ঠাকুরগাঁও প্রতিনিধি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আলাপ আলোচনার মাধ্যমে সীমান্তে হত্যা বন্ধে ভারত-মিয়ানমারের সঙ্গে সমঝোতা চুক্তি হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি থানা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দ্রুত সীমান্তে হত্যা বন্ধ হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি একটি রাজনৈতিক দল। তবে নৈতিক দল হিসেবেই শান্তিপূর্ণ সমাবেশ করতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। তবে রাস্তা অবরোধ করে ভাঙচুর করলেই মামলা হবে। সহিংসতার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী বসে থাকবে না। কোনো ছাড়ও দেবে না।’
সুরঞ্জিত সেন গুপ্তের এপিএস আটকের বিষয়ে তিনি বলেন, ‘ঢাকার আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রয়াত সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের এপিএস ওমর ফারুক তালুকদারকে আটক করা হয়েছে এবং জঙ্গি ছিনতাইয়ের ঘটনার তদন্ত চলমান রয়েছে। পুলিশ যেখানে যাকে সন্দেহ করছে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আমরা মনে করি তাঁর কাছ থেকে আরও তথ্য পাওয়া যাবে।’
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে নৌকার প্রার্থী পরাজিত হওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। আর রংপুরে এরশাদ সাহেবের বাড়ি হওয়ায় সেখানে জাতীয় পার্টির অবস্থান শক্ত হওয়াটাই স্বাভাবিক।’
থানা উদ্বোধনের অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন—ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, ডিইআইজি আব্দুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কুরাইশী, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় প্রমুখ।
এর আগে মন্ত্রী ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব আকচা গ্রামে অবস্থিত লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘরে মুক্তিযুদ্ধ গ্যালারির দ্বার উন্মোচন করেন।
উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লীর নদীর অববাহিকায় গড়ে উঠেছে ভুল্লী থানা। নতুন এই থানা নিয়ে এ জেলায় প্রশাসনিক থানার সংখ্যা দাঁড়াল সাতে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আলাপ আলোচনার মাধ্যমে সীমান্তে হত্যা বন্ধে ভারত-মিয়ানমারের সঙ্গে সমঝোতা চুক্তি হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি থানা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দ্রুত সীমান্তে হত্যা বন্ধ হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি একটি রাজনৈতিক দল। তবে নৈতিক দল হিসেবেই শান্তিপূর্ণ সমাবেশ করতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। তবে রাস্তা অবরোধ করে ভাঙচুর করলেই মামলা হবে। সহিংসতার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী বসে থাকবে না। কোনো ছাড়ও দেবে না।’
সুরঞ্জিত সেন গুপ্তের এপিএস আটকের বিষয়ে তিনি বলেন, ‘ঢাকার আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রয়াত সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের এপিএস ওমর ফারুক তালুকদারকে আটক করা হয়েছে এবং জঙ্গি ছিনতাইয়ের ঘটনার তদন্ত চলমান রয়েছে। পুলিশ যেখানে যাকে সন্দেহ করছে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আমরা মনে করি তাঁর কাছ থেকে আরও তথ্য পাওয়া যাবে।’
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে নৌকার প্রার্থী পরাজিত হওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। আর রংপুরে এরশাদ সাহেবের বাড়ি হওয়ায় সেখানে জাতীয় পার্টির অবস্থান শক্ত হওয়াটাই স্বাভাবিক।’
থানা উদ্বোধনের অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন—ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, ডিইআইজি আব্দুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কুরাইশী, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় প্রমুখ।
এর আগে মন্ত্রী ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব আকচা গ্রামে অবস্থিত লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘরে মুক্তিযুদ্ধ গ্যালারির দ্বার উন্মোচন করেন।
উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লীর নদীর অববাহিকায় গড়ে উঠেছে ভুল্লী থানা। নতুন এই থানা নিয়ে এ জেলায় প্রশাসনিক থানার সংখ্যা দাঁড়াল সাতে।
দেশের নির্বাচন প্রক্রিয়া উন্নয়নে বাস্তবায়নাধীন ব্যালট প্রকল্পে ৬৯৫ মিলিয়ন জাপানি ইয়েন বা ৪ দশমিক ৮ মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জাপান। জাতিসংঘের উন্নয়ন সহযোগিতা সংস্থা ইউএনডিপির সহযোগিতায় নির্বাচন কমিশনের (ইসি) বাস্তবায়নাধীন একই প্রকল্পটিতে ব্যয় হবে ১৮ দশমিক ৫৩ মার্কিন ডলার।
১৩ মিনিট আগেপ্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে। ওই তারিখে সাধারণ ছুটি পালন করা হবে। ওই তারিখে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন-সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবর জারি করা পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস
১ ঘণ্টা আগেআখতার আহমেদ বলেন, ‘প্রতি মাসে নাগরিকদের এনআইডি সংশোধন নিয়ে আবেদন কমে আসছে। ভোগান্তির মাত্রাও কমে এসেছে। আশা করি, আগামীতে এনআইডি সেবা নিয়ে আর হয়রানির অভিযোগ থাকবে না।’
১ ঘণ্টা আগেবাংলাদেশ বিমানবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিককে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। প্রেষণে এই পদে নিয়োগ দিয়ে তাঁর চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
২ ঘণ্টা আগে