Ajker Patrika

আনসার কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনী

কালিয়াকৈর প্রতিনিধি
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৬: ০৮
Thumbnail image

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিয়োগপ্রাপ্ত ৩৭ তম বিসিএস (আনসার) কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ ও এমএইচএস কোর্স সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে এ অনুষ্ঠান হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগপ্রাপ্ত মোট ৭ জন বিসিএস (আনসার) কর্মকর্তা দীর্ঘ ১৫ মাস মেয়াদের মৌলিক প্রশিক্ষণ এবং এমএইচএস কোর্স সম্পন্ন শেষে সমাপনী কুচকাওয়াজে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। কুচকাওয়াজের শুরুতেই প্রধান অতিথি একটি সুসজ্জিত খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান ও একাডেমির কমান্ড্যান্ট মো. মাহবুব উল ইসলামসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মচারীরা।

প্রধান অতিথি তিনজন কৃতি ও চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তাকে পুরস্কার তুলে দেন। মৌলিক প্রশিক্ষণে সহকারী পরিচালক নাজমুছ সালেহীন নূর শ্রেষ্ঠ ড্রিল, সহকারী পরিচালক মো. সুজন মিয়া শ্রেষ্ঠ ফায়ারার এবং সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে এ পুরস্কার অর্জন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত