Ajker Patrika

মালয়েশিয়ায় নির্বাচন: সংখ্যাগরিষ্ঠতার দাবি আনোয়ারের, মানছেন না প্রতিদ্বন্দ্বী 

অনলাইন ডেস্ক
আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১৬: ৪৩
মালয়েশিয়ায় নির্বাচন: সংখ্যাগরিষ্ঠতার দাবি আনোয়ারের, মানছেন না প্রতিদ্বন্দ্বী 

মালয়েশিয়ার বর্ষীয়ান নেতা মাহাথির মোহাম্মদ তাঁর ৫৩ বছরের রাজনৈতিক জীবনে প্রথমবারের মতো নির্বাচনে পরাজিত হয়েছেন। এদিকে দেশের পরবর্তী সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন পেয়েছেন দাবি করে আজ রোববার বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিম বলেন, ‘তাঁর প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম হয়েছে।’ খবর ব্যাংকক পোস্টের। 

তবে দেশটির সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন বলেছেন, ভোট গ্রহণের পর তাঁর দলও পরবর্তী সরকার গঠনের জন্য আলোচনায় ছিলেন, কিন্তু এখনো সরাসরি কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি। 

আনোয়ার ইব্রাহিম সংবাদ সম্মেলন করে বলেন, ‘আমাদের কাছে এখন সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা আছে।’ 

কারা তাঁর সঙ্গে জোট গড়বে, এমন প্রশ্নের উত্তরে স্পষ্ট করে কারও নাম বলেননি আনোয়ার। তিনি বলেন, ‘আমরা যেকোনো দলের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।’ 

আনোয়ার ইব্রাহিম বলেছেন, ‘সংখ্যাগরিষ্ঠ মানে ১১১ আসনের বেশি।’ 

এদিকে বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন, যদি স্পষ্ট করে কাউকে বিজয়ী ঘোষণা না করা হয় এবং জোট গঠনের আলোচনায় সময় লাগে, তাহলে দক্ষিণ-পূর্ব এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশ রাজনৈতিক অস্থিতিশীলতার মুখোমুখি হতে পারে। 

অফিশিয়াল ফলাফলে দেখা যায়, ২১৯টি আসনের মধ্যে আনোয়ার ইব্রাহিমের দল ৮২টি এবং মুহিউদ্দিন ইয়াসিনের দল ৭৩টি আসন পেয়েছেন। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ইউনাইটেড মালয়েস ন্যাশনাল অর্গানাইজেশন পেয়েছে ৩০টির মতো আসন। 

বিশ্লেষকেরা বলছেন, কোন দল ক্ষমতায় আসবে তাঁর কিংমেকার হয়ে উঠবে বোর্নিও দ্বীপের সারাওয়াক, সাবাহসহ ছোট আঞ্চলিক দলগুলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত