Ajker Patrika

আটকে আছে সেতু নির্মাণ

পীরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১৫: ৪১
আটকে আছে সেতু নির্মাণ

পীরগঞ্জে নির্ধারিত সময়েও শেষ হয়নি করতোয়া নদীর ওপর নির্মাণাধীন ন্যুনদহ ও জন্তীপুর সেতুর কাজ। সেতু দুটির নির্মাণকাজ শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সাংসদ ড. শিরীন শারমিন চৌধুরী পীরগঞ্জ উপজেলার পশ্চিমাঞ্চল এবং দিনাজপুর জেলার ঘোড়াঘাট, নবাবগঞ্জ ও বিরামপুর উপজেলার মানুষের উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতের লক্ষ্যে করতোয়া নদীর ওপর সেতু নির্মাণে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের আলোকে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) আওতায় জয়ন্তীপুর ঘাট থেকে গোপিনাথপুর পর্যন্ত করতোয়ার ওপর একটি সেতু নির্মাণে ২৯ কোটি ৪৮ লাখ ৯৪ হাজার ২০৩ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ ছাড়া গিলাবাড়ী ঘাট থেকে ন্যুনদহ ঘাট পর্যন্ত আরও একটি সেতু নির্মাণে বরাদ্দ দেওয়া হয় ২৬ কোটি ৮২ লাখ ৩৩ হাজার ৮৭৮ টাকা।

টেন্ডারের মাধ্যমে কার্যাদেশ পেয়ে ২০১৮ সালের ৯ মে চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে। শর্তানুযায়ী গত বছরের ২২ সেপ্টেম্বরের মধ্যে সেতু নির্মাণকাজ শেষ হওয়ার কথা। অথচ গত বৃহস্পতিবার পর্যন্ত ন্যুনদহ সেতুর ৬০ শতাংশ ও জন্তীপুর সেতুর ৫৫ শতাংশ কাজ সম্পন্ন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী মানিক মিয়া জানান, সেতু দুটির জন্য জমি অধিগ্রহণ সম্পন্ন না হওয়ায় সেতুর নির্মাণকাজে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। কাজ করতে গিয়ে বারবার জমির মালিকদের কাছ থেকে বাধার সম্মুখীন হতে হচ্ছে।

সেতুসংলগ্ন এলাকার জমির মালিক সবুজ, রানু, রাসেল ও রিপনসহ অনেকেই জানান, সরকার জমি অধিগ্রহণের টাকা দিলে তাঁরা অন্য স্থানে জমি ক্রয় করবেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী মশিউর রহমানের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে জেলা প্রকৌশল বিভাগের অনুমোদন ও ঢাকার প্রধান প্রকৌশল দপ্তরের অনুমোদনপত্র নিয়ে ২০১৯ সালের ২৫ আগস্ট পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে জমা দিয়েছি। জেলা ভূমি কার্যালয় থেকে অনুমোদন এলেই জমির মালিকেরা অধিগ্রহণের টাকা পাবেন। সেতু নির্মাণকাজেও গতি বাড়বে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এক টন কয়লাও ইসরায়েলে যাবে না, নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত