Ajker Patrika

করোনার ওষুধ টিকার বিকল্প নয়: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
করোনার ওষুধ টিকার বিকল্প নয়: স্বাস্থ্যমন্ত্রী

বাজারে করোনার নিরাময়ের জন্য খাওয়ার যে ওষুধ এসেছে সেটি টিকার বিকল্প নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ বৃহস্পতিবার বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল ও সমকালের আয়োজনে 'ডায়াবেটিকস চিকিৎসা: বর্তমান ও আগামী ভাবনা' শীর্ষক এক গোল টেবিল বৈঠকে তিনি এমনটি জানান। 

জাহিদ মালেক বলেন, করোনার ওষুধ টিকার বিকল্প নয়। নির্দিষ্ট অবস্থার আগে চিকিৎসকের পরামর্শ মতো এই ওষুধ সেবন করলে করোনা নিরাময়ের সংখ্যা পঞ্চাশ ভাগ। 

সম্মেলনে মন্ত্রী আরও বলেন, দেশে টিকার কোনো  ঘাটতি নাই। এই সপ্তাহেই আরও বেশ কিছু টিকা আনা হবে। এখন পর্যন্ত দেশে ৪ কোটি মানুষ টিকার সেকেন্ড ডোজ পেয়েছে। এখন আমাদের দেশের করোনা নিয়ন্ত্রণে আছে। ইউএসএ, রাশিয়া ও ভারতে এখনো ৪০০,৫০০ বা হাজার মানুষ মারা যাচ্ছে কিন্তু আমাদের দেশের মৃত্যু এখন সিংগেল ডিজিট। 

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত এই গোল টেবিল বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক ডা. একে আজাদ খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ। এ ছাড়া দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররা উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত