Ajker Patrika

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত ৪ 

প্রতিনিধি, কলকাতা
Thumbnail image

ভারতের আসাম রাজ্যে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী রাজ্যের ৩৩টি জেলার মধ্যে ২১টি জেলাই বন্যা কবলিত। কাজিরাঙা জাতীয় উদ্যানের ৭০ শতাংশ এলাকাই পানিতে ডুবে আছে।

বাংলাদেশের সীমান্তবর্তী আসাম রাজ্যের ১ লাখ ৬৭ হাজার ৮১৫ জন মানুষ বন্যা কবলিত। রোববার আসাম রাজ্য দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ (এএসডিএমএ) সূত্রে জানানো হয়, বন্যা দুর্গতদের জন্য ৪৪টি ত্রাণ শিবির খোলা হয়েছে। 

ত্রাণ শিবিরে ১৫ জন অন্তঃসত্ত্বা নারীসহ মোট ১ হাজার ৬১৯ জন আশ্রয় নিয়েছেন। এদের মধ্যে ৩২১ জন শিশুও রয়েছে। রাজ্যের ৯৫০টি গ্রাম এখন বন্যা কবলিত। ব্রহ্মপুত্রের পানি বাড়ছে। 

বন্যায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে। ১টি বাড়ি বন্যায় তলিয়ে গেছে। শোচনীয় হয়ে পড়েছে ১৩টি রাস্তার অবস্থা। নগাঁওতে একটি বাঁধে ফাটল দেখা দিয়েছে।

মানুষের পাশাপাশি বন্য পশুরাও বেশ সমস্যায় পড়েছেন। আসামের কাজিরাঙা অভয়ারণ্য একশৃঙ্গ গন্ডারসহ অন্যান্য পশুদের জন্য বিখ্যাত। কিন্তু বন্যায় বন্যেরাও বিপাকে পড়েছে। এএসডিএমএ সূত্র বলছে, রাজ্যে ২ লাখ ৫৬ হাজার ১৪৪টি পশুও বন্যা কবলিত। চারটি বন্য পশুর মৃত্যুও হয়েছে বন্যার কারণে। কাজিরাঙার পাশে ৩৭ নম্বর জাতীয় সড়কে ১৪৪ ধারা জারি করে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। 

বন্যার হাত থেকে পশুদের রক্ষার জন্য ২২৩টি কৃত্রিম টিলা বানানো হয়েছে। এ টিলার ১২৫টি এরই মধ্যে বন্যার পানিতে ভেসে গেছে বলে জানিয়েছে বনদপ্তর সূত্র। 
 
এদিকে, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে উজান আসামের বিখ্যাত আজান পীর দরগা। সেখানকার ৩৬৫ পরিবারই ঘরছাড়া। ব্রহ্মপুত্রের বন্যায় আশপাশের বাড়িঘরেও পানি উঠেছে। সব মিলিয়ে আসামের বন্যা পরিস্থিতি ভয়াবহ চেহারা নিয়েছে। বিভিন্ন পাহাড় থেকে বৃষ্টির পানি নামায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত