অনলাইন ডেস্ক
মেয়াদ শেষ হওয়ার পরও পদ দখলে রাখায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচাকে নির্ধারিত দায়িত্বপালন বন্ধ রাখার আদেশ দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত। তাঁর আট বছরের মেয়াদের সময় পেরিয়ে যাওয়ার পরও দায়িত্ব পালন করে যাওয়ায় তাঁর বিরুদ্ধে একটি রিভিউ আবেদন করা হয়। সেই আবেদনের শুনানি শেষে আদালত এই নির্দেশ দেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, বিরোধী জোটের এক মামলার পরিপ্রেক্ষিতে স্থানীয় সময় আজ বুধবার এই আদেশ দেওয়া হয়। আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করতে ১৫ দিন সময় পাবেন প্রায়ুথ। সংবিধান অনুযায়ী থাইল্যান্ডে আট বছরের বেশি কেউ প্রধানমন্ত্রীর পদে থাকতে পারেন না। তবে প্রায়ুথ ২০১৪ সাল থেকেই কৌশলে নিজ ক্ষমতা ধরে রেখেছেন।
আদালত এক বিবৃতিতে জানিয়েছে, আদালত বিরোধীদের আবেদন এবং সংশ্লিষ্ট নথিপত্র বিবেচনা করে দেখেতে পেয়েছে যে, পিটিশনে যেসব তথ্য দেওয়া হয়েছে সেই অনুসারে তদন্ত করতে হবে। এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত প্রায়ুথের স্থগিতাদেশ আগামী ২৪ আগস্ট (আজ) থেকেই কার্যকর হবে। তবে আদালত এই বিষয়ে চূড়ান্ত রায় কবে দেবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে স্থগিতাদেশ দেওয়া হলেও বর্তমান মন্ত্রিসভাই দেশটির কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন উপপ্রধানমন্ত্রী বিশ্বানু ক্রি নাম। তিনি বলেছেন, ‘চলতি মন্ত্রিসভাই দায়িত্ব পালন করে যাবে। কারণ, জেনারেল প্রায়ুথকে বরখাস্ত নয়, দায়িত্ব পালনে স্থগিতাদেশ দেওয়া হয়েছে।’
থাইল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে ক্ষমতা থেকে উৎখাত করে প্রধানমন্ত্রী হন সে সময়কার সেনাপ্রধান প্রায়ুথ। পরে ২০১৯ সালে এক বিতর্কিত নির্বাচনে জয়ী হয়ে আবারও প্রধানমন্ত্রী হন তিনি। দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ পুরোপুরি তার সামরিক জান্তার অধীনে। ক্ষমতা দখলের সময় থেকেই প্রায়ুথের বিরুদ্ধে আন্দোলন চলছে।
মেয়াদ শেষ হওয়ার পরও পদ দখলে রাখায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচাকে নির্ধারিত দায়িত্বপালন বন্ধ রাখার আদেশ দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত। তাঁর আট বছরের মেয়াদের সময় পেরিয়ে যাওয়ার পরও দায়িত্ব পালন করে যাওয়ায় তাঁর বিরুদ্ধে একটি রিভিউ আবেদন করা হয়। সেই আবেদনের শুনানি শেষে আদালত এই নির্দেশ দেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, বিরোধী জোটের এক মামলার পরিপ্রেক্ষিতে স্থানীয় সময় আজ বুধবার এই আদেশ দেওয়া হয়। আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করতে ১৫ দিন সময় পাবেন প্রায়ুথ। সংবিধান অনুযায়ী থাইল্যান্ডে আট বছরের বেশি কেউ প্রধানমন্ত্রীর পদে থাকতে পারেন না। তবে প্রায়ুথ ২০১৪ সাল থেকেই কৌশলে নিজ ক্ষমতা ধরে রেখেছেন।
আদালত এক বিবৃতিতে জানিয়েছে, আদালত বিরোধীদের আবেদন এবং সংশ্লিষ্ট নথিপত্র বিবেচনা করে দেখেতে পেয়েছে যে, পিটিশনে যেসব তথ্য দেওয়া হয়েছে সেই অনুসারে তদন্ত করতে হবে। এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত প্রায়ুথের স্থগিতাদেশ আগামী ২৪ আগস্ট (আজ) থেকেই কার্যকর হবে। তবে আদালত এই বিষয়ে চূড়ান্ত রায় কবে দেবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে স্থগিতাদেশ দেওয়া হলেও বর্তমান মন্ত্রিসভাই দেশটির কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন উপপ্রধানমন্ত্রী বিশ্বানু ক্রি নাম। তিনি বলেছেন, ‘চলতি মন্ত্রিসভাই দায়িত্ব পালন করে যাবে। কারণ, জেনারেল প্রায়ুথকে বরখাস্ত নয়, দায়িত্ব পালনে স্থগিতাদেশ দেওয়া হয়েছে।’
থাইল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে ক্ষমতা থেকে উৎখাত করে প্রধানমন্ত্রী হন সে সময়কার সেনাপ্রধান প্রায়ুথ। পরে ২০১৯ সালে এক বিতর্কিত নির্বাচনে জয়ী হয়ে আবারও প্রধানমন্ত্রী হন তিনি। দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ পুরোপুরি তার সামরিক জান্তার অধীনে। ক্ষমতা দখলের সময় থেকেই প্রায়ুথের বিরুদ্ধে আন্দোলন চলছে।
গৃহযুদ্ধ কবলিত সুদানের দ্বিতীয় বৃহত্তম শহর ওমদুরমানের একটি বাজারে দেশটির আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) হামলায় অন্তত ৫৪ জন নিহত ও ১৫৮ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
৭ ঘণ্টা আগেলিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগার পশ্চিমে আল-আকিলা এলাকা থেকে অন্তত ২০ জনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই বাংলাদেশের নাগরিক বলে লিবিয়ার রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের ধারণা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের পরিচালক এএইচএম মাসুম বিল্লাহ আজ শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করে
১২ ঘণ্টা আগেযুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আজ শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসে দুজন এবং গাজা সিটিতে অন্য জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস।
১৫ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক কঠোর পরিশ্রমের জন্য বিখ্যাত। সেই একই নীতি তিনি তাঁর সরকারি দায়িত্বেও প্রয়োগ করছেন। তিনি তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন, তিনি দায়িত্ব পাওয়ার পর বেশ কয়েক দিন ওয়াশিংটনে সরকারি কর্মদক্ষতা বিভাগেই (ডিওজিই) ঘুমিয়েছেন। আর এটি জানতে পেরে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ককে হোয়াইট হা
১৬ ঘণ্টা আগে