Ajker Patrika

আসামে ২ বাংলাদেশি গ্রেপ্তার

প্রতিনিধি, কলকাতা
Thumbnail image

ভারতের আসাম রাজ্যে বেআইনি অনুপ্রবেশের অভিযোগে কুড়িগ্রামের কাঁঠালবাড়ি গ্রামের বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার সকালে আসামের ধুবড়ি জেলা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন- মকবুল শেখ (৪৮) ও তাঁর ছেলে বাসির শেখ (১৮)। ধুবড়ি থানার সাব ইন্সপেক্টর ত্রিলোচন দাস জানিয়েছেন, মকবুল বাংলাদেশ থেকে ভারতে এসে বিয়ে করেন। বাপ-ছেলে দুজনই নেপালে ইট ভাটায় কাজ করতেন। স্ত্রীর সঙ্গে দেখা করতে ভারতে আসেন মকবুল। ভারতে এসে পুলিশের হাতে ধরা পড়েন। 

দুই বাংলাদেশি গ্রেপ্তার হওয়ায় বিএসএফ ও রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকে পার্থরঞ্জন চক্রবর্তী বলেন, 'সীমান্ত সিল করার পাশাপাশি বিএসএফের কড়া নজরদারি এড়িয়ে বেআইনি অনুপ্রবেশ কীভাবে হচ্ছে এর জবাব কেন্দ্র ও রাজ্য সরকারকে দিতে হবে।' 

রাজ্যের মন্ত্রী অতুল বরা জানান, আসামে ৪.৩৫ কিলোমিটার সীমান্তে এখনো কাঁটাতারের বেড়া লাগেনি। এর জন্য ৪.৭৭ কোটি রুপি অনুমোদন করা হয়েছে। বেআইনি অনুপ্রবেশ রুখতে সরকার সজাগ রয়েছে বলে দাবি করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত