Ajker Patrika

কৃত্রিম জটলা করে ছিনতাই ভাগাভাগির সময় ধরা ৭

ধুনট (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৭ মার্চ ২০২২, ১৭: ৫৭
কৃত্রিম জটলা করে ছিনতাই ভাগাভাগির সময় ধরা ৭

বগুড়ার ধুনট উপজেলায় ছিনতাই করা টাকা ভাগ-বাঁটোয়ারার সময় স্থানীয় জনতার হাতে আটক নারীসহ ছিনতাইকারী চক্রের সাত সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম হাঁসাপোটল গ্রামের আবুল হোসেনর স্ত্রী রেহেনা খাতুন গত মঙ্গলবার বেলা ১১টার দিকে তাঁর ভাইকে সঙ্গে নিয়ে ব্যাংক থেকে টাকা তুলতে ধুনট বাজারে আসেন। দুপুর সাড়ে ১২টার দিকে অগ্রণী ব্যাংক ধুনট শাখা থেকে তিন লাখ টাকা উত্তোলন করেন। টাকা নিয়ে ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর এলাকায় পৌঁছালে রেহেনা ছিনতাইকারী চক্রের কৃত্রিম জটলার শিকার হন। জটলা থেকে বের হয়ে ভ্যানিটি ব্যাগ খুলে দেখেন সেখান থেকে দুই লাখ টাকা খোয়া গেছে।

ছিনতাইকারী চক্রের সদস্যরা উপজেলার কান্তনগর বাজার এলাকায় ওই দিন বিকেলে টাকা ভাগ-বাঁটোয়ারা করতে থাকেন। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাঁরা তাঁদের আটক করে থানায় খবর দেন। থানা-পুলিশ ঘটনাস্থলে এসে ৬৭ হাজার টাকা জব্দ করার পাশাপাশি এক নারীসহ ছিনতাইকারী চক্রের সাত সদস্যকে আটক করে থানা হেফাজতে নেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়ার উত্তর চেলোপাড়ার হোসনে আরা (২৫), খোরশেদ আলম ইরাক (৩০), সজিব হোসেন কাইল্যা (৩০), ধুনট সদরপাড়ার রনি ইসলাম (২৫), রকি ইসলাম (২০), মোমিন (১৭) ও সৌরভ বাবু (১৭)। এ ঘটনায় ভুক্তভোগী রেহেনা খাতুনের ছেলে আব্দুর রউফ বাদী হয়ে মঙ্গলবার রাতেই ওই সাতজনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা আজকের পত্রিকাকে জানান, ‘জব্দ করা টাকা রেহেনা খাতুনকে বুঝিয়ে দেওয়া হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত