অনলাইন ডেস্ক
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দেশটির প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে বাদশাহ সালমান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের নির্দেশ দিয়েছেন। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
এতদিন তিনি উপপ্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করে আসছিলেন। নতুন প্রতিরক্ষামন্ত্রী করা হয়েছে তাঁর ছোট ভাই খালিদ বিন সালমানকে। খালিদ উপপ্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন।
রদবদলে ইউসুফ বিন আবদুল্লাহ আল-বুনিয়ানকে শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রাজকীয় ফরমানে অন্য জ্যেষ্ঠ মন্ত্রীদের স্বপদে বহাল রাখা হয়েছে। জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান, পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফায়সাল বিন ফারহান আল-সউদ, অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান এবং বিনিয়োগমন্ত্রী খালিদ আল-ফাতিহ, স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সৌদ নিজ নিজ পদে বহাল রয়েছেন।
গতকালের রাজকীয় ফরমানে প্রধানমন্ত্রী নিয়োগের বিষয়ে কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, বাদশাহ রাষ্ট্রপ্রধান থাকছেন। মন্ত্রিসভায় উপস্থিত থাকলে তিনিই সভাপতিত্ব করবেন।
প্রিন্স আবদুল্লাহ বিন বান্দার ন্যাশনাল গার্ডের মন্ত্রী হিসেবে রয়ে গেছেন, ওয়ালিদ আল-সামানি বিচারমন্ত্রী এবং আবদুল লাতিফ বিন আবদুল আজিজ আল-শেখ ইসলামিকবিষয়ক মন্ত্রী হিসেবে রয়েছেন।
প্রিন্স বদর বিন আবদুল্লাহ বিন ফারহান সংস্কৃতিমন্ত্রী হিসেবে থাকবেন এবং প্রিন্স আবদুল আজিজ বিন তুর্কি আল-ফয়সাল ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
তৌফিক বিন ফাওজান আল-রাবিয়া হজ ও ওমরাহ মন্ত্রী হিসেবে থাকবেন এবং বাণিজ্যমন্ত্রী হিসেবে থাকবেন মাজিদ বিন আবদুল্লাহ আল-কাসাবি।
বন্দর বিন ইব্রাহিম আল-খোরায়েফ শিল্প ও খনিজ সম্পদমন্ত্রী, আহমেদ আল-খাতিব পর্যটনমন্ত্রী, ফয়সাল বিন ফাদিল আলিব্রাহিম অর্থনীতি ও পরিকল্পনামন্ত্রী এবং ফাহদ বিন আবদুল রহমান আল-জালাজেল স্বাস্থ্যমন্ত্রী হিসেবে রয়েছেন।
এসপিএ প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাদশাহ সালমান উপস্থিত সৌদি মন্ত্রিসভার যেকোনো অধিবেশনে বাদশাহ সভাপতিত্ব করবেন।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দেশটির প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে বাদশাহ সালমান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের নির্দেশ দিয়েছেন। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
এতদিন তিনি উপপ্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করে আসছিলেন। নতুন প্রতিরক্ষামন্ত্রী করা হয়েছে তাঁর ছোট ভাই খালিদ বিন সালমানকে। খালিদ উপপ্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন।
রদবদলে ইউসুফ বিন আবদুল্লাহ আল-বুনিয়ানকে শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রাজকীয় ফরমানে অন্য জ্যেষ্ঠ মন্ত্রীদের স্বপদে বহাল রাখা হয়েছে। জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান, পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফায়সাল বিন ফারহান আল-সউদ, অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান এবং বিনিয়োগমন্ত্রী খালিদ আল-ফাতিহ, স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সৌদ নিজ নিজ পদে বহাল রয়েছেন।
গতকালের রাজকীয় ফরমানে প্রধানমন্ত্রী নিয়োগের বিষয়ে কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, বাদশাহ রাষ্ট্রপ্রধান থাকছেন। মন্ত্রিসভায় উপস্থিত থাকলে তিনিই সভাপতিত্ব করবেন।
প্রিন্স আবদুল্লাহ বিন বান্দার ন্যাশনাল গার্ডের মন্ত্রী হিসেবে রয়ে গেছেন, ওয়ালিদ আল-সামানি বিচারমন্ত্রী এবং আবদুল লাতিফ বিন আবদুল আজিজ আল-শেখ ইসলামিকবিষয়ক মন্ত্রী হিসেবে রয়েছেন।
প্রিন্স বদর বিন আবদুল্লাহ বিন ফারহান সংস্কৃতিমন্ত্রী হিসেবে থাকবেন এবং প্রিন্স আবদুল আজিজ বিন তুর্কি আল-ফয়সাল ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
তৌফিক বিন ফাওজান আল-রাবিয়া হজ ও ওমরাহ মন্ত্রী হিসেবে থাকবেন এবং বাণিজ্যমন্ত্রী হিসেবে থাকবেন মাজিদ বিন আবদুল্লাহ আল-কাসাবি।
বন্দর বিন ইব্রাহিম আল-খোরায়েফ শিল্প ও খনিজ সম্পদমন্ত্রী, আহমেদ আল-খাতিব পর্যটনমন্ত্রী, ফয়সাল বিন ফাদিল আলিব্রাহিম অর্থনীতি ও পরিকল্পনামন্ত্রী এবং ফাহদ বিন আবদুল রহমান আল-জালাজেল স্বাস্থ্যমন্ত্রী হিসেবে রয়েছেন।
এসপিএ প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাদশাহ সালমান উপস্থিত সৌদি মন্ত্রিসভার যেকোনো অধিবেশনে বাদশাহ সভাপতিত্ব করবেন।
গৃহযুদ্ধ কবলিত সুদানের দ্বিতীয় বৃহত্তম শহর ওমদুরমানের একটি বাজারে দেশটির আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) হামলায় অন্তত ৫৪ জন নিহত ও ১৫৮ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
১ ঘণ্টা আগেলিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগার পশ্চিমে আল-আকিলা এলাকা থেকে অন্তত ২০ জনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই বাংলাদেশের নাগরিক বলে লিবিয়ার রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের ধারণা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের পরিচালক এএইচএম মাসুম বিল্লাহ আজ শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করে
৬ ঘণ্টা আগেযুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আজ শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসে দুজন এবং গাজা সিটিতে অন্য জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস।
৯ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক কঠোর পরিশ্রমের জন্য বিখ্যাত। সেই একই নীতি তিনি তাঁর সরকারি দায়িত্বেও প্রয়োগ করছেন। তিনি তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন, তিনি দায়িত্ব পাওয়ার পর বেশ কয়েক দিন ওয়াশিংটনে সরকারি কর্মদক্ষতা বিভাগেই (ডিওজিই) ঘুমিয়েছেন। আর এটি জানতে পেরে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ককে হোয়াইট হা
১০ ঘণ্টা আগে