Ajker Patrika

নিজের শ্বাস দিয়ে মাকে বাঁচানোর চেষ্টা!

আপডেট : ০৩ মে ২০২১, ১৪: ৫৭
নিজের শ্বাস দিয়ে মাকে বাঁচানোর চেষ্টা!

ঢাকা: করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। হঠাৎ করে রোগী বেড়ে যাওয়ায় বিভিন্ন রাজ্যের হাসপাতালে দেখা দিয়েছে অক্সিজেন সঙ্কট। এমন পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে আসছে অনেক করুণ দৃশ্য। শ্বাসকষ্টে প্রাণওষ্ঠাগত প্রিয়জনকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা।

স্বামীকে নিজের শ্বাস দিয়ে বাঁচানোর চেষ্টা করছেন এক নারী, সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। এ নিয়ে মূল ধারার গণমাধ্যমগুলোতেও প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

এবার নিজেদের শ্বাস মুমূর্ষু মাকে বাঁচানোর চেষ্টা করছেন দুই বোন– এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।। জানা গেছে, ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার একটি সরকারি হাসপাতালে মাকে নিয়ে আসেন দুই বোন। স্ট্রেচারে থাকা অবস্থাতেই ওই দুই বোন মায়ের মুখের মধ্যে নিজেদের মুখের শ্বাস দিতে শুরু করেন। ওই ভিডিওতে সরকারি হাসপাতালের কর্মী সঙ্কট নিয়েও অভিযোগ তুলতে দেখা যায় ওই দুই বোনকে।

এ নিয়ে মহারাজশুয়েলদেব মেডিকেল কলেজের ইমারজেন্সি মেডিকেল অফিসার আহতিসাম আলি বলেন, ওই নারী মুমূর্ষু অবস্থায় হাসপাতালে এসেছিলেন। ওই ভিডিওটি ভাইরাল হলে জেলা ম্যাজিস্ট্রেট শম্ভু কুমার এবং মেডিকেল কলেজের জ্যেষ্ঠ চিকিৎসক এসে ওই নারীকে টেস্ট করানোর ব্যবস্থা করেন।

মেডিকেল কলেজটির প্রিন্সিপাল একে সাহনি বলেন, ওই নারীকে ইমারজেন্সি ইউনিটে আনার পর তাঁর পরিবারের পক্ষ থেকে বলা হয় যে, তার অবস্থা খুব খারাপ। মেয়েরা আবেগতাড়িত হয়ে ওই নারীর মুখে মুখ লাগিয়ে শ্বাস দেওয়ার চেষ্টা করেন। আমাদের মেডিকেলে কোনো অক্সিজেন সঙ্কট ছিল না। 

এর আগে ভারতের অন্ধ্রপ্রদেশে অ্যাম্বুলেন্স না পাওয়ায় মটরসাইকেলে করে করোনায় মৃত মাকে শ্মশানে নিয়ে যায় এক ছেলে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ৯৯ লাখ ২৫ হাজার ৬০৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২ লাখ ১৮ হাজার ৯৫৯ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত