Ajker Patrika

মালিতে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ৪১

অনলাইন ডেস্ক
Thumbnail image

মালিতে বাস-ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও ৩৩ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পরিবহন মন্ত্রণালয়। 

মালির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ওআরটিএম জানিয়েছে, ট্রাকটির চাকা হঠাৎ ফেটে যায় এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে অপরদিক থেকে আসা বাসের সামনে চলে আসেন। আর এতেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনাটি মালির সেগোউ শহর থেকে ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে একটি স্থানে ঘটে। 

এদিকে। এ ছাড়া প্রাথমিকভাবে ৩৭ জনের নিহতের কথা জানানো হলেও পরে তা বেড়ে ৪১ হয়েছে বলেও জানানো হয়। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সড়কগুলো আফ্রিকায় অবস্থিত। সেখানে প্রতি এক লাখ মানুষের মধ্যে ২৬ জন সড়ক দুর্ঘটনায় মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত