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরাও ল্যাবে পরীক্ষা করেছি। ওষুধটি মৃত্যু ঠেকাতে ও হাসপাতালে ভর্তি অর্ধেক কমাবে বলে আশা করা হচ্ছে।’ 

এই ওষুধ ব্যবহারে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে জানিয়ে তিনি বলেন, দিনে ৮টি করে মোট ৫ দিন খেতে হবে এই ক্যাপসুল। প্রতিটির দাম ৫০ টাকা করে পড়বে। আগামী সপ্তাহে সরবরাহ বাড়লে দাম কমতে পারে। ১৮ বছরের বেশি যেকোনো ব্যক্তি এটি সেবন করতে পারবেন। তবে কোনো  ওষুধই টিকার বিকল্প নয়। 

মাহবুবুর রহমান জানান, ওষুধটি তৈরিতে এসকেএফ, বেক্সিমকো, স্কয়ার, রেনেটা, হেলথ কেয়ার, ইনসেপ্টা, বিকন, জেনারেল ফার্মা, পপুলার ও একমি ফার্মা আবেদন করেছে। সবকিছু দেখে পর্যায়ক্রমে বাকিগুলোকেও অনুমোদন দেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত