Ajker Patrika

অ্যান্টিগায় ‘বিরক্তিকর’ সময় শেষে তাসকিনদের ফেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ জুলাই ২০২২, ১১: ৪৬
অ্যান্টিগায় ‘বিরক্তিকর’ সময় শেষে তাসকিনদের ফেরা

গায়ানায় ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষ ম্যাচটা হয়ে গেছে গত শনিবার। সিরিজ শেষের পরের দিন অর্থাৎ রোববার গায়ানা থেকে অ্যান্টিগায় আসে বাংলাদেশ দল। সেখান থেকেই ভাগে ভাগে দেশে ফিরছেন ক্রিকেটাররা।

এই ভাগের প্রথমটিতে থাকা মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও ম্যানেজার নাফীস ইকবালের আজ বিকেলে দেশে এসে পৌঁছানোর কথা। বাকি ক্রিকেটারদের ফিরতে ফিরতে কাল বিকেল। গতকাল বাংলাদেশ সময় রাত ৩টায় অ্যান্টিগা থেকে রওনা দেওয়ার কথা মাহমুদউল্লাহসহ ১১ ক্রিকেটারের।

ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জেতার পর টানা তিন দিন ক্রিকেটারদের বসে থাকতে হলো অ্যান্টিগায়। অখণ্ড এই অবসরে অ্যান্টিগার সাদা বালুর সৈকত কিংবা ক্যারিবীয় নীল সমুদ্রের সৌন্দর্য যতটা উপভোগ্য হওয়ার কথা, ততটা হয়নি দলের বেশির ভাগ ক্রিকেটারেরই। একজন ক্রিকেটার যেমন বলছিলেন, ‘এভাবে সময় কাটানো সত্যি কষ্টের। খেলা থাকলে ব্যস্ততায় সব ভুলে থাকা যায়। কিন্তু খেলা শেষে আর কিছু ভালো লাগে না, দ্রুত সময়ে পরিবারের কাছে ফিরতে মন চায়। জটিল ভ্রমণে যতটা না খারাপ লেগেছে, তিন দিন এখানে বসে থেকে তার চেয়ে বেশি বিরক্ত লেগেছে!’

 ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে না ফিরতেই বাংলাদেশ দলকে মানসিকভাবে তৈরি হতে হচ্ছে জিম্বাবুয়ে সফরের জন্য। দেশে ফিরে খুব একটা বিশ্রামের সুযোগ নেই ক্রিকেটারদের। চার-পাঁচ দিনের বিশ্রাম শেষে ২৬ জুলাই রাত ১০টার বিমানে জিম্বাবুয়েতে রওনা দেবেন তাঁরা। গতকাল আনুষ্ঠানিকভাবে পুরো সফরের সূচি প্রকাশ করেছে স্বাগতিক ক্রিকেট বোর্ড।

জিম্বাবুয়ের বিপক্ষে এই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সূচি অনুযায়ী সব ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। জিম্বাবুয়েতে পৌঁছে দুই দিনের অনুশীলনের সুযোগ পাবেন মাহমুদউল্লাহরা।

এরপর ৩০ জুলাই শুরু হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে ৩১ জুলাই ও ২ আগস্ট। দুই দিনের বিশ্রাম শেষে ৫ আগস্ট থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। ৭ ও ১০ আগস্ট দুই ওয়ানডে দিয়ে শেষ হবে সফর। টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচ বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে। আর ওয়ানডে ম্যাচ শুরুর সময় বেলা ১টা ১৫ মিনিটে। 

বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, জিম্বাবুয়ে সফরের বাংলাদেশ দল দেওয়া হবে আগামীকাল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত