Ajker Patrika

যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন অলব্রাইট মারা গেছেন

অনলাইন ডেস্ক
আপডেট : ২৪ মার্চ ২০২২, ১২: ৫৪
Thumbnail image

যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী এবং প্রখ্যাত পপ-নারীবাদী ম্যাডেলিন অলব্রাইট গতকাল বুধবার মারা গেছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ম্যাডেলিন অলব্রাইট ক্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

ম্যাডেলিনের পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তিনি পরিবার ও বন্ধুবান্ধব পরিবেষ্টিত ছিলেন। আমরা একজন স্নেহময়ী মা, একজন দাদি, একজন বোন, একজন চাচি, খালা, ফুফু ও একজন বন্ধুকে হারলাম।’ 

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাডেলিন অলব্রাইট ১৯৯৭ সালে প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রশাসনে চার বছরের জন্য পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। তিনি অভিবাসী মার্কিন। তাঁর জন্ম প্রাগে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান বাহিনী চেকোস্লোভাকিয়া দখল করলে তাঁর পরিবার লন্ডনে পাড়ি জমায়। তাঁর স্কুলজীবন শুরু হয়েছিল সুইজারল্যান্ডে।

ম্যাডেলিন অলব্রাইটের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘ম্যাডেলিন অলব্রাইট ছিলেন একটি শক্তি। তিনি প্রচলিত সংস্কারকে অমান্য করেছিলেন এবং বারবার বাধা ভেঙেছেন।’ জো বাইডেন ২৭ মার্চ পর্যন্ত হোয়াইট হাউস, দূতাবাসসহ সরকারি ভবনে মার্কিন পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। 

১৯৪৮ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন এই প্রখ্যাত নারীবাদী। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছিলেন ১৯৫৭ সালে। তিনি হোয়াইট হাউসে কাজ শুরু করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের শাসনামলে। এরপর যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর পররাষ্ট্রনীতি-বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন ম্যাডেলিন অলব্রাইট। 

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ১৯৯৩ সালে ম্যাডেলিনকে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছিলেন। এরপর ১৯৯৭ সালে বিল ক্লিনটন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলে ম্যাডেলিনকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। সেটিই ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো নারী পররাষ্ট্রমন্ত্রীর নিয়োগ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত