অনলাইন ডেস্ক
দুর্নীতির মামলায় আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনারকে (৬৯) ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। বুধবার (৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, আইনজীবীরা ১২ বছরের কারাদণ্ড চেয়েছিলেন। আদালত ছয় বছরের কারাদণ্ড দেন। আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজের বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর বন্ধুকে ‘প্রশাসনিক জালিয়াতি’ করে সরকারি কাজ পাইয়ে দিয়েছিলেন। তবে ক্রিস্টিনা ফার্নান্দেজকে জেলে থাকতে হচ্ছে না। সরকারি দায়িত্বের জন্য ছাড় পেয়েছেন। ধারণা করা হচ্ছে, তিনি উচ্চ আদালতে আপিল করবেন। তাঁকে আজীবনের জন্য সরকারি অফিস থেকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু উচ্চ আদালতে মামলা চলাকালে তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে তাঁর দায়িত্ব পালন করতে পারবেন।
বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়, আর্জেন্টিনার ইতিহাসে ক্রিস্টিনা ফার্নান্দেজই প্রথম, যিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় কারাদণ্ড পেলেন।
ফার্নান্দেজ অবশ্য দাবি করেন, তিনি রাজনৈতিক চক্রান্তের শিকার। রাজনৈতিক উদ্দেশ্যেই এই মামলা।
এপির প্রতিবেদনে বলা হয়েছে, রায়ের পর বক্তব্য রাখতে গিয়ে ফার্নান্দেজ নিজেকে ‘বিচারিক মাফিয়ার শিকার’ হিসেবে বর্ণনা করেছেন। আইনজীবীদের বিরুদ্ধে মিথ্যা এবং অপবাদের অভিযোগ করেছেন তিনি।
আইনজীবীরা বলেন, ‘২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকার সময় ক্রিস্টিনা ফার্নান্দেজ সরকারি তহবিল সরানোর সঙ্গে জড়িত ছিলেন এবং রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন।’
এদিকে একই মামলায় একটি নির্মাণ সংস্থার মালিক ব্যবসায়ী লাজারো বেজকেও ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অর্থ পাচারের দায়ে গত বছরও তাঁকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
দুর্নীতির মামলায় আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনারকে (৬৯) ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। বুধবার (৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, আইনজীবীরা ১২ বছরের কারাদণ্ড চেয়েছিলেন। আদালত ছয় বছরের কারাদণ্ড দেন। আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজের বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর বন্ধুকে ‘প্রশাসনিক জালিয়াতি’ করে সরকারি কাজ পাইয়ে দিয়েছিলেন। তবে ক্রিস্টিনা ফার্নান্দেজকে জেলে থাকতে হচ্ছে না। সরকারি দায়িত্বের জন্য ছাড় পেয়েছেন। ধারণা করা হচ্ছে, তিনি উচ্চ আদালতে আপিল করবেন। তাঁকে আজীবনের জন্য সরকারি অফিস থেকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু উচ্চ আদালতে মামলা চলাকালে তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে তাঁর দায়িত্ব পালন করতে পারবেন।
বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়, আর্জেন্টিনার ইতিহাসে ক্রিস্টিনা ফার্নান্দেজই প্রথম, যিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় কারাদণ্ড পেলেন।
ফার্নান্দেজ অবশ্য দাবি করেন, তিনি রাজনৈতিক চক্রান্তের শিকার। রাজনৈতিক উদ্দেশ্যেই এই মামলা।
এপির প্রতিবেদনে বলা হয়েছে, রায়ের পর বক্তব্য রাখতে গিয়ে ফার্নান্দেজ নিজেকে ‘বিচারিক মাফিয়ার শিকার’ হিসেবে বর্ণনা করেছেন। আইনজীবীদের বিরুদ্ধে মিথ্যা এবং অপবাদের অভিযোগ করেছেন তিনি।
আইনজীবীরা বলেন, ‘২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকার সময় ক্রিস্টিনা ফার্নান্দেজ সরকারি তহবিল সরানোর সঙ্গে জড়িত ছিলেন এবং রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন।’
এদিকে একই মামলায় একটি নির্মাণ সংস্থার মালিক ব্যবসায়ী লাজারো বেজকেও ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অর্থ পাচারের দায়ে গত বছরও তাঁকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
গৃহযুদ্ধ কবলিত সুদানের দ্বিতীয় বৃহত্তম শহর ওমদুরমানের একটি বাজারে দেশটির আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) হামলায় অন্তত ৫৪ জন নিহত ও ১৫৮ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
৫ ঘণ্টা আগেলিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগার পশ্চিমে আল-আকিলা এলাকা থেকে অন্তত ২০ জনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই বাংলাদেশের নাগরিক বলে লিবিয়ার রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের ধারণা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের পরিচালক এএইচএম মাসুম বিল্লাহ আজ শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করে
১০ ঘণ্টা আগেযুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আজ শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসে দুজন এবং গাজা সিটিতে অন্য জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস।
১৩ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক কঠোর পরিশ্রমের জন্য বিখ্যাত। সেই একই নীতি তিনি তাঁর সরকারি দায়িত্বেও প্রয়োগ করছেন। তিনি তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন, তিনি দায়িত্ব পাওয়ার পর বেশ কয়েক দিন ওয়াশিংটনে সরকারি কর্মদক্ষতা বিভাগেই (ডিওজিই) ঘুমিয়েছেন। আর এটি জানতে পেরে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ককে হোয়াইট হা
১৪ ঘণ্টা আগে