স্যামসাং ইলেকট্রনিকসের ভাইস প্রেসিডেন্টের সাজার মেয়াদ ‘মওকুফ করতে’ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে সুপারিশ করবেন দেশটির প্রধানমন্ত্রী। দেশটির পার্লামেন্টে স্থানীয় সময় আজ বুধবার এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী হান ডাক সু এই কথা জানান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গত বছরের জানুয়ারি মাসে বিশ্বের সর্ববৃহৎ মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের ভাইস প্রেসিডেন্ট জে ওয়াই লি ঘুষ গ্রহণ এবং অর্থ আত্মসাতের দায়ে ৩০ মাস কারাদণ্ডে দণ্ডিত হন। পরে ১৮ মাস কারাদণ্ড ভোগের পর গত বছরের আগস্টে প্যারোলে মুক্তি পান তিনি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার দেশটির পার্লামেন্টে এক প্রশ্নের জবাবে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান ডাক সু জানান, তিনি জে ওয়াই লি এর সাজার মেয়াদ মওকুফ করতে দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে সুপারিশ করবেন। প্রধানমন্ত্রী পার্লামেন্টে আরও জানান, লি ছাড়াও দেশটির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের সাজা মওকুফের সুপারিশও করবেন তিনি।
প্রেসিডেন্ট ইউন সুক-ইওল প্রধানমন্ত্রীর সুপারিশ গ্রহণ করলে, আগামী ১৫ আগস্ট দেশটির স্বাধীনতা দিবসে জে ওয়াই লিসহ অন্যদের দণ্ড মওকুফের বিষয়টি ঘোষণা করা হতে পারে। দেশটির ঐতিহ্য অনুসারে দেশটির প্রেসিডেন্ট ওই দিনই সাধারণত দণ্ড মওকুফের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
তবে, আগামী শুক্রবারই লি-এর সাজার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তবে, এই ধরনের ক্ষমার প্রতীকী তাৎপর্য বিশাল। কারণ, এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে বড় মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট আগামী দিনে নৈতিকভাবে আরও দৃঢ় এবং মুক্তভাবে তাঁর ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
তবে প্রেসিডেন্ট ইউন সুক-ইওল গত সপ্তাহে এই বিষয়ে একটি প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান।
স্যামসাং ইলেকট্রনিকসের ভাইস প্রেসিডেন্টের সাজার মেয়াদ ‘মওকুফ করতে’ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে সুপারিশ করবেন দেশটির প্রধানমন্ত্রী। দেশটির পার্লামেন্টে স্থানীয় সময় আজ বুধবার এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী হান ডাক সু এই কথা জানান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গত বছরের জানুয়ারি মাসে বিশ্বের সর্ববৃহৎ মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের ভাইস প্রেসিডেন্ট জে ওয়াই লি ঘুষ গ্রহণ এবং অর্থ আত্মসাতের দায়ে ৩০ মাস কারাদণ্ডে দণ্ডিত হন। পরে ১৮ মাস কারাদণ্ড ভোগের পর গত বছরের আগস্টে প্যারোলে মুক্তি পান তিনি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার দেশটির পার্লামেন্টে এক প্রশ্নের জবাবে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান ডাক সু জানান, তিনি জে ওয়াই লি এর সাজার মেয়াদ মওকুফ করতে দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে সুপারিশ করবেন। প্রধানমন্ত্রী পার্লামেন্টে আরও জানান, লি ছাড়াও দেশটির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের সাজা মওকুফের সুপারিশও করবেন তিনি।
প্রেসিডেন্ট ইউন সুক-ইওল প্রধানমন্ত্রীর সুপারিশ গ্রহণ করলে, আগামী ১৫ আগস্ট দেশটির স্বাধীনতা দিবসে জে ওয়াই লিসহ অন্যদের দণ্ড মওকুফের বিষয়টি ঘোষণা করা হতে পারে। দেশটির ঐতিহ্য অনুসারে দেশটির প্রেসিডেন্ট ওই দিনই সাধারণত দণ্ড মওকুফের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
তবে, আগামী শুক্রবারই লি-এর সাজার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তবে, এই ধরনের ক্ষমার প্রতীকী তাৎপর্য বিশাল। কারণ, এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে বড় মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট আগামী দিনে নৈতিকভাবে আরও দৃঢ় এবং মুক্তভাবে তাঁর ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
তবে প্রেসিডেন্ট ইউন সুক-ইওল গত সপ্তাহে এই বিষয়ে একটি প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান।
পোলিও রোগকে বিশ্ব এক সময় প্রায় নির্মূল করেই ফেলেছিল। কিন্তু দক্ষিণ এশিয়ার দুটি দেশ—পাকিস্তান ও আফগানিস্তানে টিকা নিয়ে ভুল তথ্য, ব্যবস্থাপনার দুর্বলতা এবং কার্যক্রমে নানা ভুল পদক্ষেপ এই লড়াইকে পিছিয়ে দিয়েছে।
৩ ঘণ্টা আগেপাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির প্রেসিডেন্ট হচ্ছেন—খবরটি সত্য নাকি গুজব এ বিষয়ে কথা বলেছেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। সম্প্রতি দা ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই ধরনের আলোচনাকে ‘নিরর্থক’ ও ‘গুজব’ বলে মন্তব্য করেছেন।
৫ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারা বন্দিত্বের দুই বছর পূর্ণ হয়েছে গত ৫ আগস্ট। এই উপলক্ষে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) একদিকে যেমন দেশে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে, অন্যদিকে আন্তর্জাতিক মহলেও দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে।
৫ ঘণ্টা আগেরাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নয়াদিল্লি স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় রুশ তেল কেনা চালিয়ে যাবে।
৫ ঘণ্টা আগে